Tag: ত্রাণ বিতরণ

  • চট্টগ্রাম করোনা আক্রান্তের বিপদজনক অঞ্চলে পরিণত হয়েছে:ডা.শাহাদাত

    চট্টগ্রাম করোনা আক্রান্তের বিপদজনক অঞ্চলে পরিণত হয়েছে:ডা.শাহাদাত

    চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৯৫ জন আক্রান্তের মধ্যে দিয়ে মোটা আক্রান্তির পরিমান ৫০০ ছাড়িয়ে গেল। ঘরে ঘরে ত্রাণ না পৌঁছানোর কারণে ক্ষুধার তাড়নায় হতদরিদ্র মানুষরা ঘর থেকে জীবিকার সন্ধানে বের হওয়ার কারণে এই সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেয়েছে।

    তিনি বলেন,তাছাড়া স্বাস্থ্য বিধি না মেনে গার্মেন্টস ফ্যাক্টরি খুলে দেয়া, মার্কেট খুলে দেয়া সহ বিবিধ কারণে এই সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই মুহূর্তে গণসচেতনতা বৃদ্ধি সহ সামাজিক দূরত্ব বজায় রাখা, মাক্স পরিধান করা, ঘন ঘন হাত ধোয়া সহ সমস্ত স্বাস্থ্য বিধি মানার উপর জোর দিতে হবে।

    তিনি আজ শুক্রবার (১৫ মে) বাদে জুমা ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডের অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ কালে এ কথা বলেন।

    ডা. শাহাদাত হোসেন আরও বলেন, দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে হাজারের অধিক গড়িয়েছে। তাই ঘর থেকে বের না হয়ে নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখতে অন্য কোন বিকল্প নেই।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ন সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম মহানগর বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, মহানগর বিএনপিরর সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শফিকুল আহমেদ, কোতোয়ালী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, ১৫ নং বাকমনিরাম ওয়ার্ডের সভাপতি রাসেল পারভেজ সুজন, সাধারণ সম্পাদক এস এম আবু ফায়েজ, বিএনপি নেতা মোহাম্মদ সেকান্দর, যুবদল নেতা আব্দুস সাত্তার, বিএনপি নেতা শফিকুল ইসলাম, মামুন, যুবদল নেতা জাবেদ প্রমুখ নেতৃবৃন্দ।
    এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও করোনা সচেতনামূলক মূলক লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।
    ২৪ ঘণ্টা/এম আর

  • আ’লীগের ভুল নীতির কারণে দেশ দূর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে:বক্কর

    আ’লীগের ভুল নীতির কারণে দেশ দূর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে:বক্কর

    চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, মানুষ দিশাহীন হয়ে পড়েছে। স্বাস্থ্য, খাদ্য ও অর্থ কষ্টে দিন দিন আরো বেশি ধাবিত হচ্ছে। স্বাধীনতা পরবর্তী সময়ে যে অস্থিরতা বিরাজ করছে তা এখন আবারো দৃশ্যমান হতে যাচ্ছে। ধীরে ধীরে দেশ দূর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের ভুল ও একগুয়েমী নীতির কারণে দেশের আজ এ অবস্থা। এর থেকে উত্তোলনে সকল পেশার শ্রমিক ও আম জনতা এক হতে হবে। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে। না হলে এখন যেভাবে মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, সামনের দিনগুলোতে খাদ্য সংকটে পরিবার নিয়ে আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না।

    তিনি আজ শুক্রবার (১৫ মে) নগরীর এনায়েত বাজার বাটালী রোডস্থ নিজ বাসভবন থেকে করোনা দূর্যোগে কর্মহীন ও অসহায় জনগোষ্ঠীর জন্য ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের কাছে ত্রাণ হস্তান্তরকালে এসব কথা বলেন।

    এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-গ্রাম বিষয়ক সম্পাদক সালাউদ্দীন লাতু, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলাল, সাধারণ সম্পাদক মামুন আলম, এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আব্বাস খান, সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ রাশেদ, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ড উপজেলা পরিষদের পক্ষ থেকে আড়াই হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

