Tag: ত্রাণ বিতরণ

  • মে মাস করোনা আক্রান্তের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মাস:ডা.শাহাদাত

    মে মাস করোনা আক্রান্তের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মাস:ডা.শাহাদাত

    চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই হুঁশিয়ারি দিয়েছে মে মাস করোনা শনাক্তের পরিমাণ অনেক বেশি হতে পারে। এজন্য যত বেশি ডিসিআর সমৃদ্ধ ল্যাব কিংবা ইনস্টিটিউটকে করোনা পরীক্ষার আওতায় আনা যাবে ততো করোনা মোকাবেলার জন্য স্বস্তিদায়ক হবে। কারণ যত বেশী টেস্ট কত বেশি ডায়াগনোসিস এবং তত বেশী নিয়ন্ত্রণ সম্ভব। বাংলাদেশ এখন ১০ লাখ লোকের বিপরীতে মাত্র টেস্ট হচ্ছে ২৫০ থেকে ৩০০। যেটা পার্শ্ববর্তী মালদ্বীপ কিংবা ভুটান হচ্ছে ১০০০০ টেস্ট। সুতরাং বাংলাদেশকে করো ঝুঁকি কমাতে হলে টেস্টের পরিমাণ ১৫০০০ থেকে ২০০০০ নিয়ে যেতে হবে। যেটি বর্তমানে ৫০০০ পর্যন্ত হচ্ছে।

    তিনি আজ সোমবার দুপুরে দলীয় কার্যালয় নাসিমন ভবনে ২১নং জামালখান ও ৪ নং চাঁন্দগাও ওয়ার্ডের অসহায় দরিদ্রদের জন্য ৫ শতাধিক পরিবারের জন্য ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে এবং বিভিন্ন পেশার ও অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন।

    ডা. শাহাদাত আরো বলেন, দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। তাই এই মুহূর্তে সবাইকে ঘরে থেকে বের না হয়ে নিজেকে নিরাপদ রাখতে হবে। চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি কাউন্সিলর প্রার্থী শামসুল আলম, কাউন্সিলর প্রার্থী মাহবুব আলম, নগর বিএনপি’র উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, কোতয়ালী থানা বিএনপি’র সভাপতি মনজুর রহমান চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক আরিফ মেহেদী, ২১ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুস সালাম নিশাদ, বিএনপি নেতা কাজি শাহজাহান, কাউন্সিলর প্রার্থী আবু মোহাম্মদ মহসীন চৌধুরী, এস আলম নবী, আব্দুল জলিল, মোতালেব,খলিল, ইমরান প্রমুখ নেতৃবৃন্দ।

    এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও করোনা সচেতনামূলক মূলক লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।
    ২৪ ঘণ্টা/এম আর

  • অগ্রসর বাংলাদেশের জন্য করোনা ভাইরাস চরম আঘাত, আমরা ঘুরে দাঁড়াবোই ইনশাল্লাহ-আ.জ.ম.নাছির

    অগ্রসর বাংলাদেশের জন্য করোনা ভাইরাস চরম আঘাত, আমরা ঘুরে দাঁড়াবোই ইনশাল্লাহ-আ.জ.ম.নাছির

    চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, রাত যতই গভীর হোক না কেন, সোনালী ভোর আসবেই। তেমনি করোনার এই করুণ পরিস্থিতি থেকে আমরাও একদিন পরিত্রাণ পাবোই। এই আশা নিয়ে আমাদেরকে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। এখনই আমাদের সময় এসেছে মানবতার হাত বাড়ানোর, সময় এসেছে সত্যিকারের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আমাদের সকলের উচিত করোনার এই ক্রান্তিকালে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে যে যার অবস্থান থেকে মানবিক আচরণে সচেষ্ট থাকা।

