Tag: দায় স্বীকার

  • আফগানিস্তানে সেনা ঘাঁটিতে হামলা, নিহত ৩/তালেবানের দায় স্বীকার

    আফগানিস্তানে সেনা ঘাঁটিতে হামলা, নিহত ৩/তালেবানের দায় স্বীকার

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের গারদেজ শহরে একটি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। এতে তিন সেনা সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

    বার্তা সংস্থা এপি সূত্র জানায়, এই হামলায় আরও পাঁচ কর্মকর্তা আহত হয়েছেন বলে তথ্য দিয়েছেন পাক্তিয়া প্রদেশ সরকারের মুখপাত্র আব্দুল রহমান মঙ্গল। তিনি বলেন, একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়ে গারদেজের ওই ঘাঁটির প্রবেশপথ উড়িয়ে দেয়।

    তারপর দুজন বন্দুকধারী সরকারের আধাসামরিক জননিরাপত্তা বাহিনীর ওপর এলোপাঁতাড়ি গুলি চালাতে থাকে। তবে বন্দুক যুদ্ধে তালেবান যোদ্ধাদের হত্যা করতে সফল হয়েছে নিরাপত্তা বাহিনী। মঙ্গল জানান, ওই এলাকা এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

    এদিকে এই হামলার দায় স্বীকার করেছে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এই হামলার জন্য নিজেদের দায়ী দাবি করে বিবৃতি দেন।

    তালেবানদের সঙ্গে শান্তি চুক্তি করা হবে কিনা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আফগান সরকারের ৪৬ সদস্যের একটি কাউন্সিল গঠন করার পরই এই হামলা চালনো হলো।

    মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সশস্ত্র বিদ্রোহে লিপ্ত তালেবান। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-তালেবান শান্তিচুক্তির বিষয়টি বিবেচনা করে কাবুল নেতৃত্ব ও তালেবানদের মধ্যে আলোচনা হওয়ার কথা।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • ফেসবুক লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করল স্বামী

    ফেসবুক লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করল স্বামী

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা সংবাদ || সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে দা দিয়ে কুপিয়ে নিজের স্ত্রীকে নৃশংসভাবে খুনের দায় স্বীকার করেছে পাষণ্ড স্বামী।

    আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পালের আদালতে স্ত্রী খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেন স্বামী।

    এর আগে ফেনীর পৌরসভার বারাহীপুর থেকে গ্রেফতার করা হয় স্বামী ওবায়দুল হক টুটুল ভুঁইয়াকে। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালত রেকর্ড করেন।

    আরো খবর// ফেসবুক লাইভে স্ত্রীকে হত্যা করল স্বামী!

    মামলার বাদী পক্ষের আইনজীবী শাহজাহান সাজু বলেন, আসামী ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ায় মামলার পরবর্তী কার্যক্রম দ্রুত এগিয়ে যাবে এবং আসামীর দৃষ্টান্তমূলক শাস্তি খুব তাড়াতাড়ি হবে।

    ফেনী মডেল থানার পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডের সাথে অন্য কেউ জড়িত আছে কি-না সেটিও তদন্ত করা হচ্ছে। যদি থাকে তাকেও মামলার আসামী করা হবে।

    এর আগে গতকাল বুধবার (১৫ এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে ফেসবুক লাইভে এসে তার স্ত্রী তাহমিনা আক্তারকে নৃশংসভাবে হত্যা করে টুটুল।

    রাতে তাহমিনার পিতা সাহাব উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় টুটুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত স্বামীকে পুলিশ গ্রেফতার করে।

    আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আকদিয়া গ্রামে নিহত তাহমিনার জানাযা শেষে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • খুলনায় আ.লীগ অফিসে বিস্ফোরণ, আইএস’র দায় স্বীকার

    খুলনায় আ.লীগ অফিসে বিস্ফোরণ, আইএস’র দায় স্বীকার

    খুলনার খানজাহান আলী ‘শিরোমণি আওয়ামী লীগ অফিসে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

    সোমবার (১ অক্টোবর) রাতে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী মুনাফাভিত্তিক মার্কিন ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স’ এ রিতা কাটজ তার অফিসিয়াল টুইটার একাউন্টে বলেন, দেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে আইএস। যা চলতি বছরে আইএসের ষষ্ঠ হামলা এবং ঢাকার বাইরে প্রথম আক্রমণ।

    ৩০ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে খুলনা নগরের শিরোমণিতে আওয়ামী লীগের কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত পর্যবেক্ষণ করেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এখানে ককটেল জাতীয় কিছু বিস্ফোরণ হয়েছে।

    খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন বিস্ফোরণের অল্প সময় আগে ওই কার্যালয় থেকে বেরিয়ে যান। তিনি বের হয়ে যাওয়ার পর কার্যালয়ে আর কেউ ছিলেন না।

    দলীয় কার্যালয়ের মধ্যে অবস্থান করা সুমন জানান, প্যান্ট পরিহিত মধ্য বয়েসের এক ব্যক্তি দলীয় কার্যালয়ের মধ্যে একটি ব্যাগ রাখেন। এ সময় তাকে জিজ্ঞাসা করি, ব্যাগের মধ্যে কী আছে? তিনি জানান, কলা আছে। এরপর টয়লেট করার কথা বলে চলে যান। এর কিছু সময় পরই বিস্ফোরণ ঘটে। আওয়ামী লীগ অফিসটি বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিস্ফোরণের পর পরই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

    পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রিমোর্ট কন্ট্রোলের সাহায্যে শক্তিশালী বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। বোমা হামলার স্থলটি ঘেরাও করে রেখেছে পুলিশের ক্রাইমসিন ইউনিট।

    খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, শিরোমনি এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে সন্ধ্যায় এক ব্যক্তি একটি ব্যাগ রেখে চলে যান। এর ১০ মিনিট পর বিকট শব্দে ব্যাগের মধ্যে থাকা বোমা বিস্ফোরিত হয়।