Tag: থানায় জিডি

  • জুয়ার আসর নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি

    জুয়ার আসর নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি

    চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজারস্থ বাহার কনভেনশন হলে চলমান জুয়ার আসর নিয়ে সংবাদ প্রকাশের জেরে ২ সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

    এই বিষয়ে গত মঙ্গলবার (৯ জুলাই) সিএমপির বাকলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন সাংবাদিক নুর মোহাম্মদ রানা। তিনি দৈনিক সময়ের কাগজ পত্রিকার চট্টগ্রামের আঞ্চলিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

    জিডিতে জিয়া নামের একজনকে বিবাদী করা হয়েছে। জিয়া কালামিয়া বাজারস্থ বাহার কনভেনশন হলের জুয়ার আসরের ম্যানেজার বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

    জিডির বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক নুর মোহাম্মদ রানা বলেন, সংবাদ প্রকাশের জেরে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়েছে। এই বিষয়ে আমি বাকলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি। থানা কতৃপক্ষ অভিযোগটি জিডি হিসাবে গ্রহণ করেছেন। বিষয়টি সিএমপি কমিশনার ও এডিশনাল পুলিশ কমিশনারকে (ক্রাইম) অবহিত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।

    জানা যায়, গত ৯ জুলাই বাকলিয়া থানার ৪৩৭ নং জিডিতে উল্লেখ করা হয়েছে, ”কালামিয়া বাজারের বাহার কনভেনশন সেন্টারে দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর চলছে। সু-নির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জুয়ার ছবি ও ভিডিও সংগ্রহ করে দৈনিক সময়ের কাগজ পত্রিকায় ৮ জুলাই “চট্টগ্রামে চলছে জমজমাট জুয়ার আসর, নেপথ্যে সমাজকল্যাণ ও পুলিশ কর্মকর্তা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

    সংবাদ প্রকাশের খবর পেয়ে জুয়াড়ি জিয়া ওইদিনই দুপুর আনুমানিক দেড়টায় সময়ের কাগজ পত্রিকার আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানার হোয়াটসঅ্যাপে ফোন করে অকথ্য ভাষায় গালি গালাজ করে, মিথ্যা মামলার আসামি করবে ও প্রানে মেরে ফেলবে মর্মে হুমকি দেয়। একই ভাবে সংবাদ প্রকাশ না করার জন্য দৈনিক ” নতুন সময়” পত্রিকার স্টাফ রিপোর্টার মো. ইসমাইলকেও হুমকি প্রদান করে।

  • বোয়ালখালীতে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে জিডি

    বোয়ালখালীতে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে জিডি

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো.মুজিবুর রহমানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী(জিডি) করেছেন মো.সাইফুদ্দিন আহাম্মদ নামের এক ব্যক্তি।

    পৌরসভার পশ্চিম গোমদণ্ডী চান্দারপাড়ায় ক্রয়কৃত জায়গার ওপর দিয়ে জোর পূর্বক পৌর কাউন্সিলর মুজিবুর রহমান নিজের বাড়ীর রাস্তা তৈরি করার অভিযোগে গত ২৮ ফেব্রুয়ারী তিনি বোয়ালখালী থানায় এ জিডি করেছেন।

    পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুদ্দিন জানান, তার ক্রয়কৃত জায়গার ওপর পৌর কাউন্সিলর মুজিবুর রহমান, তার ভাই মো. মাহামুদুর রহমান ও মো. আবদুস ছাত্তার নিজেদের বাড়ীতে যাতায়াতের জন্য জোর পূর্বক রাস্তার তৈরি করছেন। এতে বাধা দিলে ঝগড়া বিবাদের আশঙ্কায় তিনি থানায় জিডি করেছেন।

    এ ব্যাপারে পৌর কাউন্সিলর মুজিবুর রহমান বলেন, ‘সরকারি জায়গার ওপর রাস্তাটি আগে থেকেই ছিলো। বর্তমানে তা সংস্কার করা হচ্ছে।’

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, আইনি প্রতিকার চেয়ে সাইফুদ্দিন আহাম্মদ নামের এক ব্যক্তি পৌর কাউন্সিলর মুজিবুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • বোয়ালখালীতে ২৮জন সাংবাদিকের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

    বোয়ালখালীতে ২৮জন সাংবাদিকের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয়, আঞ্চলিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত ২৮জন সাংবাদিকের জানমালের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী (জি.ডি) করেছেন বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের।