    সীতাকুণ্ড উপজেলা পরিষদের পক্ষ থেকে আড়াই হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি:করোনা ভাইরাসের কারণে এলাকার গরীব,অসহায়দের জন্য প্রধানমন্ত্রী উপহার হিসেবে দেওয়া সীতাকুণ্ড উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রথম পর্যায়ে ৯টি ইউনিয়নের আড়াই হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকালে সীতাকুণ্ড উপজেলা পরিষদ কার্যলয়ে উক্ত ত্রানের প্যাকেট বিতরন করা হয়।

    এই ধারাবাহিকতায় ঈদের আগে আরো আড়াই হাজার মানুষের মাথে দ্বিতীয় দফায় ত্রাণ দেওয়া হবে।

    এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন। উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী , সাবেক সভাপতি সেকান্দর হোসাইন ও যুবলীগ নেতা সাইদুর রহমান মারুফ প্রমুখ।

    ২৪ ঘন্টা/এম আর/দুলু

  • পরিবহন শ্রমিকদের ঈদ উপহার দিলেন রেজাউল করিম

    পরিবহন শ্রমিকদের ঈদ উপহার দিলেন রেজাউল করিম

    ২৪ ঘণ্টা ডট নিউজ:লালখান বাজার এলাকায় হালিমা হাজারী লিপির উদ্দ্যোগে পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী উপহার তুলে দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ, চট্টগ্রাম বাস, মিনিবাস, হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি ও আরটিসি সমিতির সদস্য হালিমা হাজারী লিপির উদ্দ্যোগে পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী উপহার প্রদানকালে জননেতা এম. রেজাউল করিম চৌধুরী বলেন, দেশের এই দূর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থাকা মানবিক কাজ। দে‌শে দু‌র্যোগ, দু‌র্বিপাক, যুদ্ধাবস্থা ও মহামারী‌তে সকল‌কে অত্যন্ত ধর্য্য সহকা‌রে সরকা‌রি নি‌র্দেশনা অনুসরন ক‌রে চল‌তে হয়। দে‌শের বৃহত্তর জন‌গোষ্ঠীর জানমাল রক্ষায় আমা‌দের উ‌চিৎ সরকারী নি‌র্দেশনা যথাযথ ভা‌বে অনুসরন করা।

    তিনি আরও বলেন,এ সময় সব‌চে‌য়ে দুরাবস্থার সম্মুখীন হতে হয় সমা‌জের নিম্ম আ‌য়ের মানুষগু‌লোর। তারা দি‌নে আ‌নে দি‌নে খায়। বঙ্গবন্ধু কন্যা জন‌নেত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন জনবান্ধব সরকার ঘ‌রে ঘ‌রে খাদ্য পৌঁ‌ছে দি‌তে অঙ্গীকার ক‌রে‌ছেন। সমা‌জের বিত্তবান‌দেরও উ‌চিৎ নিম্ম আ‌য়ের মানু‌ষের জন্য খাদ্য সহায়তায় এ‌গি‌য়ে আসা।

    এসময় উপস্থিত ছিলেন পেশাজীবি নেতা আমজাদ হোসেন হাজারী, ১৪ নং লালখান বাজার ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসনাত মোঃ বেলাল, যুবলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু, ওয়ার্ড ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম সজীব ও আকিব হাজারী প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • রাষ্ট্রের দায়িত্বশীলদের দায়িত্বহীন উক্তির কারণে করোনা আক্রান্তের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে:ডা.শাহাদাত

    রাষ্ট্রের দায়িত্বশীলদের দায়িত্বহীন উক্তির কারণে করোনা আক্রান্তের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে:ডা.শাহাদাত

    চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন বলেছেন,রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বহীন উক্তির কারণে দেশে করোনা আক্রান্তের পরিমাণ খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

