Tag: দক্ষতা উন্নয়ন কেন্দ্র

  • নীলফামারী দক্ষতা উন্নয়ন কেন্দ্রর উদ্বোধন

    নীলফামারী দক্ষতা উন্নয়ন কেন্দ্রর উদ্বোধন

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি॥ নীলফামারীতে জেলা প্রশাসকের কার্যালয়ে দক্ষতা উন্নয়ন কেন্দ্রের (স্কিল ডেভেলপমেন্ট সেন্টার) উদ্বোধন করা হয়েছে।

    রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে ওই কার্যলয়ের দ্বিতীয় তলায় কেন্দ্রের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।

    এসময় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ।

    বিভাগীয় কমিশনার তারিকুল ইসলাম বলেন, দক্ষতা উন্নয়ন কেন্দ্রটি তথ্য প্রযুক্তিসহ বিশেষ ক্ষেত্রে কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভুমিকা পালন করবে বলে আশা করেন তিনি।

    পরে তিনি ওই কেন্দ্রে অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনায় ইনফরমেশন টেকনোলজি প্রয়োগে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহন করেন।
    ওই কর্মশালায় জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুর ও সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি কার্যালয়ের ৪০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়।

    জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, ওই দক্ষতা উন্নয়ন কেন্দ্রে জেলা প্রশাসন ও তার আওতাধীন কার্যালয় সমূহের সকল কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী কম্পিউটারসহ বিভিন্ন তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন।