Tag: ত্রাণ বিতরণ

  • করোনায় সাধ্যমতো মানুষের পাশে থাকুন : রেজাউল করিম

    করোনায় সাধ্যমতো মানুষের পাশে থাকুন : রেজাউল করিম

    চট্টগ্রাম মহানগরীর ৪১ ওয়ার্ডের শ্রমজীবী, কর্মহীন, দুস্থ-অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য নগরীর বিভিন্ন সংগঠন, ফাউন্ডেশন ও ধনাঢ্য ব্যক্তিদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মু্ক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

    বৃহস্পতিবার (৭ মে) মোজাহেরুল্লা মুহুরী বাড়ীর কামাল নুরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য, সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথা বলেন তিনি।

    বীর মু্ক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী আরও বলেন, উন্নত দেশগুলোতে দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ ভাইরাস প্রতিরোধে অধিকাংশ দেশ হিমশিম খাচ্ছে। উন্নত দেশের তুলনায় গরিব দেশ বাংলাদেশ। সঙ্গত কারণে করোনাভাইরাস বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা ভয়াবহ রূপ নিতে পারে। তাই এই ভাইরাস ব্যাপকভাবে ছড়ানোর আগেই সচেতনতা বৃদ্ধি করা খুবই প্রয়োজন। এরই মধ্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধে জাতির উদ্দেশে দিক-নির্দেশনামূলক বিভিন্ন নীতিমালা ও বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর সময়োপযোগী নীতিমালা ও বক্তব্যে জনগণ আন্তরিকভাবে সচেতন হয়েছেন।

    এতে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব ফরিদ মাহমুদ, চসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম. আশরাফুল আলম, কামাল নুরুন্নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৈয়দ মো. কাবেদুর রহমান কচি, বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম সোলাইমান কাশেমী, ফাউন্ডেশনের কায-নির্বাহী সদস্য এস এম হাসিবুর রহমান, এস এম শফিউল বাহার, এস এম মুসফিকুর রহমান, আশরাফুল ইসলাম,আবুল হাসনাত বেলাল,মো: ইলিয়াছ, দেলোয়ার হোসেন বাচা, মো. বাচ্চুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    ২৪ ঘন্টা/এম আর

  • মানুষ মানুষের জন্য তা প্রমান করার সর্বোত্তম সময় এখনই-মেয়র

    মানুষ মানুষের জন্য তা প্রমান করার সর্বোত্তম সময় এখনই-মেয়র

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, মানুষের জীবন ও জীবিকা রক্ষায় সঠিক পদক্ষেপ নেয়ার কারণেই সরকার আজ বিশ্বব্যাপী প্রশংসিত। মানুষের জীবন রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সব পদক্ষেপ গ্রহণ করেছেন, সেটি ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্যসংস্থা এমনকি বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ফোর্বস কর্তৃক ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

    মেয়র বলেন, বিশ্ববিখ্যাত দি ইকনোমিস্ট পত্রিকায় সেগুলোর সঠিক পরিস্ফুটন হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দ্যেশে তিনি বলেন মানুষের প্রাণ বাঁচাতে হবে সবার আগে। এখন দরকার মানুষ মানুষের প্রতি ভালোবাসা। মানুষ মানুষের জন্য তা প্রমান করার সর্বোত্তম সময় এখনই।

    তিনি আরো বলেন আমরা বাঙ্গালী জাতি নানভাবে অনেক বিপর্যয় কাটিয়ে এ ই পর্যায়ে এসেছি। বিশেষ করে প্রাকৃতিক দূর্যোগ,রাজনৈতিক বিপর্যয়,যুদ্ধবিগ্রহ এসব পাড়ি দিয়ে এসেছি। আশাকরি এই করোনা প্রতিরোধে মহামারী যুদ্ধে আমাদের মনোবল অটুট থাকবে, কেউ মনোবল হারাবেন না। আমাদের নতুন প্রজন্মের জন্য এটা একটি শিক্ষা এবং অভিজ্ঞতা। আমরা সাহসী জাতি একাত্তরে যুদ্ধ মোকাবেলা করেছি এটাও পারবো ইনশাআল্লাহ। আশাকরি আমরা এই করোনা ভাইরাস যুদ্ধে জয়ী হয়ে আবার ঘুরে দাঁড়াবো।