    তিনি বলেন,জনগণের পাঁচটি মৌলিক অধিকারের বর্তমান সবচেয়ে খারাপ অবস্থা স্বাস্থ্যের, আর সে মন্ত্রণালয়ের প্রধান স্বাস্থ্যমন্ত্রী যখন বলেন,”করোনা ভাইরাসের কারণে দেশে তেমন মৃত্যু ঘটছে না”। স্বাভাবিকভাবে সাধারণমানুষ উৎসাহিত হয়ে সমস্ত লকডাউন ভেঙ্গে রাস্তায় নামার জন্য সম্প্রতি ঢাকা- নারায়ণগঞ্জ -চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে করোন আক্রান্তের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

    শাহাদাত বলেন,সরকারী হিসেবে মৃত্যু হয়েছে ২৭০ জনের মত। আর করোনা সম্পর্কিত বিভিন্ন উপসর্গ নিয়ে গত দুই মাসে মৃত্যু হয়েছে ৯৭৫ জনের মত। যেখানে আমাদের পার্শ্ববর্তী ভুটান কিংবা মালদ্বীপে ১০ লাখ লোকের বিপরীতে ১১০০০ হাজার টেস্ট করেছে। সেখানে আমরা মাত্র করতে পারছি ৬০০ থেকে ৭০০জনের। সুতরাং এই মুহূর্তে দায়িত্বশীলদের এই ধরনের উক্তি জনসাধারণের সাথে রসিকতা ছাড়া আর কিছুই নয়। উক্তিটি তিনি এমন দিনে করলেন যেদিন দেশের সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়ে রেকর্ড় গড়েছে এবং সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১১৬২ জনের।

    তিনি আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বাদশামিয়া রোডস্থ নিজ বাসভবনের সামনে ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ও ৩৭ নং উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডের এবং সিএনজি চালক দলের অসহায় দরিদ্রদের জন্য ৬ শতাধিক পরিবারের জন্য ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে এবং বিভিন্ন পেশার ও অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেন।

    ডা: শাহাদাত হোসেন আরও বলেন, দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে হাজারের অধিক গড়িয়েছে। তাই ঘর থেকে বের না হয়ে নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখতে অন্য কোন বিকল্প নেই।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি’র সভাপতি ও কাউন্সিলর প্রার্থী হাজী হানিফ সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, বন্দর থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মোঃ হারুন,বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মোঃ ওসমান, ৩৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মহিলা সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সাহিদা খানম, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আহসান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

    এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও করোনা সচেতনামূলক মূলক লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।
    ২৪ ঘণ্টা/এম আর

  • স্বাস্থ্যখাত ডাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দারে পরিণত হয়েছে:বক্কর

    স্বাস্থ্যখাত ডাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দারে পরিণত হয়েছে:বক্কর

    চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দিন দিন স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠছে। করোনা রোগীদের সেবা দিতে সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেনি বলে মৃত্যু ও সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে।

    তিনি বলেন, সরকার এতদিন জনগণকে বড় বড় ফ্লাইওভার করে উন্নয়ন দেখিয়েছেন, দূর্যোগে মানুষের জীবন বাঁচানোর জন্য কোন পূর্ব প্রস্তুতি নেননি। স্বাস্থ্য খাতে যদি উন্নয়নের ছোয়া লাগাতেন তাহলে করোনার এ দূর্যোগে এত মানুষ মারা যেত না। আমাদের দুর্ভাগ্য হচ্ছে করোনার আগাম সংবাদ পাবার পরও কোন ধরণের প্রস্তুতি নিতে পারেনি। বরং স্বাস্থ্যমন্ত্রী গতকালও বলেছেন করোনা কোন ভয়ংকর রোগ নয়। যা জাতির সাথে মিথ্যাচার ও বিভ্রান্তি ছাড়া আর কিছু না। তাদের কথা শুনে জনগণ ঘর থেকে বাহির হচ্ছে আর অসুস্থ্য হয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে।

    বক্কর বলেন, সরকার ফটকা বাজের রাজনীতি শুরু করছে। সরকার বিভিন্ন সময়ে স্বাস্থ্য খাতে বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ দিয়েছেন বলে প্রচার করলেও সেই বরাদ্দ কোথায়, কি উন্নয়ন করা হয়েছে। এখন মানুষ বুঝতেছে, যে বরাদ্দ স্বাস্থ্যখাতে দিয়েছে তার সব লুটপাট হয়েছে। যার কারণে স্বাস্থ্যখাত এখন ডাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দারে পরিণত হয়েছে।

