শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারী সৈয়দপুরে ক্ষুদ্র ও মাঝারী নারী উদ্যোক্তা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সেকেন্ড স্মল এণ্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের (এসএমইডিপি-২) আওতায় শহরের বিমানবন্দর সড়কে ইকু হেরিটেজ এণ্ড রিসোর্ট সেন্টারে আয়োজিত কর্মশালাটি সমাপ্ত হয়। কর্মশালার আয়োজন করেন বাংলাদেশ ব্যাংক।
এর আগে সকাল ১০টার দিকে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জোয়ারদার ইসরাইল হোসেন।
ব্যাংকের যুগ্ম পরিচালক তারিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওই ব্যাংকের উপ-পরিচালক বিধান সাহা, নারী উদ্যোক্তা আহমেদা ইয়াসমিন ইলা, প্রকল্পের নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক পরামর্শক মো. আক্তারুজ্জামান প্রমুখ।
নির্বাহী পরিচালক জোয়ারদার ইসরাইল হোসেন বলেন,“দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাই টেকসই উন্নয়নে অর্থনীতির মূল ধারায় নারী উদ্যোক্তাদের আনা প্রয়োজন। মুজিববর্ষে সরকার প্রতিশ্রুত নারীর ক্ষমতায়নে কাজ করছে বাংলাদেশ ব্যাংক”।
অনুষ্ঠানের সভাপতি তারিকুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ব্যাংকের শাখা বছরে অন্তত ৩ জন করে নারী উদ্যোক্তা খুঁজে বের করে স্বল্প সুদে কমপক্ষে ১ জনকে ঋণ প্রদান করার কথা। সে উদ্যোগ বাস্তবায়নে ওই কর্মশালার আয়োজন করা হয়েছে। রংপুর অঞ্চলের ৫০ নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন কর্মশালায়।
তিনি আরও জানান, এডিবি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে গঠিত এ তহবিলের আকার প্রায় ২ হাজার কোটি টাকা। ঢাকা ও চট্টগ্রাম মেট্টোপলিটন এলাকার বাইরে সারা বাংলাদেশে এসএমই খাতে ৯ শতাংশ সুদে নারী উদ্যেক্তাদের ঋণ গ্রহনের সুযোগ রয়েছে এ তহবিল থেকে। এ পর্যন্ত ১ হাজার ৮৫৭টি ক্ষুদ্র ও মাঝারী নারী উদ্যোক্তাকে ৮শ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তার ঋণের সীমা ১ কোটি এবং মাঝারি উদ্যোক্তার ঋণের সীমা ৩ কোটি টাকা।