    তিনি বলেন, আমরা মহানগর আওয়ামীলীগ তৃণমূল কর্মীদের খোঁজ খবর নিচ্ছি। উপহার সামগ্রী প্রদান অব্যাহত রেখেছি, আমরা চাই জননেত্রী শেখ হাসিনার নির্দেশনামতে ছুটি কালীন সময়ে কোন পরিবার যেন অভুক্ত না থাকে। সে ব্যাপারে নেতাকর্মীদের খোঁজ নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। অগ্রসর বাংলাদেশেরে জন্য এই করোনা ভাইরাস চরম আঘাত। অর্থনীতির চাকা গতিশীল রাখার জন্য মানুষকে সুরক্ষিত রেখে সীমিত আকারে শিল্প,কল-কারখানা চালু রাখা এবং ঈদ-উল-ফিতরকে সামনে রেখে কেনাকাটার জন্য সীমিত পরিসরে দোকানপাট খোলা রাখার ব্যবস্থা করতে হবে, তবে সকল ক্ষেত্রে স্বাস্থ বিধি মেনে নিজেদের ও অন্যদের সুরক্ষা সচেতনতার দায়িত্ব নিতে হবে।

    তিনি সমাজের বিত্তবানদের এই সংকটময় মূহুর্তে এগিয়ে আসার আহবান জানান।

    তিনি আরো বলেন, এই পর্যন্ত আমরা চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের পক্ষ হতে প্রতিদিন ৩টি করে ওয়ার্ডে মোট ২৪ টি ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন করেছি। বাকী ওয়ার্ডেও পর্যায়ক্রমে উপহার সামগ্রী পৌছে দেয়া হবে।

    তিনি বলেন, গুটিকয়েক রাজনৈতিক দল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় অপপ্রচার চালিয়ে জনগণনের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেন। তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দেশের স্বার্থে অপরাজনীতি না করে দেশকে ভালোবেসে এই সংকট উত্তরনে একযোগে জনগণের পাশে দাঁড়াবেন।

    আজ ২৩ নং উত্তর পাঠানটুলী, ২৪ নং উত্তর আগ্রাবাদ ও ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়র্ড আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভোগ্যপন্য উপহার সামগ্রী বিতরণকালে মেয়র এসব কথা বলেন।

    সমাপনি বক্তব্যে চট্টগ্রাম মহানগর আাওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন,দেশের মানুষ আজ কঠিন সময় অতিবাহিত করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনামতে করোনা মোকাবেলায় সামনের এগিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছি। দলের অনেক নিবেদিত প্রাণ নেতাকর্মী রয়েছেন। যারা এখনও পর্যন্ত লোকলজ্জায় নিমর্জ্জিত হয়ে মুখে কিছু বলতে পারছেন না। তাই আমাদের উচিত খোজ খবর নিয়ে তাদের সহযোগিতা করা। এইলক্ষ্যকে সামনে রেখেই মহানগর আওয়ামীলীগ এর কার্যক্রম অব্যাহত রেখেছি। আমরা যেন তৃণমূল পর্যায়ের পরীক্ষিত প্রকৃত অসচ্ছল কর্মীদের মাঝে এই উপহার সামগ্রী পৌছে দিতে পারি।

    এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষনা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন, যুবলীগের সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ছৈয়দ মাহমুদুল হক, কাউন্সিলর নাজমুল হক ডিউক, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, সিরাজুল ইসলাম, আবদুল হান্নান, আসিফ খান, আবদুর রশিদ লোকমান প্রমূখ উপস্থিত ছিলেন।
    ২৪ ঘণ্টা/এম আর

     

  • ভোট চোর, ত্রাণ চোরদের বিষয়ে সজাগ থাকতে হবে:বক্কর

    ভোট চোর, ত্রাণ চোরদের বিষয়ে সজাগ থাকতে হবে:বক্কর

    ভোট চোর, ত্রাণ চোরদের বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের মানুষ প্রথম ভোট চোর দেখেছিল, করোনার এ দূর্যোগে গরীবের জন্য বরাদ্ধকৃত ত্রাণ চোরও দেখেছে এবার। এদের বিষয়ে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

    সোমবার (৪ মে) নগরীর এনায়েত বাজার বাটালী রোড়স্থ নিজ বাসভবন থেকে করোনায় লকডাউনে থাকা কর্মহীন গরীব আসহায় মানষের জন্য বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ সামগ্রী প্রেরণকালে এ কথা বলেন।

