Tag: থানায় অভিযোগ

  • লোহাগাড়ায় দিনমজুরের স্ত্রীকে ধর্ষণচেষ্টা : দু’ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

    লোহাগাড়ায় দিনমজুরের স্ত্রীকে ধর্ষণচেষ্টা : দু’ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় এক অসহায় দিনমজুরের স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দু’যুবককে অভিযুক্ত করে বুধবার দুপুরে ওই দিনমজুরের স্ত্রী লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার আমিরাবাদ সুখছড়ী কামার দিঘী পাড় সংলগ্ন হাফেজ আবুল হোসেন মার্কেটের পেছনে ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।

    জানা যায়, পটিয়া উপজেলার দিনমজুর নুরুল ইসলাম খোকন স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে বিগত ৯ মাস ধরে আমিরাবাদ সুখছড়ী কামার দিঘী পাড় সংলগ্ন হাফেজ আবুল হোসেন মার্কেটের পেছনে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। খোকন পেশায় একজন ডেকোরেশন শ্রমিক। সে রাত-বিরাতে ডেকোরেশনের কাজ করে দীর্ঘদিন থেকে জীবিকা নির্বাহ করে আসছিল। গত মঙ্গলবার রাত ৮টার দিকে স্বামী বাসায় না থাকার সুযোগ নিয়ে স্থানীয় জয়নুল আবেদীনের ছেলে মনছুর আলম (৩২) ও মৃত সুফি কামালের ছেলে জালাল আহমদ (৩৪) জোরপূর্বক খোকনের বাসায় ঢুকে পড়ে। এসময় খোকনের স্ত্রী ময়না বেগম আসমাকে (২০) ৫শ’ টাকার প্রলোভন দেখিয়ে তারা জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।

    খোকনের স্ত্রী ময়না বেগম আসমা জানান, এ সময় নিজেকে রক্ষা করতে শোর-চিৎকার শুরু করলে আশ-পাশের দোকানে থাকা লোকজন এগিয়ে আসতে দেখে তারা বাসার পেছনের বাউন্ডারী ওয়াল টপকিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার বিষয়ে বুধবার দুপুরে ঘটনার শিকার আসমা লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দাযের করেছেন।

    এ প্রসঙ্গে জানতে চাইলে ঘটনাটির বিষয়ে দায়েরকৃত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল হক বলেন, অভিযোগ তদন্তে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধর্ষণচেষ্টায় অভিযুক্তদের পেছনের সব দিক আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

    স্থানীয়রা জানান, জালাল ও মনছুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ইয়াবা কারবারি। ইতোপূর্বেও জালাল আহমদ এলাকায় লাকী আক্তার নামের এক মহিলাকে নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম আদালতে দায়েরকৃত মামলার (সি.আর মামলা নং- ২১০/১৮) ৬ নম্বর এজাহারভূক্ত আসামী।

    এছাড়াও বিগত কয়েক বছর আগে এলাকার বিভিন্ন সহজ-সরল নারী-পুরুষের ফিঙ্গার প্রিন্ট নিয়ে রবি সিম জালিয়াতির দায়ে তারা অভিযুক্ত হয়ে রবি কোম্পানির বিক্রয়কর্মী’র পদ থেকে চাকুরিচ্যুত হয়। এরপর থেকে তারা এলাকায় ইয়াবা ব্যবসা, টাকার বিনিময়ে জায়গা-জমি জবরদখল করে দেয়াসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।

    এদিকে, ঘটনার শিকার ভুক্তভোগী আসমা থানায় লিখিত অভিযোগ দায়ের করার খবর শুনে জালাল ও মনছুর গা ঢাকা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণ,থানায় অভিযোগ

    লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণ,থানায় অভিযোগ

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় হান্নানা আক্তার বেলি (১৮) নামের মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    রবিবার (১২ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের পেঠানের পাড়ার নিজ বাড়ি থেকে তাকে অপহরণ করা হয় বলে জানা গেছে। সে ওই এলাকার দিনমজুর ফজল করিমের মেয়ে ও আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলীম ১ম বর্ষের ছাত্রী ।

    এ ঘটনায় রবিবার রাতেই ছাত্রীটির বাবা ফজল করিম লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং- ৩৯০, তারিখ-১২/০৭/২০) দায়ের করেছেন।