    আজ ২২ নং এনায়েত বাজার, ৩১ নং আলকরন ও ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভোগ্যপন্য উপহার সামগ্রী বিতরণকালে মেয়র এসব কথা বলেন।

    সমাপনি বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় বর্তমানে সারাদেশে লকডাউন চলবে ১৬ মে পর্যন্ত। এর জন্য আয় উপার্জন বন্ধ থাকায় সবচেয়ে কষ্টে রয়েছেন নিম্ন আয়ের মানুষ। কামার, কুমার, দিনমজুর, রিক্সওয়ালা, ভ্যান চালক,বাস চালক ও হেলপার, সেলুন কর্মী, হতদরিদ্র এমনকি হিজড়া সম্প্রদায় পর্যন্ত।

    মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এসব শ্রেনী পেশার মানুষের অন্তত ছয় মাসের জন্য নিত্যপণ্য দ্রব্যের সাহায্য সহযোগিতাসহ নগদ প্রনোদনার ব্যবস্থা করা হয়েছে। টিসিবি ন্যয্যা মূল্যে বিক্রি করছে নিত্যপণ্য সামগ্রী। মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষনা কেউ না খেয়ে থাকবে না। এই ঘোষনাকে আমরা মাথায় নিয়ে রাতদিন পরিশ্রম করছি সত্যিকার ভূক্তভোগীদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছাতে।

    এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ.রশিদ,সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন, উপ দপ্তর সম্পাদক জহর লাল হাজারী, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, হাজী বেলাল আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের ইকবাল হাসান, আলহাজ্ব আবদুর রহমান, মোসলেম উদ্দিন,কাউন্সিলর মো. সলিম উল্লাহ বাচ্চু, মহিলা কাউন্সিলর নিলু নাগ প্রমূখ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘন্টা/এম আর

  • উপহার সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে বোয়ালখালী ০৭-০৯ ব্যাচ

    উপহার সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে বোয়ালখালী ০৭-০৯ ব্যাচ

    পৃথিবীর অন্যান্য দেশ ও অঞ্চচলের মত বাংলাদেশেও মহামারি করোনা ভাইরাসের ঢেউ আছড়ে পড়েছে। পৃথিবী জুড়ে প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল। এই ভাইরাস মোকাবেলায় প্রায় সকল দেশ লকডাউন ঘোষণা করে।

    ২৬ মার্চ থেকে বাংলাদেশও লকডাউন করে। ঘোষণা করে সাধারণ ছুটি। ফলে থমকে গেছে জনজীবন। বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের আয়ের উৎস। আর এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে জনসমাগম এড়াতে জনসাধারণকে ঘরে থাকতে বলা হয়েছে। আর এতে অনেকটাই ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ।

    বোয়ালখালী-০৭০৯ (এসএসসি ২০০৭ এইচএসসি ২০০৯) ব্যাচের সদস্যদের নিজ উদ্যোগে শুরু করেছে খেটে খাওয়া দিনমজুর-অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপহারের ব্যবস্থা।

    বৃহস্পতিবার (৭ মে) সকালে গ্রামের অসহায় হতদরিদ্র্য ও কর্মহীন পরিবারে মাঝে তারা এসব উপহার সামগ্রী বিতরণ করেন ।

    প্রথম দফায় অর্ধশতাধিক পরিবারকে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

    এসময় বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পিয়াজ, আলু, সয়াবিন, চিনি, চিড়া, ময়দ, সেমাই।

    বোয়ালখালীর দশটি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

    সংগঠনের সদস্যরা জানান, উদ্ভূত পরিস্থিতিতে ভোগান্তিতে রয়েছেন নিম্ন আয়ের মানুষজন। তারা যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে তাই সংগঠনের পক্ষ থেকে তাদের ঘরে ঘরে গিয়ে কিছুু উপহার পৌঁছে দেওয়ার চেষ্টাা করেছি। করোনা আতঙ্ক নিয়ে ঘরবন্দীদের মধ্যে যারা নিতান্তই হতদরিদ্র, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব করার। আমরা আমাদের সমাজের দায়বদ্ধতা থেকে যতটুকু পেরেছি তাদের কাছে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি।

