Tag: দাফন সম্পন্ন

  • সাংবাদিক সাইফুল ও দুলুর পিতার দাফন সম্পন্ন

    সাংবাদিক সাইফুল ও দুলুর পিতার দাফন সম্পন্ন

    নিউজ ডেস্ক : সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী ও সাংবাদিক কামরুল ইসলাম দুলুর পিতার দাফন সম্পন্ন হয়েছে।

    মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

    জানাজায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমদ, ভাটিয়ারি ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য যে সাংবাদিক সাইফুল ও দুলুর পিতা নুরুল ইসলাম সোমবার সন্ধ্যে সাড়ে ৭ টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। এদিকে একই সময়ে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবুর বড় ভাই সৈয়দ মোঃ এমরান বুখারীর নামাজে জায়নাজা অনুষ্ঠিত হয়। তিনি গতকাল সোমবার বার আউলিয়াস্থ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

  • সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নিহত সফি’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

    সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নিহত সফি’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে শীতলপুরে সড়ক দূর্ঘটনায় নিহত মুক্তিযুদ্ধা সফি’র নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ রবিবার দুপুরে শীতলপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আলিমউল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযুদ্ধা মোতাহের হোসেন সিদ্দিকী, শীতলপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাস্টার জাকির হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    আরো খবর : সীতাকুণ্ডের শীতলপুরে কারের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

    মুক্তিযুদ্ধা সফি শনিবার দুপুর ১২টা ২৫ মিনিটের সময় সীতাকুণ্ডের শীতলপুর বগুলা বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় নিহত হন। নিহত শফি স্থানীয় বগুলা বাজার এলাকার মৃত মাজেদ মিয়ার ছেলে।

  • পারিবারিক কবরস্থানে আবরারের দাফন সম্পন্ন

    পারিবারিক কবরস্থানে আবরারের দাফন সম্পন্ন

    বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে দাফন করা হয়েছে।

    এদিকে, আবরারের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ কয়েক শ মানুষ এলাকায় বিক্ষোভ করেছেন। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে খুনিদের বিচার ও ফাঁসির দাবি জানান।

    সকাল সাড়ে ৫টার দিকে আবরারের মরদেহ ঢাকা থেকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসায় পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বাতাস। মেধাবী এ শিক্ষার্থীকে এক নজর দেখার জন্য এলাকাবাসীসহ শত শত মানুষ ভিড় জমান। এ সময় অনেকে চোখের পানি ধরে রাখতে পারেননি।

    সকাল সাড়ে ৬টার দিকে আল ইকরা জামে মসজিদের সামনে আবরারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। কয়েক শ মানুষ এতে অংশ নেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে আবরারের মরদেহ গ্রামের বাড়ি কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ১০টার দিকে রায়ডাঙ্গা কবরস্থানে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। প্রায় সহস্রাধিক মানুষ জানাজায় অংশ নেন।

    জানাজা শেষ হওয়া মাত্রই বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে আসেন এবং বিক্ষোভ দেখান। তারা আবরার হত্যাকারীদের গ্রেপ্তারসহ ফাঁসির দাবি জানান।

    সকাল সাড়ে ১০টার দিকে রায়ডাঙ্গা কবরস্থানে আবরারকে দাফন করা হয়।

    বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে (২১) রবিবার রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের সিঁড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এর আগে ছাত্র শিবিরের সাথে সম্পর্ক থাকার সন্দেহে আবরারকে হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে মারধর করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ ঘটনায় সিটিটিভি ফুটেজ পরীক্ষা এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নিয়ে পুলিশ ছাত্রলীগের নয় নেতা-কর্মীকে আটক করেছে।