Tag: দম্পতি

  • মাদক বিক্রির কোটি টাকা মিলল রোহিঙ্গা দম্পতির ঘরে, ইয়াবা উদ্ধার

    মাদক বিক্রির কোটি টাকা মিলল রোহিঙ্গা দম্পতির ঘরে, ইয়াবা উদ্ধার

    নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩শ পিস ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ কোটি ১৭ লাখ এক হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।

    গতকাল রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার সময় তাদের আটক করা হলেও আজ সোমবার (৯ নভেম্বর) সকালে বিষয়টি গণমাধ্যমের কাছে প্রকাশ করে র‌্যাব।

    আটক রোহিঙ্গা দম্পতি হলেন স্বামী মো. শওকত ইসলাম (৩২) ও স্ত্রী মোরজিনা (২৮)। ইয়াবা ও নগদ টাকাসহ রোহিঙ্গা দম্পতি আটকের তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।

    তিনি বলেন, চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় কয়েকজন মাদক ব্যবসায়ি ইয়াবা বিকিকিনির জন্য অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযানে যায় র‌্যাবের আভিযানিক টিম। এসময় ৫ হাজার ৩শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়।

    র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই দম্পতি তাদের হেফাজতে থাকা মাদক বিক্রির নগদ টাকা ঘরের জানালা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে টাকা গুলো উদ্ধার করে গণনা করা হলে সেখানে এক কোটি ১৭ লাখ ১ হাজার ৫শ টাকা পাওয়া যায়।

    আটক দুজনই মায়ানমারের নাগরিক জানিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, স্বামী-স্ত্রী দুজনে মিলে দীর্ঘদিন ধরে মায়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে অবৈধভাবে অনুপ্রবেশের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাসা ভাড়া করে বিক্রি করে আসছিল।

    আটক দুজনের বিরুদ্ধে নগরীর চান্দগাঁও থানায় নিষিদ্ধ মাদক রাখা এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • পাহাড়তলীতে র‌্যাবের হাতে ইয়াবাসহ ধরা পড়েছে স্বামী-স্ত্রী

    পাহাড়তলীতে র‌্যাবের হাতে ইয়াবাসহ ধরা পড়েছে স্বামী-স্ত্রী

    ২৪ ঘণ্টা নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পাহাড়তলী থানা পশ্চিম নাসিরাবাদ এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এক দম্পতিকে আটক করেছে র‌্যাব-৭।

    র‌্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবরে বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১২ টা ১০ মিনিটে ওই বাসায় অভিযান চালায়।

    এসময় বাসার বাথরুমের ছাদে লুকানো ১৪ হাজার ১শত ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ইয়াবা বিক্রির অপরাধে স্বামী মো. জাহাঙ্গীর আলম (৪২) এবং স্ত্রী নুর জাহান বেগম (৩২)কে আটক করে র‌্যাব।

    র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাশকুর রহমান আটকের তথ্যটি নিশ্চিত করে বলেন, আটকৃত দুজনই সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে মাদক বিক্রি করার কথা স্বীকার করে।

    দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ নগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাশকুর রহমান।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • ফেনী থেকে চট্টগ্রামে বেড়াতে এসে ধর্ষণের শিকার কিশোরী, আটক ৩

    ফেনী থেকে চট্টগ্রামে বেড়াতে এসে ধর্ষণের শিকার কিশোরী, আটক ৩

    নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকা আগ্রাবাদ সুপারিওয়ালা পাড়ার একটি বাসায় ধর্ষণের শিকার হয় কিশোরী।

    এ ঘটনায় সহযোগীতা করার অপরাধে সোমবার ভোরে একই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এক দম্পতি ও ধর্ষক চান্দুর দেহরক্ষী মো. রাজিবসহ মোট তিনজনকে আটক করলেও এখনো ধরা পড়েনি ধর্ষক চান্দু মিয়া। তাকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেন ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ।

    থানা সূত্রে জানা যায়, ধর্ষিতা কিশোরীর বাড়ি ফেনী। কিছুদিন আগে তিনি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় চাচার বাসায় বেড়াতে আসেন। রবিবার রাত আটটার সময় ওই কিশোরীর চাচাতো বোনের এক বান্ধবী ও ভিকটিমের পূর্বপরিচিত নুরী আক্তারের সাথে সুপারিওয়ালা পাড়ার বাসায় বেড়াতে যান।

    একইদিন রাতে ওই বাসার পাশ্ববর্তী চান্দু মিয়া নামে এক ব্যাক্তি জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বাসায় এসে ভিকটিম তার পরিবারকে ঘটনাটি খুলে বললে ঘটনাটি জানাজানি হয়।

    ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ধর্ষিতা কিশোরীর পূর্ব পরিচিত নুরী আক্তার ও তার স্বামী মোহাম্মদ অন্তরকে আটক করে। পরে ১ নম্বর সুপারিওয়ালা পাড়ায় অভিযান চালিয়ে ধর্ষক চান্দুর দেহরক্ষী মো. রাজিবকে গ্রেফতার করা হয়।

    ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ জানান, কিশোরীকে ধর্ষনে সহযোগীতা করায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এর আগে অসুস্থ অবস্থায় ঘটনার শিকার কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

    এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর পরিবারের লোকজন থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে মূল ধর্ষক চান্দু মিয়াকে গ্রেফতার করার চেষ্টা চলছে বললেন ওসি।

    ২৪ ঘণ্টা/রাজীব