    তবে দেশবাসীর কাছে আমাদের আহ্বান থাকবে নিজ নিজ এলাকায় সাধ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ান।

    মানুষ মানুষের জন্য। দেশের এই দুর্যোগময় সময়ে আমরা যে যতটুক পারি অসহায়দের পাশে দাঁড়াবার চেষ্টা করি। নিজে সচেতন থাকি অন্যকে সচেতন করি।

    তাদের এই উপহার সামগ্রী বিতরণ পরবর্তীতেও অব্যাহত থাকবে বলে জানায় সংগঠনটি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মানুষের জীবন আগে না জীবিকা আগে? – বক্কর

    মানুষের জীবন আগে না জীবিকা আগে? – বক্কর

    চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, মানুষের জীবন আগে না জীবিকা আগে? রাষ্ট্রের দায়িত্ব সংকটকালীন সময়ে সাধারণ মানুষের জীবন রক্ষার্থে জীবিকার ব্যবস্থা করা। সরকার সে দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষের ঘরে খাবার নাই, খাবারের জন্য বিক্ষোভ করছে। তাই সরকার বাধ্য হয়ে গার্মেন্টস, কলকারখানা, দোকানপাট, শপিংমল খুলে দিয়েছে। এর অর্থ মানুষ তার জীবিকা নিজে জোগাড় করুক। রাষ্ট্রের দায়িত্ব বলতে কিছুই নাই। সরকারের অবস্থাদৃষ্টে মনে হয়ে দেশে করোনা কোন সমস্যা না, সবকিছু নিয়ন্ত্রণে আছে। এইটাই আওয়ামী লীগ সরকারের চরিত্র। দেশের সকল দূর্যোগকালীন সময়ে তারা জনগণকে ঝুঁকিতে ফেলে তারা নিরাপদ দূরত্বে চলে যায়।

    আজ বৃৃহস্পতিবার (৭ মে) নগরীর এনায়েত বাজার বাটালী রোডস্থ নিজ বাসভবন থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে করোনা দূর্যোগে কর্মহীন জনগোষ্ঠী ও বিএনপি নেতাকর্মীদের জন্য ত্রাণ সামগ্রী ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের কাছে হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, করোনা দূর্যোগের সবচেয়ে গুরুতর সময়ে এসে সরকার লকডাউন শিথিল করে গণহারে করোনাভাইরাস সংক্রমণের পথ খুলে দিয়েছে। ভয়ানক এই সিদ্ধান্তের পরিণতির জন্য আওয়ামী লীগ সরকারই দায়ী থাকতে হবে। বিনা ভোটে সরকার গঠন করার কারণে আওয়ামী লীগ জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই, যার কারণে লকডাউন তুলে দিয়ে দেশকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। সারাদেশে অসহায় মানুষের জন্য সরকার যে ত্রাণ বরাদ্ধ দিয়েছে তা পর্যাপ্ত ছিল না, তার উপরে এসব ত্রাণ থেকে আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান, মেম্বাররা তা আত্মসাত করছে। তাদের যে চোরের মনমানসিকতা তা এখনো রয়েছে। অপরদিকে বিএনপি দীর্ঘ এক যুগ ক্ষমতার বাহিরে থাকার পরও সারাদেশে বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিজস্ব অর্থায়নে কর্মহীন মানুষদের পাশে দাড়িয়েছে। জনগণের দল হিসাবে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে দাড়িয়েছে। করোনা শুরু থেকে চট্টগ্রামে বিএনপি সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

    ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আব্বাস খান, সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ রাশেদ, পাঠানটুলি ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দীন জসিম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী মূর্তজা খান, নগর স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ হোসেন খান প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডে আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে এক হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