    ছাত্রীটির বাবা ফজল করিম জানান, মাদ্রাসায় পড়ুয়া আমার মেয়ে বেলিকে রবিবার রাত ৮টার দিকে কে বা কারা অপহরণের পর রাত ৮ টা ২০ মিনিটে আমার বাড়ির মোবাইল নাম্বারে জনৈক ব্যাক্তি মোবাইল নাম্বার (০১৭৪২৫৭৩৩২২) থেকে ফোন করে জানায় “বেলিকে আমরা তুলে নিয়ে এসেছি, কোথাও খোঁজাখুজি করবি না, বাড়াবাড়ি করলে তাকে মেরে ফেলবো।” এর পর ফোনের লাইনটি কেটে দেন এবং মোবাইলটি বন্ধ করে দেন। তারপরও থানায় অভিযোগ করে আমরা বসে নেই, সবদিকে খোঁজ-খবর নিচ্ছি বললেন বেলীর অসহায় বাবা ফজল করিম।

    জানা যায়, উপজেলার আমিরাবাদ এলাকার ব্যবসায়ী মনিরুল ইসলামের সাথে গত ৮ মে হান্নানা আক্তার বেলির ধর্মীয় বিধানমতে বিবাহের ঠিক ফর্দ চুড়ান্ত হয়। দেশে চলমান প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আনুষ্ঠানিকভাবে বেলীকে স্বামীর ঘরে নিয়ে যাওয়ার কথা চুড়ান্ত রয়েছে।

    বেলীর স্বামী ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, বেলির সাথে বিগত দুই বছর ধরে প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে গত ৮মে ধর্মীয় বিধানমতে আমাদের বিয়ের ঠিক ফর্দ চুড়ান্ত হয়। দেশের চলমান এ করোনা পরিস্থিতিতে বিবাহের আনুষ্ঠানিক আয়োজন সম্পন্ন না হওয়ায় তাকে ঘরে তুলে নেয়া সম্ভব হয়নি। তবে পারিবারিকভাবে আমাদের যাওয়া-আসা রয়েছে। আজও (রবিবার) সকালে আম-কাঁঠাল নিয়ে আমি আর ভাবী বেলীর বাড়ীতে বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ কেন আজ তাকে অপহরণ করা হলো ঠিক বুঝতে পারছি না। এ ব্যাপারে লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।

    জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, জিডি করার পর থেকেই নিখোঁজ মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারের তৎপরতা চালাচ্ছে পুলিশ।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • ফটিকছড়ির গুলতাজ স্কুল পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বিশৃঙ্খলা : থানায় অভিযোগ

    ফটিকছড়ির গুলতাজ স্কুল পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বিশৃঙ্খলা : থানায় অভিযোগ

    ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : ফটিকছড়ির গুলতাজ স্কুল এন্ড কলেজে এসএসসি প্রাক নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের অনায্য দাবী ও প্রতিষ্টানে হামলা করার হুমকীর পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করেছে প্রতিষ্টানটি।

    গুলতাজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর বাদী হয়ে গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে ২৪ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়।

    আজ বুধবার (৪ ডিসেম্বর) সকালে অধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব তথ্য গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এবারের এসএসসি প্রাক নির্বাচনী পরীক্ষায় আমাদের প্রতিষ্টানে ৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তম্মধ্যে ৬৩ জন শিক্ষার্থী সব বিষয়ে কৃতকার্য হয়।

    কৃতকার্যদের নির্বাচনী পরীক্ষায় ফরম পূরণ করার সুযোগ দিই। বোর্ডের নির্দেশনা অনুযায়ী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণে সুযোগ দিতে পারছিনা। এ নিয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এলাকার বখাটেদের সাহায্যে প্রতিষ্টানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

    গতকাল মঙ্গলবার দুপুরে তারা প্রতিষ্টানে দরজা-জানলা ভাংচুর করে। প্রতিষ্টান চলাকালে তারা অন্য শ্রেণির পরীক্ষা বন্ধ করে দেওয়ার হুমকী প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে জানানো হয় এবং তার পরামর্শ অনুযায়ী থানায় অভিযোগ দায়ের করি।’

    সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্টানের গভর্নিং বডির সদস্য সোহরাব জব্বার চৌধুরী, মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছ, ফরিদুল আলম, অধ্যাপক খোরশেদুল আলম এনাম, অধ্যাপিকা শাহনাজ শারমিন, মাওলানা আবু তাহের নঈমী, প্রভাষক সৈয়দ মুহাম্মদ মাসুদসহ আরো অনেকে।

    উল্লেখ্য, গত ক’দিন ধরে এসএসসি’র ফরম পূরণ নিয়ে গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে অকৃতকার্য শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্টানের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।