Tag: থানচিতে

  • বান্দরবান থানচিতে আগুনে পুড়ল ৩ শতাধিক বসতবাড়ি ও দোকান

    বান্দরবান থানচিতে আগুনে পুড়ল ৩ শতাধিক বসতবাড়ি ও দোকান

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বান্দরবানের থানচি উপজেলার প্রধান বাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

    আজ সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে ৩ শতাধিক বসতবাড়ি ও দোকান। প্রায় কয়েক কোটি টাকা ক্ষতির তথ্য জানিয়েছে ক্ষতিগ্রস্থরা।

    ভোর ৫ টার পর থানচি বাজারে একটি দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত বাজারে ছ‌ড়ি‌য়ে পড়‌লে স্থানীয়রা ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেন।

    পরে বান্দরবান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।তবে আগুন নিয়ন্ত্রণের আগেই প্রায় ৩ শতাধিক দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক তিনি জানাতে পারেনি।

    ২৪ ঘণ্টা/আর এস পি