    সীতাকুণ্ডে আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে এক হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি:::সীতাকুণ্ডের ৮নং সোনাইছড়ি ও ৯ নং ভাটিয়ারী ইউনিয়নের সাতটি ওয়ার্ডে কর্মহীন প্রায় একহাজার পরিবারের মাঝে আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

    উক্ত ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আবুল খায়ের রেলিং ও স্টিল মিলের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ ইমরুর কাদের ভূইয়া।

    প্রথম দিন ভাটিয়ারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আমির হোসেন মাষ্টারের বাড়ীতে বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সালাউদ্দিন,আলহাজ্ব আমির হোসেন মাষ্টার। ২নং ওয়ার্ডে আলম কন্ট্রাক্টারের বাড়ীতে বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাহেদুল ইসলাম সাহেদ, আলম কন্ট্রাক্টার, মোহাম্মদ মিয়া, মোহাম্মদ খোরশেদ। ৩নং ওয়ার্ডের খাদেমপাড়া এলাকায় বিতরনকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ নেজামউদ্দিন, মোহাম্মদ আলমগীর ,শফি, রানা, মুন্ন, এডভোকেট আক্তার।

    এছাড়া সোনাইছড়ি ৯নং ওয়ার্ডের কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলহাজ্ব জহুরুর আলম, ৭নং ওয়ার্ডের বগুলা বাজার এলাকায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ বাবুল, ৬নং ওয়ার্ডের ত্রিপুরা পাড়ায় বিতরনকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ নাসির।

    ফুলতলা এলাকায় উক্ত ত্রাণ সামগ্রী বিতরণকালে ইউপি সদস্য মোঃ আজম।

    বর্তমান সময়ে করোনা মহামারীতে আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে গরীব,অসহায় এবং কর্মহীন মানুষের সাহায্যে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানান
    আবুল খায়ের রেলিং ও স্টিল মিলের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ ইমরুর কাদের ভূইয়া।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের ত্রাণ বিতরণ

    ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের ত্রাণ বিতরণ

    ফটিকছড়ি প্রতিনিধি:::ফটিকছড়িতে দুস্থ আসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলার কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদ।

    বুধবার (৬ মে) সকালে ফটিকছড়ি কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের কার্যালয়ে ৩ শত ৫০ অসহায় দুস্থ মানুষদের মাঝে ত্রান সমগ্রী বিতরণ করা হয়।

    এসময় প্রধান প্রধান অথিতি ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ মোঃ ইসমাইল হোসেন।

    বিশেষ অথিতি ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার রতন কান্তি চৌধুরী।

    এসময় সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজল শীল, পাইন্দং সূযর্গিরী আশ্রমের সভাপতি ডাঃ বরুণ কুমার বলাই, সুমন কুমার বণিক, আশিষ চক্রবর্তী, আধ্যাপক দয়াল রায়,শিমুল ধর, পন্ডিত লিংকন চক্রবর্তী,সুজিত চক্রবর্তী উপস্হিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

  • দল-মত নির্বিশেষে রাজনীতির উর্ধ্বে উঠে করোনা মোকাবেলায় এগিয়ে আসুন:ডা.শাহাদাত

    দল-মত নির্বিশেষে রাজনীতির উর্ধ্বে উঠে করোনা মোকাবেলায় এগিয়ে আসুন:ডা.শাহাদাত

    চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’ও মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, করোনা সংকটকালীন এই অবস্থায় জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। সরকারে এখনও দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছে না। এই আপদকালীন সময়ে রাজনীতির উর্ধ্বে উঠে সবাইকে করোনা যুদ্ধে শরিক হতে হবে। জাতীয় টাস্কফোর্সের মাধ্যমে সমস্ত পেশাজীবী, সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ের মাধ্যমে দেশের এই ক্রান্তিকালে সংকট মোকাবেলা করার মন-মানসিকতা নিয়ে সরকারকে উদ্যোগী হতে হবে। করোনা যুদ্ধে জয়লাভ করতে হলে এর কোন বিকল্প নেই।