    সোমবার (২২ ফেব্রুয়ারি) এ সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

    ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের জানান, আওয়ামী লীগ নেতা শেখ শহীদুল আলম ও তার সঙ্গীয় ব্যক্তিরা দৈনিক পূর্বকোণ পত্রিকায় একটি সংবাদ প্রকাশের জের ধরে বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলম বাবরকে মারধর করেছেন। এ ঘটনার প্রতিবাদ জানালে শেখ শহীদুল আলম ও তার সঙ্গীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও জনসম্মুখে সাংবাদিকদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী দেওয়া হচ্ছে। এ ব্যাপারে বোয়ালখালী প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিকের জানমালের নিরাপত্তা প্রশ্নে এ জি.ডি করা হয়েছে।

    বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল আলম উপজেলার পূর্ব গোমদন্ডী বহদ্দারপাড়া মৃত আমিনুর রহমানের ছেলে। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগে স্যানিটারী ইন্সপেক্টর হিসেবে কর্মরত রয়েছেন।

    ২৪ ঘণ্টা/পূজন

  • সাতগড় বনবিট কর্মকর্তাকে অফিসে গিয়ে দিনদুপুরে ইউপি মেম্বারপুত্রের প্রাণনাশের হুমকি : থানায় জিডি

    সাতগড় বনবিট কর্মকর্তাকে অফিসে গিয়ে দিনদুপুরে ইউপি মেম্বারপুত্রের প্রাণনাশের হুমকি : থানায় জিডি

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি বনরেঞ্জের সাতগড় বনবিট কর্মকর্তা মাসুদ পারভেজকে দিনদুপুরে অফিসে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে স্থানীয় চুনতি ইউপি মেম্বারপুত্র ফারুক। এ ব্যাপারে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে ৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে লোহাগাড়া থানায় একটি লিখিত সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। যাহার নং- ৩১১।

    সাতগড় বনবিট কর্মকর্তা মাসুদ পারভেজ সাধারণ ডায়েরীতে উল্লেখ করেছেন, লোহাগাড়ার চুনতি বনরেঞ্জের সাতগড় বনবিটের আওতাধীন সাতগড় ব্লকের চুনতি মৌজার সংরক্ষিত বনাঞ্চলের গেজেটে আরএস দাগ নং ২৪৭ এবং বিএস দাগ নং ৭৯১৭ এর চুনতি হাতিবান্ধা (নলবুনিয়া) এলাকার ২০১৯-২০ সনে ২য় আবর্তে সৃজিত সামাজিক বাগান অবৈধভাবে জবর দখলের অপচেষ্টা করার দায়ে ধৃত আসামী চালান ও মামলা দায়ের করার কারণে ৭ জানুয়ারি দুপুর ১২ টার দিকে স্থানীয় চুনতি ইউপি মেম্বার সৈয়দ মোক্তার আহমদ প্রকাশ লেদু মেম্বারের ছেলে বনবিট কর্মকর্তার দায়ের করা মামলার ১নং আসামী মো: ফারুক (৪৫) সিএনজি ভর্তি লোকজন নিয়ে সাতগড় বনবিট অফিস গেইটে এসে অফিসে সরকারী কাজে নিয়োজিত বন কর্মচারী মনিরুজ্জামান পাটোয়ারী ও বাগান মালীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিট কর্মকর্তা মাসুদ পারভেজকে ২৪ ঘন্টার মধ্যে ওই এলাকা ছেড়ে চলে যেতে বলেন। অন্যথায় বাইরে ডিউটিতে গেলে তাকে খুন অথবা গুম করে মেরে ফেলার হুমকি দেন । এছাড়াও মহিলা দিয়ে হয়রানী করা এবং মিথ্যা মামলা দিয়ে বদলী করে দেয়ার হুমকি দিয়ে চলে যান।

    এ প্রসঙ্গে সাতগড় বনবিট কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, কয়েকদিন আগে স্থানীয় চুনতি ইউপি মেম্বার সৈয়দ মোক্তার আহমদ লেদুর ছেলে ফারুকের নেতৃত্বে আমার বনবিটের আওতাধীন একটি সৃজিত বাগান জবরদখলের সময় হাতে-নাতে ২ জনকে আটক করে আদালতে সোপর্দ করি। এ সময় ফারুক কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারিনি। তবে, ফারুক যেহেতু এ জবর-দখল কাজে নেতৃত্ব দিয়েছে সেহেতু তাকে ওই মামলায় ১ নম্বর আসামী করা হয়েছে। মামলা দায়েরের কারণে আমার অনুপস্থিতিতে বিট অফিসের গেইটে লোকজন নিয়ে এসে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে গেছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই জীবনের নিরাপত্তা চেয়ে আমি থানায় সাধারণ ডায়েরী করেছি।

