Tag: ত্রাণ বিতরন

  • করোনা : পাহাড়তলী ওয়ার্ডে কর্মহীন ৫ হাজার মানুষকে ত্রাণ দিলেন যুবলীগ নেতা ওয়াসিম

    করোনা : পাহাড়তলী ওয়ার্ডে কর্মহীন ৫ হাজার মানুষকে ত্রাণ দিলেন যুবলীগ নেতা ওয়াসিম

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চট্টগ্রামের ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে কর্মহীন ৫ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ওমর গণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের ভি.পি, নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী৷

    আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, জনগণের সেবা করার জন্য কাউন্সিলের নির্বাচন করতে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ছিলাম।

    জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ আমার উপরে আস্থা রেখে আমাকে ১৩নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আওয়ামী লীগের সমর্থন দিয়েছেন ৷

    করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সরকারি বন্ধ চলছে এর মাঝে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে৷ মাননীয় জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য৷ এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সব চেয়ে বড় মানবসেবা বলে মনে করি৷

    তিনি বলেন, ইতিমধ্যে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে ৫ হাজার পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে আমার পক্ষ থেকে ত্রাণ পোঁছে দিচ্ছেন আমার সহধর্মিণী রোমান চৌধুরী৷ পরিস্থিতি বিবেচনায় আরো ৫ হাজার পরিবারে মাঝে ত্রাণ বিতরণে প্রস্তুতি চলছে বলে জানান তিনি৷

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • করোনা : গরীব ও শ্রমজীবি ২ হাজার পরিবারে ত্রাণ পৌছে দিলেন চট্টগ্রাম জেলা পুলিশ

    করোনা : গরীব ও শ্রমজীবি ২ হাজার পরিবারে ত্রাণ পৌছে দিলেন চট্টগ্রাম জেলা পুলিশ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারন করায় এর সংক্রমন প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে সরকার গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে।

    ঊন্ধ ঘোষণা করেছে দেশের সকল সরকারী/বেসরকারী অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। এমনকি গণপরিবহন চলাচলও রয়েছে বন্ধ। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে গরিব, দিন মজুর, নিম্ন আয় ও শ্রমজীবি মানুষ। তারা কর্মহীন হয়ে পড়ায় তাদের পরিবারের ভরন-পোষণ/আহার যোগাতে হিমশিম খাচ্ছে।

    তাদের কথা চিন্তা করে এসব পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণের উদ্দ্যেগ নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। আজ ৩০ মার্চ সোমবার থেকে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়।

    প্রাথমিকভাবে জেলার ১৬টি থানা এলাকার অফিসার ইনচার্জ এর মাধ্যমে ২ হাজার পরিবারে মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ঢাল, ১ কেজি লবন সম্বলিত প্যাকেট বিতরন করা হয় আজ সোমবার।

    চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম এমরান ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্তি পুলিশ সুপার (সদর) মোঃ জাহাংগীর এসব ত্রাণ বিতরনে মনিটরিং করছে।

    এসব পুলিশ অফিসাররা জেলার বিভিন্ন থানা এলাকায় উপস্থিত থেকে সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জসহ গরিব ও অসহায় পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

    করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে এ ধরনের ত্রাণ বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল।

    ২৪ ঘন্টা/ আর এস পি