    তিনি আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নগরীর এনায়েত বাজার বাটালী রোডস্থ নিজ বাসভবন থেকে করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পড়া অসহায় জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।

    এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-শ্রম সম্পাদক আবু মুসা, নগর বিএনপির সদস্য ও আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট এফ.এ সেলিম, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মুর্তজা খান, নগর যুবদলের সহ-সম্পাদক মো. নওশাদ, যুবদল নেতা জানে আলম বাঁচা, মো. রিয়াজ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • জাতীয় টাস্কফোর্স গঠন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে করোনা মোকাবেলা করুন:ডা.শাহাদাত

    জাতীয় টাস্কফোর্স গঠন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে করোনা মোকাবেলা করুন:ডা.শাহাদাত

    ২৪ ঘন্টা ডট নিউজ:চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন বলেছেন,জাতীয় “টাস্কফোর্স” গঠন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে করোনা মোকাবেলা করুন।

    তিনি বলেন,দিনদিন করোনা আক্রান্তের পরিমাণ যেভাবে বাড়ছে তাতে করে এটা স্পষ্ট প্রতীয়মান হয়, একক ভাবে কোন দল বা গোষ্ঠী এই রোগকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে সমস্ত পেশাজীবী, রাজনীতিবিদ, সামাজিক ব্যক্তিত্বদের নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় টাস্কফোর্স গঠন করে এই সংকট মোকাবেলা করতে পারলে জাতিসমূহ মানবিক বিপর্যয় থেকে রক্ষা পাবে। দেশের বিশেষজ্ঞ সম্মানিত একজন চিকিৎসক কে এই টাস্কফোর্সের প্রধান করে, বাংলাদেশের ৬৪ জেলার স্বাস্থ্য ব্যবস্থাকে এক ছাতার নিচে এনে সবার কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারলে এই ভয়াবহ সঙ্কট মোকাবেলা সম্ভব হবে।

    তিনি আজ বুধবার (১৩ মে) দুপুরে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে ২০ নং দেওয়ানবাজার ও ৩১ নং আলকরন ওয়ার্ডের এবং ২১ নং জামালখান ধোপাপাড়ার অসহায় দরিদ্রদের জন্য ৬ শতাধিক পরিবারের জন্য ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে এবং বিভিন্ন পেশার ও অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কালে এ কথা বলেন।

    ডা: শাহাদাত হোসেন আরও বলেন, দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে হাজারের অধিক গড়িয়েছে। তাই ঘর থেকে বের না হয়ে নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখতে অন্য কোন বিকল্প নেই।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ৩১নং আলকরন ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর প্রার্থী দিদারুর রহমান লাবু, ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ মোহাম্মদ জসিম মিয়া, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা হাজী ইদ্রিস, ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ লিয়াকত আলী, বিএনপি নেতা মহিউদ্দিন, মোঃ হারুন, ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, প্রমুখ নেতৃবৃন্দ।

    এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও করোনা সচেতনামূলক মূলক লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

     

     

  • স্বাস্থ্য ব্যবস্থায় নাজুক পরিস্থিতি বিরাজ করছে:বক্কর

    স্বাস্থ্য ব্যবস্থায় নাজুক পরিস্থিতি বিরাজ করছে:বক্কর

    চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থায় নাজুক পরিস্থিতি বিরাজ করছে।

    আওয়ামী লীগ সরকার মানুষের স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করতে পারছে না।জেলা পর্যায়ে শতাধিক মানুষকে করোনা পরীক্ষা করলেও বিশাল একটি জনগোষ্ঠী এ পরীক্ষার বাহিরে থেকে যাচ্ছে। অনেকে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করলেও তা জানতে পারছে না।