    তিনি বলেন, ক্ষুধার যন্ত্রনা নিয়ে দরিদ্র অসহায় মানুষ রাস্তায় রাস্তায় ঘুরছে। জনগণের ত্রাণ লুটপাট করে কাগজে কলমে ত্রাণ দেওয়া হচ্ছে বললেও তার বাস্তব চিত্র ভিন্ন। গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনের জন্য বিক্ষোভ করছে সরকার সে ব্যপারে কোন পদক্ষেপ নিচ্ছে না। উল্টা গার্মেন্টসহ কলকারখান খুলে দিয়ে শ্রমিকদের জীবনকে চরম ঝুঁকির দিকে ঠেলে দেওয়া হয়েছে।

    তিনি বলেন, দেশে এখন কি পরিমাণ যে বাটপারি চলছে তা বলে শেষ করা যাবে না। একদিকে শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করছে, অপরদিকে সরকার তাদের জীবন ঝুকিতে ফেলছে। ১৬ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর থেকে ঘোষণা করা হলো সারা দেশ বিপদজনক, আর ২৫/২৬ এপ্রিল সব গার্মেন্ট খুলে দেয়া হলো। তাহলে কেন শুধু শুধু এসব শ্রমিকদের নিয়ে খেলা হচ্ছে। এরা তো দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। তাদের নিরাপদ রাখলে দেশ নিরাপদ থাকবে। অথচ সরকার এ শ্রমিকদের জীবন নিয়ে ছিনি মিনি খেলছে। মালিকরা ঠিকই নিরাপদে অবস্থানে থেকে প্রণোদনা পাচ্ছে। কিন্তু শ্রমিকরা বেতন পাচ্ছে না, অনেক কারখানায় শ্রমিকদের ছাটাইও করা হচ্ছে। বর্তমান দেশের দূর্যোগকালীন সময়ে কে শ্রমিক, কে মালিক, কে ধনী, কে গরিব কোন মানুষ কোন দল করে তা বিবেচনা না করার সময় না। মানুষ হিসাবে মানুষের পাশে দাড়ানো সামর্থবান যারা আছে তাদের কর্তব্য। করোনা দূর্যোগের শুরু থেকে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা ব্যক্তিগত ও দলীয়ভাবে অসহায় মানুষদের পাশে দাড়াচ্ছে। অপরদিকে তিন বার ভোট চুরি করে ক্ষমতায় আসা আওয়ামীলীগের নেতাকর্মীরা সারাদেশে গরীব অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত চাল ডালসহ ত্রাণ সামগ্রী অত্মসাত করছে। তারা কফিনের কাপড় পেলেও সেটা পর্যন্ত চুরি করবে বলে তাদের নেত্রী মন্তব্য করেছেন, সে দলের কাছ থেকে ভাল কিছু জাতি আশা করে না।

    এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-গ্রাম বিষয়ক সম্পাদক সালাহউদ্দীন লাতু, সদস্য আলমগীর আলী, দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ, যুবদল নেতা মো. নওশাদ, কোতোয়ালী থানা বিএনপির প্রচার সম্পাদক মো. রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • পটিয়ায় ১৫ হাজার পরিবারকে ইফতার ও ত্রাণ বিতরণ করেছেন হুইপ সামশুল

    পটিয়ায় ১৫ হাজার পরিবারকে ইফতার ও ত্রাণ বিতরণ করেছেন হুইপ সামশুল

    সনজয় সেন,পটিয়া প্রতিনিধিঃ আজ সোমবার (৪ মে) পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ১৫ হাজার পরিবারের মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

    পটিয়ার ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভার সংশ্লিষ্ট এলাকার সভাপতি, সাধারণ সম্পাদকের হাতে এই ট্রাক ভর্তি ত্রানসামগ্রী তুলে দেন।

    এসময় উপস্থিত ছিলেন- পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, পটিয়া উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেব্রবত দাশ দেবু, হুইপের পুত্র নাজমুল করিম চৌধুরী শারুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা আ’লীগের সাবেক সেক্রেটারী বিজন চক্রবর্ত্তী, হুইপের ছোট ভাই মুজিবুল হক চৌধুরী নবাব, উপজেলা আ’লীগ নেতা আলমগীর খালেদ, পটিয়া পৌরসভা আ’লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম, চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি প্রণব দাশ।