    এ ব্যাপারে জানতে চাইলে মো: ফারুক বলেন, আমাকে মিথ্যে মামলা দিয়েছে। ঘটনার দিন আমি ছিলাম না। আমাকে কেন মিথ্যা মামলা দিয়েছে সেটা জানতে বিট অফিসে গিয়েছিলাম । তবে, তিনি বিট কর্মকর্তাকে হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

    লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকের হোসাইন মাহমুদ বলেন, সাতগড় বনবিট কর্মকর্তা মো: মাসুদ পারভেজকে হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরী নথিভূক্ত করা হয়েছে। একজন অফিসার বিষয়টি তদন্ত করছেন। এ ব্যাপারে তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘণ্টা/আজাদ

  • চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি,থানায় জিডি

    চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি,থানায় জিডি

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধীতা করে বক্তব্য দেওয়া হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে প্রতিরোধের আন্দোলনে সক্রিয় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর প্রাণনাশের হুমকি পেয়েছেন। নিরাপত্তা চেয়ে তিনি বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

    শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ২৬ মিনিটে +৮২৫১৫৪২ নম্বর থেকে তার ব্যক্তিগত মোবাইলে ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাকারিয়া দস্তগীর।

    তিনি বলেন, ‘হঠাৎ আমাকে ফোন করে অশ্লীল গালিগালাজ শুরু করেন এক ব্যক্তি। তিনি আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। আমি ওনার পরিচয় জানতে চাই। জবাব দেন- উনি মালাকুল মউত।

    তিনি আরও বলেন, অজ্ঞাত ওই ব্যক্তি আমাকে বলেন- ‘মামুনুল হক হুজুরের বিরুদ্ধে তুই ঝাড়ু মিছিল করছিস। যেখানে ঝাড়ু মিছিল করেছিস সেখানেই তোর লাশ পড়ে থাকবে। ‘

    হুমকির পর সিনিয়র নেতাদের পরামর্শে বন্দর থানায় জিডি করেন জাকারিয়া।

    বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘প্রাণনাশের হুমকির অভিযোগে জাকারিয়া দস্তগীর জিডি করেছেন। একটা অনলাইন নম্বর থেকে ফোন এসেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

    সম্প্রতি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের হুমকি দেওয়ার পর চট্টগ্রামে আন্দোলনে নামেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীর। এর মধ্যে শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীতে এক তাফসীরুল কোরআন মাহফিলে মামুনুল হকের অতিথি হিসেবে উপস্থিত হওয়ার খবরে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সমাবেশ করে তাকে প্রতিহতের ঘোষণা দেওয়া হয়।

    শুক্রবার সকাল থেকে মামুনুল হকের চট্টগ্রামে আসার প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগ-যুবলীগ। জাকারিয়া দস্তগীর মনে করছেন, মামুনুল হকের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় থাকায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

  • চট্টগ্রামে সাংবাদিক গোলাম সরওয়ার নিখোঁজ, থানায় জিডি

    চট্টগ্রামে সাংবাদিক গোলাম সরওয়ার নিখোঁজ, থানায় জিডি

    ডেস্ক নিউজ : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য, সিটি নিউজের সম্পাদক ও প্রকাশ, আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার সাংবাদিক গোলাম সরওয়ার (৩৫) নিঁখোজ রয়েছেন।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার সময় নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।

    জানা যায়, গোলাম সরওয়ার সকাল থেকে অফিসেও যায়নি। এখনো তার সন্ধান মেলেনি। এ ব্যাপারে সাংবাদিক গোলাম সরওয়ারের সন্ধান চেয়ে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং- ২২৩৩ তাং ২৯/১০/২০২০) করেছেন আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী।

    আত্মীয় স্বজন সাংবাদিক নেতারা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পায়নি। তার মোবাইল নম্বর: ০১৮১৮-৪৭১৫৬৮। সরোয়ারের স্ত্রী ও সন্তানরা কাঁদছে। সাংবাদিকেরাও উদ্বিগ্ন। কোথায় কিভাবে আছে কেউ বলতে পারছে না।

    সাংবাদিক গোলাম সরওয়ারের সন্ধান পেলে ০১৭৭৭৭৭৮১৩৬ ও ০১৮১৯৮০১৯৮৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন সাংবাদিক নেতারা। তিনি চন্দনাইশ মিডিয়া ক্লাব চট্টগ্রাম এর অর্থ সম্পাদক।

    চট্টগ্রাম সাংবাদিক নেতারা এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করছেন।

    ২৪ ঘণ্টা/মোরশেদ