    ভয়াবহ নিষ্ঠুরতার শিকার হচ্ছে রোগীরা, এ্যাম্বুলেন্স করে করে মানুষ হাসপাতালগুলোতে গেলেও কোন প্রকার চিকিৎসা মিলছে না।

    করোনার এ পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যমন্ত্রী পুরোপুরি ব্যর্থ হয়েছে। তার মন্ত্রী পদে থাকার কোন এখতিয়ার নেই। জনগণের প্রতি যদি দায়বদ্ধতা ও কমিটমেন্ট থেকে থাকে তাহলে এ ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত।

    আজ মঙ্গলবার (১২ মে) নগরীর ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডে গরীব অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

    তিনি নগরবাসীকে সচেতন হয়ে চলাফেরার আহবান জানিয়ে বলেন, দেশে চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না। দিন দিন করোনা সংক্রমণের রোগী বাড়ছে, অপরদিকে সরকার দোকানপাট, মার্কেট, শপিংমল খুলে দিচ্ছে।

    এ অবস্থায় চলাফেরা করতে গিয়ে সতর্ক হতে হবে। স্বাস্থ্য সংস্থা যে সব নিয়মকানুন মেনে চলার নির্দেশনা দিয়েছে, তার উপর আস্থা রাখতে হবে।

    স্বাস্থ্যবিধি মেনে নিজে এবং পরিবারকে বাঁচিয়ে রাখুন। তাই জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা থেকে বিরত থাকার জন্য নগরবাসীকে আহবান জানান তিনি।

    বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল পারভেজ সুজনের সভাপতিত্বে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজ্বী আবুল ফয়েজের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন।

    আরো উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, নগর বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপির নেতা মো. সেকান্দার, জামাল উদ্দিন, ফজল আলী, মো. জাবেদ মিয়া, জাহাঙ্গীর (মুনমুন), মো. জাহেদ, মহিলাদলনেত্রী সাহেদা বেগম প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা’র দুঃসময়েও আমরা বাক-স্বাধীনতা ও তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত : শাহেদ

    করোনা’র দুঃসময়েও আমরা বাক-স্বাধীনতা ও তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত : শাহেদ

    ২৪ ঘণ্টা ডট নিউজ ডেস্ক : লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

    বিএনপি‘র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ ১৬ রমজান রবিবার (১০ মে) বিকালে নগরীর বায়েজিদ থানাধীন ২ নং জালালাবাদ ওয়ার্ড এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    এ সময় মুহাম্মদ শাহেদ বলেন, সারা বিশ্ব যখন করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ, সরকার তখন ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণে ব্যস্ত। দেশের মানুষ সরকারের অব্যবস্থাপনায় দিশেহারা।

    সরকার করোনা মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ কিন্তু গণমাধ্যম নিয়ন্ত্রণে সফল। শুধু ১ এপ্রিল থেকে মে মাসের ১ম সপ্তাহেই ৪২ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে তারমধ্যে ২০ জন সাংবাদিক। ত্রাণ লুটের নিউজ করার জন্যও সাংবাদিক লাঞ্চিত হয়েছে।

    ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত গণ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সরকারকে বলেছেন। এটা এখন দিবালোকের মত সত্য দেশের জনগণ করোনা’র সঠিক তথ্যও পাচ্ছে না।

    রোগীর সংখ্যা ও প্রকৃত মৃত্যুর সংখ্যার হিসাবেও গড়মিল কিন্তু আওয়ামীলীগ বৈশ্বিক মহামারী করোনা নয় সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে তৎপর। চারিদিকে ত্রাণ লুটপাটের মহোৎসব চলছে।

    তিনি এসময়, সরকারকে আহবান জানান ঐক্যবদ্ধ হয়ে সবদল-মতের সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ জাতী হিসেবে করোনা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার।

    এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ-সভাপতি আবদুল করিম, অরুপ বডুয়া, মোহাম্মদ আলী সাকী, সি.যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, রাশেদুল হাসান লেবু, সেলিম উদ্দিন রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ-সম্পাদক হাফেজ কামাল উদ্দিন, বায়েজীদ থানা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাআলম, ওবায়দুল হক, রুহুল আমিন, আলমগীর, ২নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, মোঃ ইমতিয়াজ মিন্টু, মোঃসাজু, মাইনুদ্দিন, মোঃ সাবলু, ইব্রাহীম, মোঃ রহিম প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লালখান বাজারে অসহায়দের মাঝে যুবদলের ত্রাণ বিতরণ

    লালখান বাজারে অসহায়দের মাঝে যুবদলের ত্রাণ বিতরণ

    বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির ধারাবাহিকতায় আজ শনিবার (৯ মে) নগরীর ১৪ নং লালখান বাজার ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ।

    এসময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপিসহ যুবদলের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের প্রতিনিয়ত খবর রাখছেন। শুরু থেকেই তাদের নির্দেশ ছিল দলের সকল স্তরের নেতাকর্মীরা যেন দেশের সংকটময় পরিস্থিতিতে মানুষের‌ পাশে দাঁড়ায়। আমরা সেটাই করে যাচ্ছি করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই।’

    সরকার আজকে রাস্তাঘাট খুলে দেয়া হয়েছে, যানবাহন চলছে, গার্মেন্টস খুলে দেয়া হয়েছে। হাজার হাজার লোক কাজে যাচ্ছে। এতে কত লোক করোনায় আক্রান্ত হবে? তাদের না থাকবে চিকিৎসা না থাকবে বেঁচে থাকার নিশ্চয়তা। এ সরকার ভয়াবহ রকম এ পরিস্থিতির মধ্যে দেশকে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।

    এতে মহানগর যুবদলের সহ সভাপতি আজমুল হুদা রিংকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, মোঃ হেলাল হোসেন, সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ সম্পাদক মাহবুর রহমান, কামাল হোসেন, জাফর সাদেক সোহেল, খুলশী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল, মোহাম্মদ মিল্টন, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ বাদশা আলমগীর, ১৪নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, মোঃ জাবেদ, নাসির উদ্দিন পিন্টু, জামিল হোসেন, থানা যুবদলের সদস্য কামাল শিকদার, শফিকুল ইসলাম,১৪নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের যুগ্ম- আহবায়ক বাদল, আজমীর, জাহিদুল করিম, রাশেদ, আমিনুল ইসলাম বাদল, মানিক, করিম, নাঈমসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সরকার বৈশ্বিক মহামারী করোনাকে হালকাভাবে নিয়ে মানুষের জীবন ও জীবিকা বিপর্যস্ত করেছে: শাহেদ

    সরকার বৈশ্বিক মহামারী করোনাকে হালকাভাবে নিয়ে মানুষের জীবন ও জীবিকা বিপর্যস্ত করেছে: শাহেদ

    বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেন আজ ১৫ রমজান শনিবার (৯ মে) বিকালে নগরীর ৩নং পাঁচলাইশ ওয়ার্ড এলাকায়।

    এ সময় মুহাম্মদ শাহেদ বলেন, দীর্ঘদিন বিনা ভোটে ক্ষমতায় থেকে সব কিছুই হালকাভাবে নেয় শাসকদল। বৈশ্বিক মহামারী করোনাকেও হালকাভাবে নিয়ে আজ আমাদের নিরীহ জনগণের জীবন ও জীবিকা বিপর্যস্ত করেছে আওয়ামীলীগ। ত্রাণ লুটপাট করোনার ন্যায় সারাদেশের ৬৪ জেলায় অব্যাহত। আজ গাজীপুরে বেতনের দাবীতে পোষাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিবর্ষণ করোনা মোকাবেলায় ব্যর্থ সরকারের দেউলিয়াত্ব প্রকাশের নমুনা। জাতি ক্ষমা করবে কি নির্লজ্জ এই শাসকগোষ্ঠিকে ?