    হুইপ সামশুল হক চৌধুরী ত্রাণ ও ইফতার সামগ্রী হস্তান্তরকালে বলেন- পটিয়ায় ২০ হাজার পরিবারকে দ্বিতীয় দফায় ত্রান ও ইফতার সামগ্রী দেওয়ার প্রস্তুতি রয়েছে। তারমধ্যে ১৫ হাজার পরিবারকে দেওয়া হয়েছে। বাকী ৫ হাজার পরিবারকে এলাকাভিত্তিক পাঠানো হবে। এর আগে গত ২৬ মার্চ থেকে প্রায় ৫০ হাজার পরিবারকে ত্রান সামগ্রী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণ করা হয়। দুযোর্গকালীন এসময়ে সরকারের পাশাপাশি সকল বিত্তশালীদের ভুমিকা রাখার আহবান জানান।
    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডে পাঁচশত মানুষের মাঝে বিএনপি’র ত্রাণ বিতরণ

    সীতাকুণ্ডে পাঁচশত মানুষের মাঝে বিএনপি’র ত্রাণ বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি::সীতাকুণ্ডের ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে ৯ টি ওয়ার্ডের প্রায় ৫০০ জনের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।

    রবিবার (৩ মে) দুপুর ১২ টায় পৌরসদরে মুন স্টার কমিউনিটি সেন্টারে বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক অহিদুল ইসলাম চৌধুরী শরীফ ও ডাঃ কমল কদরের নেতৃত্বে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র যুগ্ন- আহবায়ক জহুরুল আলম জহুর, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গাজী সুজা উদ্দীন, উপজেলা ত্রান কমিটির আহবায়ক মোঃ মোরছালিন, সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, সাবেক ছাত্রনেতা জাহেদুল হাসান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, বিএনপি’র নেতা জসীম উদ্দীন মেম্বার, এড. আইনুল কামাল, সেলিম উদ্দীন, আবু সালেক, আহমেদ উল্লাহ টুটুল, শাহাদাত হোসেন, মোঃ জুয়েল, মোঃ তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • করোনা থেকে বাচঁতে স্বাস্থ্য বিধি মেনে চলুন-ঘরে থাকুন : রেজাউল করিম

    করোনা থেকে বাচঁতে স্বাস্থ্য বিধি মেনে চলুন-ঘরে থাকুন : রেজাউল করিম

    জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলীর ব্যক্তিগত উদ্দ্যোগে চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা, সদস্য ও শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী।

    রবিবার (৩ মে) খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলেই অন্যান্য দেশের তুলনায় করোনা ভাইরাস বাংলাদেশে মহামারী আকার ধারণ করতে পারেনি। শুরুতেই মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করে স্কুল,কলেজ বন্ধ করণ সহ করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জনসমাগম নিষিদ্ধ করা হয়। সেই সাথে সাধারণ ছুটি ঘোষণাও ছিলো একটি সময়পোযুগী সিদ্ধান্ত। শেখ হাসিনার নির্দেশে একজন মানুষও যেনো অভূক্ত না থাকে সেজন্য বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে । আমিও আমার সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। মানুষের প্রয়োজনে সব সময় পাশে ছিলাম,আছি এবং থাকবো। করোনা থেকে বাচঁতে আপনারও ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।

    এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আবদুল আহাদ, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আতাউল্লাহ চৌধুরী, মহিলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক লায়লা আকতার এটলী, ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রফিক, ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আবদুল খালেক, লবন শ্রমিক লীগের সহ সভাপতি মোঃ ফারুক মোল্লা, লবন শ্রমিক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ নুরু ফকির মাঝি, সদরঘাট থানা শ্রমিক লীগের সভাপতি মঞ্জুর আলম, সদরঘাট থানা শ্রমিকলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাপাড়া উন্নয়ন পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক, যুব শ্রমিক লীগের আহবায়ক কাজী টিটু, যুব শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম সাগর, শ্রমিকলীগের মোঃ লিটন, মজিরুদ্দিন মাঝি, হোসেন মেম্বার, মনির হোসেন, মোঃ গিয়াসউদ্দিন, মান্নান মাঝি,কবির মাঝি ও অন্যান্য নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষা বৃদ্ধি করতে হবে:বক্কর

    চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষা বৃদ্ধি করতে হবে:বক্কর

    চট্টগ্রাম জেলায় প্রতিদিনি যে হারে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে তা পর্যাপ্ত না জানিয়ে নমুনা পরীক্ষা বাড়ানোর দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

    তিনি বলেন, চট্টগ্রামে প্রতিদিন গড়ে একশ থেকে দুই জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এতে প্রায় ৩-৫ জনের করোনা পজেটিভ হিসাবে শনাক্ত হচ্ছে। কিন্তু বেশির ভাগই মানুষ নমুনা পরীক্ষা থেকে বাদ যাচ্ছে। যাদের অনেকে করোনা সংক্রমণ হলেও তা নিজে বুঝতে পারছে না। যখন কোন উপসর্গ নিয়ে হাসপাতালে বা নমুনা পরীক্ষা করতে যায় তখন নানা ধরণের হয়রানি ও হেনস্থার শিকার হতে হচ্ছে। নমুনা পরীক্ষা দিলেও পরীক্ষার ফলাফল আসতে যে সময় লাগে, সে সময়ে আক্রান্ত ব্যক্তির দ্বারা আরো অনেকে অঅক্রান্ত হচ্ছে। তাই চট্টগ্রাম জেলার জনসংখ্যার অনুপাতে করোনা নমুনা পরীক্ষা আরো বাড়াতে হবে।

    তিনি আজ রোববার (৩ মে ) দুপুরে নগরীর এনায়েত বাজার বাটালী রোডের নিজ বাসভবন থেকে ৩নং পাঁচলাইশ, ৪ নং চান্দগাঁও ওয়ার্ডে লকডাউনে কর্মহীন অসহায় মানুষের জন্য বিএনপির নেতৃবৃন্দের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, দেশের প্রায় সর্বস্তরে করোনার সামাজিক সংক্রমণ শুরু হলেও অধিকাংশ রোগীর কন্ট্রাক ট্রেসিং করা হচ্ছে না। প্রতিদিন স্বাস্থ্য অধিদফতর থেকে নতুন রোগীর যে হিসাব দেয়া হয়, সেখানে ফলোআপ রোগীরা যুক্ত কিনা তা স্পষ্ট করা হয় না। প্রয়োজনীয় লোকবলের অভাবে সন্দেহজনক রোগীরা ফোন করে ১০ দিন অপেক্ষা করেও নমুনা দিতে পারছে না। ১৪ দিনের জায়গায় ১৭ দিন হাসপাতালে থেকেও নমুনা পরীক্ষা করাতে পারছে না অনেকেই। এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। আওয়ামীলীগ সারা বছর দেশে উন্নয়নের ফুলঝুড়ি ছড়ালেও, করোনা এ পরিস্থিতিতে মানুষ বুঝে গেছে এতদিনের উন্নয়নের যে বুলি ছড়িয়ে তা মিথ্যা ও বানোয়াট। স্বাস্থ্য খাত সরকার দলীয় ক্যাডারদের হাতে জিম্মি হয়ে পড়েছে।

    তিনি বলেন, স্বাস্থ্য খাত নিয়ে সরকারের পাশাপাশি ত্রাণ তৎপরতা নিয়েও আওয়ামী লীগ মিথ্যাচার করছে। তাদের ত্রাণ চাল ডাল নেতাদের বসত ঘরে পাওয়া গেলেও অসহায় মানুষ মানুষ পাচ্ছে না। বিএনপি ক্ষমতায় না থাকলেও জনগণেল প্রতি দায়বদ্ধতা থেকে করোনাকালীন এ দূর্যোগের শুরু থেকে জনগণকে সচেতন করা, খাদ্য ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। যতদিন এ পরিস্থিতি স্বাভাবিক না হয়, সারাদেশের ন্যায় চট্টগ্রাম মহানগরীতেও ত্রাণ কার্যক্রম অব্যাত থাকবে।

    এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সভাপতি হাজ্বী ইলিয়াস, সাধারণ সম্পাদক আবুল কালাম আবু, ৪ নং চান্দগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইলিয়াস, সাধারণ সম্পাদক মাসুদুল কবির রানা প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা মোকাবেলায় সমন্বয়হীনতা সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ:শাহেদ

