২৪ ঘণ্টা বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ১০শতক সরকারি জায়গা দখলমুক্ত করছে উপজেলা প্রশাসন। এসময় ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
রবিবার (৪ অক্টোবর) পৌরসভার গোমদণ্ডী ফুলতল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন ও সহকারী কমিশনার (ভুমি) মো. মোজাম্মেল হক চৌধুরী।
গোমদণ্ডী ফুলতল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ১৫টি স্থাপনা উচ্ছেদ করে উদ্ধারকৃত ১০শতক সরকারি জায়গায় লাল পতাকা ও সাইন বোর্ড টাঙিয়ে কাঁটা তারের ঘেরা দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, ভুমি অফিসের কানুনগো আশীষ তরু চাকমা।
২৪ ঘণ্টা/পুজন সেন/রাজীব