    তিনি আজ বুধবার (৬ মে) বাদশামিয়া রোডস্থ নিজ বাসভবন এর সামনে ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ও ১০ নং কাট্টলী ওয়ার্ডের অসহায় দরিদ্রদের জন্য ৫ শতাধিক পরিবারের জন্য ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে এবং বিভিন্ন পেশার ও অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কালে এ কথা বলেন।

    ডা. শাহাদাত আরো বলেন, দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। তাই এই মুহূর্তে সবাইকে ঘরে থেকে বাহির না হয়ে নিজেকে নিরাপদ রাখতে হবে।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা একরামুল করিম, মহানগর বিএনপি’র উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, ডবলমুরিং থানা বিএনপি’র সভাপতি কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সেকান্দর আলম, আকবরশাহ থানা বিএনপির সহ-সভাপতি মহসিন চৌধুরী, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুক্তিযুদ্ধ ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক মনজুর মিয়া, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, বিএনপি নেতা হাসান রুবেল, মোহাম্মদ হেলাল, নওশাদ প্রমুখ নেতৃবৃন্দ।

    এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও করোনা সচেতনামূলক মূলক লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • পোর্ট কলোনীতে মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

    পোর্ট কলোনীতে মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

    চট্টগ্রামের বন্দর পোর্ট কলোনীতে এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ ও হত দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাছান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী এম. রেজাউল করিম।

    সাবেক ছাত্রনেতা মেজবাহ উদ্দীন মোর্শেদের তত্ত্বাবধানধে উপস্থিত শিক্ষা উপমন্ত্রী উপমন্ত্রী নওফেল বলেন- ‘আমাদের সবার স্বাস্থ্যবিধি মেনে জীবন ও জীবিকা চালাতে হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার সবসময় জনগনের কল্যাণের কথা মাথায় রেখে দেশ পরিচালনা করে। বৈশ্বিক এ মহামারীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দেশ এখনো ভালো আছে। দেশের কোনো মানুষ না খেয়ে নেই। এছাড়া অর্থনৈতিকভাবেও আমরা অনেক দেশ থেকে এগিয়ে আছি। মহামারী মোকাবেলায় এ সময় সবার সচেতনতার প্রতিও গুরুত্ব দেন শিক্ষা উপমন্ত্রী।’

    এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ,হাছান গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব এম হাছান, সাবেক ছাত্রনেতা শওকত হোসেন জগলু, ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি রেদাওয়ানুল হক, আবদুল ওয়াহাব, মোসলেহ উদ্দীন আহমেদ শিবলী, ইলিয়াছ উদ্দীন, আবু সাঈদ সুমন, ফরহাদুল ইসলাম রিন্টু, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি একরামুল হক রাসেল, যুগ্ম সম্পাদক অমিতাভ চৌধুরী বাবু, সম্পাদক মন্ডলীর সদস্য কবির আহমেদ, কায়সার আহাম্মদ রাজু, শেখ রাসেল স্মৃতি সংসদ সভাপতি আলাউদ্দিন আলো,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন,তানজীব আহসান জিবু প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা নিয়ন্ত্রণে সরকার ভুল পথে হাঁটছে:বক্কর

    করোনা নিয়ন্ত্রণে সরকার ভুল পথে হাঁটছে:বক্কর

    চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, করোনা মহামারি নিয়ন্ত্রণে সরকার ভুল পথে হাঁটছে। শাসকগোষ্ঠী একদিকে ছুটি বাড়াচ্ছে, অন্যদিকে গার্মেন্টস, কলকারখানা, দোকানপাট ও শপিংমল সবকিছু খুলে দিচ্ছেন। এইটা স্ববিরোধিতা ছাড়া কিছুই নয়। স্বাস্থ্যমন্ত্রী বলছে সবকিছু খুলে দিলে দেশে করোনা ভয়াবহ আকার ধারণ করবে। আমরাও একই কথা বলে যাচ্ছি। তাহলে কার স্বার্থ রক্ষার্তে জনগণকে বিপদে ফেলে দিচ্ছে সরকার? করোনা মোকাবেলা নিয়ে শুরু থেকেই আমরা সমন্বয়হীনতা লক্ষ্য করছি। এই মহাদূর্যোগ সরকার একা নিয়ন্ত্রণ করতে পারবে না জেনে আমরা প্রথম থেকে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য বলে আসছি। কিন্তু এক দলীয় চিন্তা থেকে সরকার সরে আসতে পারছে না। যার কারণে দিন দিন করোনা রোগী বৃদ্ধি পাচ্ছে।

    তিনি আজ বুধবার (৬ মে ) দুপুরে নগরীর এনায়েত বাজার বাটালী রোডের নিজ বাসভবন থেকে লকডাউনে কর্মহীন অসহায় মানুষের জন্য বিএনপির ওয়ার্ড নেতৃবৃন্দের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, করোনা ভাইরাস মহামারীকে পুঁজি করে সরকার জনগণের জীবন নিয়ে জুয়া খেলছে। মানুষের মনে সুখ নেই, মানুষ অর্থ কষ্টে দিন যাপন করছে। সেই সাথে বাড়ছে মৃত্যু আতঙ্ক। এখন নতুন করে মার্কেট, শপিংমল খুলে, কার স্বার্থ রক্ষা করতে চাচ্ছে সেটা জনগণ জানতে চায়। উন্নয়নশীল দেশ দাবি করলেও বাস্তবতা ফাঁকাবুলি ছাড়া আর কিছু না। সরকার জনগণের মাঝে খাদ্য সামগ্রীসহ ত্রাণ সহায়তা দিতে ব্যর্থ হয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য জনজীবন স্বাভাবিক করছে। এতে করে মানুষকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, দোকান পাট, শপিংমল খুললে করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে, সরকারের আরেকজন দায়িত্বশীল ব্যক্তি বলছে করোনা মোকাবেলায় জনগণকে সচেতন হতে হবে। সরকার দোকানও খুলবে, আবার জনগণকে সচেতন হতেও বলবে। এ থেকে বোঝা যায় তাদের ভিতরে কোন সমন্বয় নেই, এসি রুমে নিজেদেরকে নিরাপদে রেখে তাদের যেমন খুশি তেমন কথা বলে জনগণকে বিপদের মুখে ফেলছে।

    এসময় উপস্থিত ছিলেন ২৮ নং পাঠানটুলি ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দীন জসিম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সী, নগর মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদিকা ছকিনা বেগম, প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আকতার লিটা, নগর যুবদলের সহ সম্পাদক মো. নওশাদ, কোতোয়ালী থানা বিএনপির প্রচার সম্পাদক মো. রিয়াদ, ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, মো. আনাস, মো. নোমান প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • উত্তর হালিশহরের অসহায় মানুষের পাশে নগর যুবদল সভাপতি দীপ্তি

    উত্তর হালিশহরের অসহায় মানুষের পাশে নগর যুবদল সভাপতি দীপ্তি

    বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আজ মঙ্গলবার (৫ মে) নগরীর ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

    এসময় মহানগর যুবদলের সহ সভাপতি আজমুল হুদা রিংকু, আবদুল গফুর বাবুল, জসিমুল ইসলাম কিশোর, মোহাম্মদ ইসলামসহ থানা ও ওয়ার্ড যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রামে প্রতিদিন ৫০০ করোনার নমুনা পরীক্ষা করতে হবে

    চট্টগ্রামে প্রতিদিন ৫০০ করোনার নমুনা পরীক্ষা করতে হবে

    চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। করোনার রোগীদের বিনা চিকিৎসায় মৃত্যুর মিছিল দেখে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। ক্ষুদার যন্ত্রনায় যেমন মনুষ রাস্তাঘাটে ঘুরছে তেমনি করোনা পরীক্ষা করানোর জন্য মানুষ হাসপাতালে হাসাপাতালে ঘুরছে। করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিতে ৭ দিন অপেক্ষা করতে হয় আবার পরীক্ষার ফল পেতে ৭ দিন লাগছে। ফলাফল জনার আগে রোগী মারা যাচ্ছে। ফলে মৃত্যুর আগে আজান্তেই অনেক মানুষকে সংক্রামিত করে যাচ্ছে।

