Tag: দাবীতে

  • চিকিৎসা সেবার দাবীতে চট্টগ্রাম সিটি মেয়রকে স্মারকলিপি দেন মানবাধিকার কাউন্সিল

    চিকিৎসা সেবার দাবীতে চট্টগ্রাম সিটি মেয়রকে স্মারকলিপি দেন মানবাধিকার কাউন্সিল

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : চট্টগ্রামের হাসপাতালগুলোতে করোনা সংকটকালীন সময়ে রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা প্রদানের দাবীতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলা।

    আজ ১১ জুন বৃহস্পতিবার বেলা ১২ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের হাতে এ স্মারকলিপি প্রদান করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, আবদুল মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট প্রতাপ পাল, সালমা বেগম।

    স্মারকলিপিতে বলা হয়, “চট্টগ্রামবাসী নিঃশ্বাস নিতে চায়, চায় করোনার সুচিকিৎসা”। চট্টগ্রামে দিনে দিনে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। সেই তুলানায় করোনা রোগীরা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেনা।

    করোনা রোগীর চিকিৎসা সেবা পাওয়া তার মানবিক অধিকার। অনেকেই বিভিন্ন হাসপাতালে ঘুরে চিকিৎসা সেবা না পেয়ে মারা যাচ্ছে। এছাড়াও জটিল রোগে আক্রান্ত রোগীরাও হাসপাতালের ধারে ধারে ঘুরে ব্যর্থ হয়ে অনেকেই মৃত্যু বরণ করেছেন ইতিমধ্যে।

    এমন অসহায় অবস্থায় সাধারণ মানুষ আজ দিশেহারা। হাসপাতালগুলোতে কোথাও সিট নেই, কোথাও আবার সিট থাকলেও নানা অজুহাতে রোগী ভর্তি নিচ্ছেনা। সেই সাথে অক্সিজেন নেই, এমনকি কোন কোন জায়গায় ঔষধও মিলছেনা।

    ঔষধ মিললেও ব্যবসায়ীরা কয়েকগুণ দাম হাতিয়ে নিচ্ছে। এই অবস্থায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং ভয় কাজ করছে। সেই কারণে চট্টগ্রামে লাশের মিছিল দীর্ঘ হচ্ছে। যা আমাদেরকে ভাবিয়ে তুলেছে।

    পরে একই বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন ও সিভিল সার্জনকে স্মারকলিপি প্রদান করা হয়।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • বেতন বন্ধ দুই মাস, গোল্ডেন সান লিমিটেড কারখানা শ্রমিকদের বিক্ষোভ

    বেতন বন্ধ দুই মাস, গোল্ডেন সান লিমিটেড কারখানা শ্রমিকদের বিক্ষোভ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বেতন ভাতা সব বন্ধ, ঘরে খাবার নাই। সংসার চালামু কী দিয়ে? বাসার ভাড়া দিতে পারতেছি না। এমন অসংখ্য অভিযোগ নিয়ে বিক্ষোভ করছে বেশ কিছু শ্রমিক।

    আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকার গোল্ডেন সান লিমিটেড কারখানার সামনে চলে এ শ্রমিক আন্দোলন। করোনা পরিস্থিতি উপেক্ষা করে পেট বাচাঁতে ঈদের আগে বেতন ভাতার পরিশোধের দাবীতে তারা আন্দোলন করছে কারখানাটির সামনে।

    তাদের সাথে কথা বলে জানা গেছে, কারখানা কর্তৃপক্ষ গত দুই মাস ধরে তাদের বেতন ভাতা বন্ধ রেখেছে। মাঝখানে তাদেরকে এক মাসের বেতন প্রদানের আশ্বাস দিলেও তার কোন প্রতিফলন ঘটেনি। ফলে বাধ্য হয়ে তারা আজ সবাই জড়ো হয়ে আন্দোলনে নামে।

    কয়েকজন শ্রমিক দুঃখ করে বলেন, করোনার প্রভাবে আমাদের উপার্জন নেই। সামনে ঈদ, আমাদের পরিবার আছে, সন্তান আছে। এই সময়ে এসে কাজ করার পরও যদি বেতন না পাই, খুব মনে কষ্ট লাগে।

    তাই ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। ঈদের আগে কষ্টার্জিত পরিশ্রমের মজুরি হিসেবে দুই মাসের বেতন পরিশোধের দাবী তারা জানিয়েছে কর্তৃপক্ষের কাছে।

    ঈদ বোনাসের বিষয়টা উদ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে কারখানার ম্যানেজার ওমর হায়দার বলেন, বেতন ভাতা নিয়ে শ্রমিকদের সাথে সামান্য ভুল বুঝাবুঝি হয়েছিল। তবে তাদের সাথে সমঝোতা হয়েছে।

    আগামী ১৭ মে প্রত্যেক শ্রমিকের অনলাইন মাধ্যম রকেট অ্যকাউন্টে পৌছে দেওয়া হবে গত মার্চ মাসের বেতন। তাছাড়া এপ্রিল মাসের বেতনও চলতি মাসের ২০ থেকে ২১ মে’র মধ্যে একইভাবে পরিশোধ করা হবে।

    ২৪ ঘণ্টা/আর এস পি