Tag: দল ঘোষণা

  • প্রাথমিক দলে ডাক পেলেন শরিফুল-পারভেজ, মাশরাফি নেই

    প্রাথমিক দলে ডাক পেলেন শরিফুল-পারভেজ, মাশরাফি নেই

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজকে সামনে রেখে পৃথক প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডের জন্য ঘোষিত প্রাথমিক দলে নেই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

    বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে গত মার্চে। জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে সর্বশেষ ওয়ানডে খেলে টাইগাররা। সেই সিরিজের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান মাশরাফি। অধিনায়কত্ব ছাড়া মাশরাফিকে দলে নেওয়া হবে কি না এ নিয়ে বিগত কয়েকদিন দেশের ক্রিকেটে ছিল জল্পনা-কল্পনা।

    ওয়ানডের প্রাথমিক দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য পেসার শরিফুল ইসলাম ও টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন।

    একনজরে ওয়ানডের প্রাথমিক দল : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, আল আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান, নাঈম শেখ, রুবেল হোসেন।

    টেস্টের প্রাথমিক দল : মুমিনুল হক সৌরভ, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, খালেদ আহমেদ, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, এবাদত হোসেন চৌধুরী।

    এক নজরে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি-

    ১০ জানুয়ারি, ২০২১ : বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল
    ১৮ জানুয়ারি, ২০২১: ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, ভেন্যু: বিকেএসপি, সাভার
    ২০ জানুয়ারি, ২০২১: প্রথম ওয়ানডে, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
    ২২ জানুয়ারি, ২০২১: দ্বিতীয় ওয়ানডে, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
    ২৫ জানুয়ারি, ২০২১: তৃতীয় ওয়ানডে, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
    ২৮-৩১ জানুয়ারি, ২০২১: চারদিনের প্রস্তুতি ম্যাচ, ভেন্যু: এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
    ৩-৭ ফেব্রুয়ারি, ২০২১: প্রথম টেস্ট, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
    ১১-১৫ ফেব্রুয়ারি, ২০২১- দ্বিতীয় টেস্ট, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

  • পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

    পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

    পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়বে বাংলাদেশ ক্রিকেট দল। যার প্রথমটি ৭ ফেব্রুয়ারি শুরু হবে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    মুমিনুল হককে অধিনায়ক করে ঘোষিত দলে এসেছে বেশ কিছু পরিবর্তন । বাংলাদেশের সবশেষ ভারত সফরের দলে থাকা দুই ওপেনার- সাদমান ইসলাম ও ইমরুল কায়েস নেই ঘোষিত দলে। তাছাড়া বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিনার মেহেদী হাসান মিরাজও।

    তাদের বাদ পড়ার ভিড়ে দলে ফিরেছেন তামিম ইকবাল, রুবেল হোসেন ও নাজমুল হোসেন শান্ত।

    ব্যক্তিগত কারণে ভারত সফরের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তামিম। যার ফলে বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজে খেলতে দেখা যায়নি তাকে। পাকিস্তান সফরের দলে আবারও ফিরেছেন তিনি।

    ইঞ্জুরির জন্য সাদমান ইসলামের পাকিস্তান সফরে অনিশ্চিত, এমনটা জানা গিয়েছিল আগেই। তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করলেও লাভ হয়নি। পুরোপুরি ফিট না হওয়ায় তাকে ছাড়াই পাকিস্তান সফরে যেতে হচ্ছে বাংলাদেশকে। সাদমানের মতো একই কারণে কপাল পুড়েছে আরেক ওপেনার ইমরুল কায়েসেরও।

    এই দুই ওপেনারের ছিটকে যাওয়ায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সৌম্য সরকার ও শান্তকে।

    প্রসঙ্গত, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে চলতি মাসের ৪ তারিখ পাকিস্তান যাবে টাইগাররা। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে সাদা পোশাকের লড়াইয়ের পর দেশে ফিরে আসবে মুমিনুলরা। এরপর সিরিজের শেষ ম্যাচ খেলতে এপ্রিলে আবারও পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এ যাত্রায় করাচিতে অনুষ্টিত হবে দু’দলের মধ্যকার শেষ টেস্টটি।

    পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও সৌম্য সরকার।

  • ভারত সফরের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা

    ভারত সফরের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা

    ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যবিশিষ্ট বাংলাদেশ দল ঘোষণা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

    বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঘোষিত দলে ফিরেছেন আল আমিন হোসেন ও আরাফাত সানি। ২০১৬ সালে আল আমিন জাতীয় দলের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন। একই বছর সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন আরাফাত সানিও। এছাড়া ফিরেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। ত্রিদেশীয় সিরিজে বিশ্রামে থাকা মূল ওপেনার তামিম ইকবাল খেলবেন এই সিরিজে।

    দল থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম, সাব্বির রহমান, রুবেল হোসেন ও নাজমুল হোসেন শান্ত।

    চলতি বছরের নভেম্বরে ভারত সফরে থাকবে বাংলাদেশ জাতীয় দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্টের পাশাপাশি তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। টেস্ট সিরিজের আগে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ।

    আগামী ২৫ অক্টোবর থেকে ভারত সফরের ক্যাম্প শুরু হবে। তবে ক্যাম্পে থাকবেন শুধু টি-টোয়েন্টি স্কোয়াডের ১৫ ক্রিকেটারই। বাকিরা যথারীতি ব্যস্ত থাকবেন জাতীয় ক্রিকেট লিগে।

    ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে আগামী ৩, ৭ ও ১০ নভেম্বর। ম্যাচগুলোর ভেন্যু যথাক্রমে দিল্লী, রাজকোট ও নাগপুর। ১৪ ও ২২ নভেম্বর ইনডোর ও কলকাতায় শুরু হবে টেস্ট দুটি।

    একনজরে ভারত সফরে ১৫ সদস্যের বাংলাদেশ টি-টোয়েন্টি দল-

    সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাইম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।