    করোনা মোকাবেলায় সমন্বয়হীনতা সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ:শাহেদ

    বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেন ৯ম রমজান বরিবার (৩ মে)সকালে নগরীর ১৯ নং বাকলিয়া ওয়ার্ড এলাকায়।

    এ সময় মুহাম্মদ শাহেদ বলেন, বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় যথেষ্ট সময় পাওয়ার পরও শাসকদল সঠিক প্রস্তুতি না নিয়ে জনগণের সাথে তামাশা করেছে। সরকারী প্রতিটি প্রতিষ্ঠানে করোনা যুদ্ধে সমন্বয়হীনতা আজ দৃশ্যমান। ডাক্তার, নার্স হতে শুরু করে কোভিড হাসপাতালে ন্যূনতম প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করতে না পারা সরকারের চরম ব্যর্থতা।

    তিনি এ সময়, শাসকদলকে একলা চলো নীতি বাদ দিয়ে সবাইকে নিয়ে করোনা মোকাবেলার আহবান জানান।

    পবিত্র রমজান মাসেও নিত্য-পণ্যের বাজার অস্থিতিশীল। মানুষের কষ্ট দিন দিন বাড়ছে। বিনাভোটের সরকার সব কিছুতেই ধীরে চলো নীতিতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রশাসনকে নির্লজ্জভাবে দলীয় করণের কারণে আজ সব কিছুতেই দূর্নীতি হচ্ছে। স্বাস্হ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সম্পূর্ণ ব্যর্থ অথচ এরাই বলেছিলো আমাদের প্রস্তুতি ইউরোপ-আমেরিকার চেয়ে এগিয়ে।

    তিনি করোনা সংক্রান্ত বরাদ্ধে দুর্নীতিবাজদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইনানুগ বিচারের দাবি জানান।

    এসময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সি. যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, সেলিম উদ্দিন রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিপু, সহ সম্পাদক আতিকুর রহমান, জসিম উদ্দিন, এয়াকুব খান, ফারুক, শফি, মাসুদ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দুস্থ ও অস্বচ্ছলদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ

    দুস্থ ও অস্বচ্ছলদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ

    নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান জেলার রুমা উপজেলায় ১৫০ জন দুস্থ ও অস্বচ্ছল আনসার-ভিডিপি সদস্য-সদস্যার মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

    আনসার ভিডিপির বান্দরবানের জেলা কমান্ড্যান্ট মোঃ সাহাদাত হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন রুমা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামসুল আলম, ১৯ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক মোঃ হাছান আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইমন দাশ গুপ্ত, উপজেলা প্রশিক্ষক সমীর বড়ুয়া ও ইউনিয়ন দলনেতা-দলনেত্রীবৃন্দ।
    ২৪ ঘণ্টা/এম আর

  • দমন-নিপীড়ন-নির্যাতনের মধ্যেও বিএনপি সর্বস্তরের জনগণের কাছে ত্রাণ সহায়তা দিচ্ছে:ডা.শাহাদাত

    দমন-নিপীড়ন-নির্যাতনের মধ্যেও বিএনপি সর্বস্তরের জনগণের কাছে ত্রাণ সহায়তা দিচ্ছে:ডা.শাহাদাত

    চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, দমন-নিপীড়ন-নির্যাতনের মধ্যেও বিএনপি সর্বস্তরের জনগণের কাছে ত্রাণ সহায়তা দিচ্ছে। বিএনপি দীর্ঘ একযুগের অধিক সময় ক্ষমতায় না থাকার পরেও জনগণের পাশে আছে। করোনা মহামারী আকার ধারণ করার পর থেকে শ্রমিক-দিনমজুর, অসহায়, দরিদ্র মানুষকে প্রতিদিন ত্রাণ সামগ্রি বিতরণ করে যাচ্ছে। বিএনপি জনগণের দল, জনগণের পাশেই আছে।

    তিনি আজ রবিবার (২ মে) দুপুরে বাদশা মিয়া রোডস্থ নিজ বাসভবনের সামনে ১৯ নং দক্ষিণ বাকলিয়া ও ২ নং জালালাবাদ ওয়ার্ড় নেতৃবৃন্দের কাছে ৭০০ পরিবারের জন্য ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে এবং বিভিন্ন পেশার ও অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন।