    তিনি বলেন,করোনা রোগী শনাক্তে নমুনা সংগ্রহ সহজ করে ২৪ ঘন্টার মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। চট্টগ্রামে করোনা পরীক্ষার ল্যাবে প্রতদিন ৫০০ নমুনা পরীক্ষা করার দাবি জনানোর পাশাপশি প্রতিটি উপজেলায় ১০০ শয্যাসহ জেলায় ১০০০ শয্যার আইসোলেশন বৃদ্ধির দাবি জানান তিনি।

    তিনি আজ মঙ্গলবার (০৫ মে ) নগরীর এনায়েত বাজার বাটালী রোড়স্থ নিজ বাসভবন থেকে লকডাউনে থাকা নগরীর কর্মহীন, গরীব অসহায় মানুষের জন্য ত্রাণ সমগ্রী হস্তান্তর কালে উপরোক্ত বক্তব্য রাখেন।

    তিনি বলেন,দেশে যখন করোন সংক্রামনে প্রতিদিন নতুন রেকড় হচ্ছে সে সময় সরকার গার্মেন্টস ও কালকারখানা পাশাপশি দোকানপাট- শপিংমল খোলা রাখার মত আতœঘাতী সিদ্ধান্ত নিয়েছে। যে মহুর্তে করোনা মোকাবেলায় সরকারকে কঠোর হওয়ার কথা সে সময় সরকার নমনীয় হয়ে জনজীবনকে মৃত্যুর মিছিলের দিকে ঠেলে দিতে চাইছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনাই করোনা আক্রান্ত হয়ে দেশের নাগরিকদের সাথে ভারসাম্যহীন আচরণ শুরু করেছে। মানুষের বেঁছে থাকা যেখানে অনিশ্চিত ঈদের শপিং এর জন্য মার্কেট খুলে দেওয়ার স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া।

    তিনি পোশাক শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না করে গার্মেন্টস খুলে দেওয়ার মতো আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি দবি জানান, সে সাথে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় শপিংমল সহ গণপরিবহন আরো কিছুদিন বন্ধরাখার জোর দাবি জানান।

    ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আব্বাস খাঁন, সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ রাশেদ, নগর যুবদলের সহ-সভাপতি ইকবাল হোসেন সংগ্রাম, সহ সাধারণ সম্পদক মো: নওশাদ, আলকরণ ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী মো: ইদ্রিস প্রমূখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মানুষের দু:সময়ে পাশে থাকাই প্রকৃত মানুষের দায়িত্ব : রেজাউল করিম

    মানুষের দু:সময়ে পাশে থাকাই প্রকৃত মানুষের দায়িত্ব : রেজাউল করিম

    পবিত্র মাহে রমজান উপলক্ষে সিদ্দিক রেজওয়ানা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক এর উদ্দ্যোগে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

    ০৮ নং শুলকবহর ওয়ার্ডে পবিত্র মাহে রমজান উপলক্ষে জনসাধারণের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।

    এসময় বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী বলেন, দেশে এখন করোনা ভাইরাস মহামারি দূর্যোগ চলছে। এখন মানুষের পাশে মানুষ থাকা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষের পাশে আছেন। আমরাও সমাজসেবক হিসাবে বা রাজনীতিবিধ হিসেবে যার যার সামর্থ্য অনুযায়ী যদি মানুষের পাশে থাকতে পারি তাহলে মানুষের কষ্ট অনেকটা কমে আসবে। এখন কাজ কর্ম বন্ধ হয়ে যাওয়ায় মানুষের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে।তাই এই মূহুর্তে মানবিক দৃষ্টিকোণ থেকে সাহায্য সহযোগিতা করে যাওয়া নৈতিক দায়িত্ব বলে মনে করি।

    এ সময় আরও উপস্থিত ছিলেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, গিয়াস উদ্দিন খান, রতন কান্তি চৌধুরী, আবদুর রাজ্জাক, আবু সাঈদ সুমন সহ অন্যান্য আওয়ামী ও যুবলীগ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর