Tag: দামুড়হুদা

  • ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

    ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

    চুয়াডাঙ্গার দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে ওমেদুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

    রবিবার ভোরে সীমান্তের ধারে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে।

    এ ঘটনার কড়া প্রতিবাদ ও মরদেহ ফেরত চেয়ে পত্র প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

    নিহত ওমেদুল ইসলাম ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

    নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, রবিবার ভোরে ওমেদুলসহ ৪/৫ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী গরু আনতে সীমান্তে যান।

    ভোর ৪টার দিকে তারা সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি গেলে বিএসএফের একটি টহল দল তাদেরকে ধাওয়া করে।

    এ সময় অন্য সহযোগীরা পালিয়ে আসলেও বিএসএফের গুলিতে আহত হয়ে মারা যান ওমেদুল ইসলাম।

    হত্যার পর মরদেহ ৮৯নং পিলারের ভারতের অভ্যন্তরে ফেলে রাখে।

    চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার কড়া প্রতিবাদ ও যুবকের মরদেহ ফেরত চেয়ে বিএসএফকে পত্র প্রেরণের প্রস্তুতি চলছে।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • দামুড়হুদায় লকডাউন ভেঙ্গে মেসির জন্মদিন পালন, ১৫ ভক্তের জরিমানা

    দামুড়হুদায় লকডাউন ভেঙ্গে মেসির জন্মদিন পালন, ১৫ ভক্তের জরিমানা

    আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি বার্সেলোনায় তার ৩৩তম জন্মদিনটা ঘটা করে হয়তো পালন করা হয়নি।

    করোনাভাইরাসের এই সময়ে হই-হুল্লোড় আর করবেনই বা কীভাবে!
    তবে বার্সেলোনা থেকে কয়েক হাজার মাইল দূরের বাংলাদেশের সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় ঠিকই ধুমধাম করে হলো মেসির জন্মদিনের উৎসব। আর্জেন্টাইন তারকার বেশ কজন ভক্ত কেক কেটে, কফি পান করে তাঁর জন্মদিন পালন করেছেন এক ক্যাফেতে। সবই লকডাউনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে। আর যায় কোথায়! জরিমানা গুনতে হয়েছে সবাইকে।

    বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, ১৭ থেকে ৩২ বছরের মধ্যে ১৫ জন মেসিভক্ত কাল দামুড়হুদার এক ক্যাফেতে মেসির জন্মদিন পালন করেছেন। কিন্তু ধরা পড়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে।

    লকডাউনের নিয়ম না মেনে, সামাজিক দূরত্বের বালাই না করে এভাবে উৎসব করায় সবার জরিমানা হয়েছে। জরিমানা হয়েছে ওই ক্যাফেরও।

    মেসিভক্তদের জরিমানার অঙ্কটা অবশ্য খুব বেশি নয় – প্রত্যেকের জরিমানা ১০০ টাকা করে। আর ওই ক্যাফে মালিকের জরিমানা হয়েছে ৬ হাজার টাকা! ‘তাঁরা সামাজিক দূরত্বের নিয়ম না মেনে সন্ধ্যায় বের হয়েছেন। লকডাউনের নির্দেশনা অমান্য করেছেন’ – বলেছেন ম্যাজিস্ট্রেট ফিরাজ হোসেন।

    তবে যে ক্যাফেতে জন্মদিনের উৎসব হয়েছে, সেই ক্যাফে মালিক জাহিদুল আলম এত জরিমানা দেওয়ার পরও ওই মেসিভক্তদের পাশেই দাঁড়াচ্ছেন। এএফপিকে আলম বলেছেন, ‘ওদের বাড়ি পাঠিয়ে দিতে ইচ্ছে হচ্ছিল না। ওরা মেসির জন্মদিন নিয়ে অনেক রোমাঞ্চিত ছিল।’

    ২৪ ঘণ্টা/এম আর