    ডা. শাহাদাত আরো বলেন, দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। তাই এই মুহূর্তে সবাইকে ঘরে থেকে বের না হয়ে নিজেকে নিরাপদ রাখতে হবে।

    চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি এস এম আবুল ফায়েজ, উপদেষ্টা হাজী নবাব খান, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, সহ সাধারন সম্পাদক ইসহাক চৌধুরী আলিম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইয়াকুব চৌধুরী, বায়েজিদ থানা বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল হারুন, বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আতাবুর রহমান শাহীন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বেলাল, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন আলম প্রমুখ নেতৃবৃন্দ।

    এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও করোনা সচেতনামূলক মূলক লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দেশের সকল সংকটকালে আওয়ামীলীগ লুটপাতে ব্যস্ত থাকে:বক্কর

    দেশের সকল সংকটকালে আওয়ামীলীগ লুটপাতে ব্যস্ত থাকে:বক্কর

    করোনা মহামারিতে গার্মেন্টসসহ কলকারখানা খুলে দিয়ে সরকার দেশকে মৃত্যু উপাত্যকায় পরিণত করতে চাইছে। হাতে সময় থাকার পরও সরকার করোনা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেয়নি। যার কারণে শিল্প এলাকাগুলোতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সরকার একবার গামের্ন্টস বন্ধ করছে, করোনার ভিতর আবার খুলছে, এখন আবার গার্মেন্টসহ কলকারখানা খুলে শ্রমিকসহ সারাদেশের মানুষকে করোনা সংক্রমণের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

    তিনি আজ শনিবান (২ মে) নগরীর এনায়েত বাজার বাটালী রোডস্থ নিজ বাসভবনে নগরীর অসহায় নিম্ন আয়ের মানুষদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণের জন্য ওয়ার্ড বিএনপির নেতাদের নিকট হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, আওয়ামী লীগ নেতার বাড়িতে ও খরের পালার মধ্যে চাল, খাটের মধ্যে তেল পাওয়া যাচ্ছে। জনগণের টাকায় কেনা ত্রাণ ক্ষমতাসীন দলের চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগের নেতারা আত্মসাৎ করছেন। প্রতিদিন সারাদেশে ত্রাণের চাল, ডাল ও তেল ধরা পড়ছে। আওয়ামী দলীয় চেয়ারম্যান, মেম্বার ও জনপ্রতিনিধিরা গরীবের ত্রাণের চাল চুরি উৎসবে মেতে উঠেছে। তখন তা জনগণের তোপের মুখে পড়ার ভয়েই সচিবদের ত্রাণ বন্টন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের সকল সংকটকালীন মুহুর্তে আওয়ামীলীগ জনগণের কথা না ভেবে লুটপাতে ব্যস্ত হয়ে যায়। সচিবদের ত্রাণ বিতরণের দায়িত্ব দিয়েও রক্ষা নাই। আওয়ামীলীগের এমপিরা জনগণের জন্য বরাদ্ধকৃত ত্রাণ থেকেও ভাগ বসাচ্ছে।

    তিনি আরো বলেন, গত ১৪ বছর ক্ষমতার বাহিরে থেকে রাষ্ট্রীয় আওয়ামী সরকারের রোষানালে পড়ে বিএনপির নেতাকর্মী দের বিরুদ্ধে সারাদেশে ৯৫ হাজার মামলা, ৭০ লক্ষ আসামী, গুম-খুনের শিকার হয়েও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা মহামারীর প্রথম থেকেই সারাদেশের ন্যায় চট্টগ্রামেও বিএনপি ও অঙ্গসংগঠন নিজস্ব অর্থায়নে গরীব অসহায় মানুষের পাশে অবস্থান নিয়েছে। সাধ্যটুকু দিয়ে তাদের খাদ্য ও আর্থিক সহায়তা দিয়ে আসছে।