    তিনি এসময়, সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চট্টলার ব্যবসায়ী নেতৃবৃন্দ সব মার্কেট-শপিং মল বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদেও ধন্যবাদ জানান। আগে জীবন তারপর জীবিকা। পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনকে অনুরোধ করেন।

    এসময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ-সভাপতি আবদুল করিম, বায়েজিদ থানা আহবায়ক অরুপ বড়ুয়া, পাঁচলাইশ থানা আহবায়ক মোহাম্মদ আলী সাকী, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, রাশেদুল হাসান লেবু, সেলিম উদ্দিন রাসেল, জিল্লুর রহমান জুয়েল, সহ সম্পাদক আতিকুর রহমান, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম বাবু, বায়েজিদ থানা যুগ্ম আহবায়ক মঞ্জুর আলম মঞ্জু, সাহেদ হোসেন খান পারভেজ, ওসমান গনি, নিজাম উদ্দিন, ৩নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোহাম্মদ হাসান, আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন, মহিউদ্দিন, আলমগীর, তাজিমুল ইসলাম, সাজ্জাদ হোসেন সাজু, কাইয়ুম, নুরুল ইসলাম, তারেক প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সরকারের অনৈতিক সিদ্ধান্ত প্রত্যাখান করেছে ব্যবসায়ীরা:বক্কর

    সরকারের অনৈতিক সিদ্ধান্ত প্রত্যাখান করেছে ব্যবসায়ীরা:বক্কর

    চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, দোকান ও শপিংমল খোলা রাখার সরকারী সিদ্ধান্ত প্রত্যাখান করে ব্যবসায়ীরা জনগণের প্রতি যে শ্রদ্ধা জানিয়েছেন। অপরদিকে আওয়ামীলীগ ক্ষমতার মোহে অন্ধ হয়ে জনগণকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। জনগণকে স্বাস্থ্য ঝুকিতে রেখে তারা ব্যবসা না করে দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের নৈতিক পতন হয়েছে বলেই জনগণকে মৃত্যুর মুখে উপনীত করে একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় মরিয়া হয়ে উঠেছে। দেশে প্রতিদিন করোনা সংক্রামনের সংখ্যা কবাড়লেও সরকার সেদিকে নজর দিচ্ছে না।

    তিনি বলেন, জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে গার্মেন্টস, কলকারখানাসহ দোকানপাট ও শপিংমল বন্ধ করে দিয়ে জরুরী অবস্থা ঘোষণা এখন সময়ের দাবি। অন্যথায় আওয়ামী লীগ রাজনৈতিক দল ও সরকার হিসাবে আরেকবার গণবিরোধী ও জনগণের কাছে ঘৃণিত বস্তু হিসাবে চিহ্নিত হবে।

    তিনি আজ শনিবার (৯ মে) নগরীর এনায়েত বাজার বাটালী রোডস্থ নিজ বাসভবনের সামনে করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষেন জন্য ওয়ার্ড বিএনপি নেতাদের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, সরকারের উচিত জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তারা না করে জনগণের জীবনকে বার বার হুমকীর মূখে ফেলে দিচ্ছে। দেশের করোনা সংক্রামন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বার বার মে থেকে জুন মাস বাংলাদেশের জন্য খুবই ঝুকিপূর্ণ বললেও সেটা সরকার তোয়াক্কা করছে না। দেশের স্বাস্থ্যমন্ত্রী বলছে দোকানপাট ও শপিংমল খুলে দিলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন করা সম্ভব না, বিশেষজ্ঞ মহলও একই কথা বলে আসছে। কিন্তু সরকার চলছে উল্টো পথে। লকডাউন তুলে দিয়ে দোকানপাট, শপিংমল খুলে দেওয়ার আগে সরকারের মন্ত্রী এমপি ও গুরুত্বপূর্র্ণ ব্যক্তিদের নিরাপত্তার চাদর থেকে বাহির হয়ে জনতার কাতারে আসার দাবি জনান। আপনাদের দেখে জনগণ বাহির হবে। অন্যথায় জনগণকে স্বাস্থ্য ঝুকিতে না ফেলে জরুরী অবস্থা ঘোষণা করার আহবান জানান।

    ত্রাণ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন হালিশহর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নগর যুবদলের সহসভাপতি এম এ গফুর বাবলু, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, যুবদল নেতা মো. বেলাল হোসেন, ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর