Tag: ত্রিপল সেঞ্চুরি

  • অ্যাডিলেড টেস্ট : ক্যারিয়ার সেরা ট্রিপল সেঞ্চুরি ওয়ার্নারের

    অ্যাডিলেড টেস্ট : ক্যারিয়ার সেরা ট্রিপল সেঞ্চুরি ওয়ার্নারের

    ২৪ ঘন্টা খেলাধুলা ডেস্ক : অ্যাডিলেড ওভালে অবিস্মরনীয় এক মাইলফলক পার করলেন অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার। ট্রিপল সেঞ্চুরি করে নিজের ক্যারিয়ার সেরা ৩৩৫ রানের মাইলফলকে পৌঁছান ওয়ার্নার।

    অবশ্য ডেভিড ওয়ার্নারের আগে টেস্টের ইতিহাসে ৩০টি ট্রিপল সেঞ্চুরির ঘটনা রয়েছে। আর ৭ম অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরিয়ানের তালিকায় নাম উঠল ওয়ার্নারের। 

    দিবা-রাত্রির ক্রিকেটে গোলাপি বলে এ নিয়ে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরির দেখা পেলেন এই অজি ওপেনার। প্রায় তিন বছর পর ভারতের করুন নায়ারের রেকর্ডে ভাগ বসালেন ডেভিড। প্রথমদিনের অপরাজিত ১৬৬ রান নিয়ে আজ ঝড়ো ব্যাটিংয়ে দিনের শুরুতেই ডাবল শতকে পৌঁছান ওয়ার্নার।

    এর আগে টেস্ট ইতিহাসে প্রথম ট্রিপল সেঞ্চুরির মাইলফলকটি করেছেন ইংল্যান্ড ব্যাটসম্যান অ্যান্ডি সান্ধাম। ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২৫ রান করেন অ্যান্ডি। এছাড়া দুটি করে ট্রিপল সেঞ্চুরি রয়েছে স্যার ডন ব্র্যাডম্যান, ব্রায়ান লারা, ক্রিস গেইল, বিরেন্দর শেবাগের। তবে ব্রায়ান লারার অপরাজিত ৪০০ রানের ইতিহাস কেউ ছুঁতে পারেনি এখনও।

    ডেভিড ওয়ার্নার ও মারনাস ল্যাবুশ্যাগনের ৩৬১ রানের জুটিতে হতাশ পাকিস্তান প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনেও ছিল অনুজ্জ্বল। এদিন পাকিস্তানি বোলারদের শুধু ঘামই ঝরাননি, রীতিমত তুলোধুনো করেছেন অস্ট্রেলিয়ান এ দুই ব্যাটসম্যান। প্রথম ইনিংসের ন্যায় বড় জয়ের লক্ষ্যে রানের পাহাড় গড়তে মরিয়া অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ৩ উইকেটে ৫৮৯ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তার মধ্যে ৩৩৫ রানই ওয়ার্নারের। ৪১৮ বলে ৩৩৫ রানে অপরাজিত ছিলেন ওয়ার্নার।

    এ রিপোর্ট লেখার সময় তৃতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র ২ রান করেই স্টার্কের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ইমাম-উল-হক। শান মাসুদকে সঙ্গে নিয়ে ব্যাট করছেন অধিনায়ক আজহার আলী। এখন পর্যন্ত খবর, ৬ ওভারে এক উইকেটের বিনিময়ে ৩ রান করেছে পাকিস্তান।