    ত্রাণ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-শ্রম সম্পাদক আবু মুছা, সদরঘাট থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নগর যুবদল নেতা নওশাদ, মো. রাশেদ, মো. রিয়াদ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সরকারের পাশাপাশি নিজ এলাকায় সাধ্যমতো সহায়তা প্রদানে স্থানীয় বিত্তশালীদের প্রতি আহ্বান- সিটি মেয়রের

    সরকারের পাশাপাশি নিজ এলাকায় সাধ্যমতো সহায়তা প্রদানে স্থানীয় বিত্তশালীদের প্রতি আহ্বান- সিটি মেয়রের

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন,বৈশ্বিক মহামারি করোনা ও পবিত্র রমজান মাস একই সঙ্গে চলমান থাকায় অসহায় মানুষদের বেশি করে সাহায্য করতে হবে। ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর এটাই সুযোগ। সরকারের পাশাপাশি নিজ নিজ এলাকায় মানুষকে সাধ্যমতো সহায়তা প্রদানের জন্য স্থানীয় বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়ে সিটি মেয়র বলেন, করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি। যারা হেল্পলাইনে কল করছে তাদের বাড়িতে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি।

    তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জীবনের মায়াকে উপেক্ষা করে প্রাণঘাত করোনা ভাইরাস প্রতিরোধে দিন-রাত মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরাও আদর্শীক কর্মী হিসেবে তাঁর নির্দেশনায় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ তৃণমূল নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছি।

    তিনি বলেন,সরাকারিভাবে এই পর্যন্ত ১ লাখ ৯৭ হাজার পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন করেছি। ১৯ হাজার ২ শত জনকে ওএমএস কার্ডে অন্তভুক্তি করা হয়েছে। ১ কোটি ৫ লাখ মানুষকে বিশেষ ভাতা (মুক্তিযোদ্ধা,বয়স্ক,প্রতিবন্ধী,মাতৃত্বকালীন,বিধবা) প্রদান অব্যাহত রয়েছে। তিনি বলেন আমাদের লক্ষ্য নগরীর একটি মানুষও যাতে অভুক্ত না থাকে।

    সিটি মেয়র আরো বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই বৈশ্বিক করোনা মহামারি প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে আমাদের সবাইকে সচেতনতার সহিত এর মোকাবেলা করতে হবে।

    তৃণমূলের নেতাকর্মীদের উপহার সামগ্রী বিতরণকালে চট্টগ্রাম আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ যে কর্মীবান্ধব তা তারা উপলব্ধী করে ভবিষ্যতে দলের জন্য,দেশের জন্য নিবেদিত হতে পারে। তিনি বলেন শ্রমজীবী পরিবারের বেশির ভাগ মানুষ প্রতিদিনের আয়ের উপর নির্ভরশীল। কিন্তু কাজকর্ম না থাকার কারণে তাদের আয়ের পথ সংকুচিত হয়ে এসেছে। এ কারণে এসব পরিবারের দিকে বেশি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।

    তিনি এ বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবান ও বিশিষ্ঠ ব্যক্তিদের তাদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।

    তিনি আজ ২৫ নং রামপুর ওয়ার্ড, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড ও ২৬ ন উত্তর হালিশহর ওয়ার্ডে উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে সমাপনি বক্তব্যে এসব কথা বলেন।

    এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন, কার্য নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, মোরশেদ আকতার চৌধুরী, হালিশহর থানা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হাজী মো. আবু তাহের, রেজাউল করিম কাইসার, মহানগর যুবলীগের যুগ্ম আহাবায়ক দেলোয়ার হোসেন খোকা, ওয়ার্ড আওয়ামীলীগের হাজী মোহাম্মদ আবুল কাশেম, দিলদার খান দিলু, কাউন্সিলর এরশাদ উল্লাহ, অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, আসলাম হোসেন সওদাগর, নাজিমুল ইসলাম মজুমদার সহ স্থানীয় আওয়ামীলীগ ও ইউনিট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    শোক বার্তা
    ৪নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু’র মাতা রেহেলা বেগম এর আকষ্মিক মৃতুতে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ. জ.ম. নাছির উদ্দীন গভীর শোক প্রকাশ প্রকাশ করেছেন।

    আজ এক বিবৃতিতে তাঁরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
    ২৪ ঘণ্টা/এম আর