Tag: দিনব্যাপী

  • সৈয়দপুরে নারী উদ্যোক্তা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা

    সৈয়দপুরে নারী উদ্যোক্তা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারী সৈয়দপুরে ক্ষুদ্র ও মাঝারী নারী উদ্যোক্তা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২২ ফেব্রয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সেকেন্ড স্মল এণ্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের (এসএমইডিপি-২) আওতায় শহরের বিমানবন্দর সড়কে ইকু হেরিটেজ এণ্ড রিসোর্ট সেন্টারে আয়োজিত কর্মশালাটি সমাপ্ত হয়। কর্মশালার আয়োজন করেন বাংলাদেশ ব্যাংক।

    এর আগে সকাল ১০টার দিকে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জোয়ারদার ইসরাইল হোসেন।

    ব্যাংকের যুগ্ম পরিচালক তারিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওই ব্যাংকের উপ-পরিচালক বিধান সাহা, নারী উদ্যোক্তা আহমেদা ইয়াসমিন ইলা, প্রকল্পের নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক পরামর্শক মো. আক্তারুজ্জামান প্রমুখ।

    নির্বাহী পরিচালক জোয়ারদার ইসরাইল হোসেন বলেন,“দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাই টেকসই উন্নয়নে অর্থনীতির মূল ধারায় নারী উদ্যোক্তাদের আনা প্রয়োজন। মুজিববর্ষে সরকার প্রতিশ্রুত নারীর ক্ষমতায়নে কাজ করছে বাংলাদেশ ব্যাংক”।

    অনুষ্ঠানের সভাপতি তারিকুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ব্যাংকের শাখা বছরে অন্তত ৩ জন করে নারী উদ্যোক্তা খুঁজে বের করে স্বল্প সুদে কমপক্ষে ১ জনকে ঋণ প্রদান করার কথা। সে উদ্যোগ বাস্তবায়নে ওই কর্মশালার আয়োজন করা হয়েছে। রংপুর অঞ্চলের ৫০ নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন কর্মশালায়।

    তিনি আরও জানান, এডিবি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে গঠিত এ তহবিলের আকার প্রায় ২ হাজার কোটি টাকা। ঢাকা ও চট্টগ্রাম মেট্টোপলিটন এলাকার বাইরে সারা বাংলাদেশে এসএমই খাতে ৯ শতাংশ সুদে নারী উদ্যেক্তাদের ঋণ গ্রহনের সুযোগ রয়েছে এ তহবিল থেকে। এ পর্যন্ত ১ হাজার ৮৫৭টি ক্ষুদ্র ও মাঝারী নারী উদ্যোক্তাকে ৮শ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তার ঋণের সীমা ১ কোটি এবং মাঝারি উদ্যোক্তার ঋণের সীমা ৩ কোটি টাকা।

  • সীতাকুণ্ডে ২ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

    সীতাকুণ্ডে ২ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

    সীতাকুণ্ড প্রতিনিধি : ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’, ‘কর প্রদানে স্বতঃস্ফ’র্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রুপকল্প বাস্তবায়ন’। এ প্রতিপাদ্য আজ শুক্রবার (১৫ নভেম্বর) সীতাকুণ্ডে ২ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। এ মেলা ১৫ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে।

    আজ ১৫ নভেম্বর বেলা ১১টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আয়কর মেলা ২০১৯ই এর উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    কর অঞ্চল চট্টগ্রাম-১ এর আয়োজনে চট্টগ্রামের যুগ্ন কর কমিশনার মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিন ভুঁইয়া, সীতাকুণ্ড সার্কেলের উপ কর কমিশনার মোঃ পেয়ারু সহ আরো অনেকে।

    অনুষ্ঠানে বক্তরা বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেক ব্যক্তির উচিত কর দেওয়া, এতে করে দেশের উন্নতি ও উন্নয়ন কাজ তরাত্নিত হবে। এক সময় মানুষ আয়করের নাম শুনলে ভয় পেতো, বর্তমানে মানুষ অনেক সচেতন হয়েছে তাই এখন মানুষ আয়কর দিতে অনেকটা উৎসাহ বোধ করেন।

  • সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের উদ্যোগে দিনব্যাপী সেবা ক্যাম্পে পাঁচশত রোগীর ফ্রি চিকিৎসা

    সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের উদ্যোগে দিনব্যাপী সেবা ক্যাম্পে পাঁচশত রোগীর ফ্রি চিকিৎসা

    সীতাকুণ্ডের পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে দিনব্যাপী সেবা ক্যাম্পেে পাঁচশত রুগীর চক্ষু ডায়বেটিস ব্লাড গ্রুপিং সম্পন্ন হয়েছে।

    লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড, লায়ন্স ক্লাব অব চিটাগাং অগ্রণী, লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন, লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি, লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি এর উদ্যোগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলার সাদেক মাস্তান (রঃ) উচ্চ বিদ্যালয়ে উক্ত স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

    দিনব্যাপী সেবা ক্যাম্পে পাঁচশত রুগীর চক্ষু, ডায়বেটিস, ব্লাড গ্রুপিংসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইণ্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জেলা গভর্ণর ইলেক্ট লায়ন কামরুন মালেক এমজেএফ।

    কামরুন মালেক বলেন, লায়নিজমের মূল লক্ষ্য আর্থ মানবতার সেবায় নিঃস্বার্থভাবে কাজ করা। বিশ্বব্যাপী লায়নরা সেই লক্ষ্যে কাজ করছে অবিরাম।

    তিনি লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডসহ অংশগ্রহণকারী ক্লাবগুলোকে সেবামূলক এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আগামীতে তা আরো জোরদার করার আহবান জানান।

    লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড প্রেসিডেন্ট লায়ন নূরুল আবছার চৌধুরী আগামী সেবা বর্ষে সীতাকুণ্ডের সব ইউনিয়নে এমন সেবা কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘এর মাধ্যমে আমরা চাই যেন সীতাকুণ্ডকে চক্ষু রোগ মুক্ত করতে।’

    উক্ত ক্যাম্পে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন জাহিদুল ইসলাম চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, রিজিওনাল চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন মীর্জা মোঃ আকবর আলী চৌধুরী খোকন এমজেএফ, সীতাকুণ্ড লায়ন্স ক্লাবের সভাপতি ও ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন আলহাজ্ব নুরুল আবছার, মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের সভাপতি ও ডিষ্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন আলহাজ্ব হাসান আকবর, লিবার্টি লায়ন্স ক্লাবের ডিষ্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন কাজী আলী আকবর জাসেদ, সীতাকুণ্ড লায়ন্স ক্লাবের সহ সভাপতি ও ডিস্ট্রিক্ট সেক্রেটারী লায়ন মোঃ গিয়াস উদ্দিন, লায়ন আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, ট্রেজারার লায়ন ইঞ্জিঃ আলহাজ্ব কামরুদ্দৌজা, লিবার্টি ক্লাবের জয়েন ট্রেজারার লায়ন মোঃ শফিকুল আলম, ক্লাব ডিরেক্টর লায়ন মোঃ শওকত আলী চৌধুরী, ইম্পেরিয়াল সিটি ক্লাবের জয়েন ট্রেজারার লায়ন তারিকুল আলম, সাদেক মাস্তান র. উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের বর্তমান সভাপতি মছিউদ্দৌলা, সাবেক সভাপতি কামাল উল্লাহ, প্রধান শিক্ষক আবু জাফর মোঃ সাদেক, সহকারী শিক্ষকবৃন্দ, লিও ক্লাবের রিজিওনাল ডিরেক্টর লিও আরাফাত ইলাহী, জোন ডিরেক্টর লিও রাশেদ, সীতাকুণ্ড লিও ক্লাবের সভাপতি লিও মোঃ নুর খাঁন, লিবার্টি লিও ক্লাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লিও জিল্লুর রহমান শিবলী, মানবতা ফাউন্ডেশনের সভাপতি রণি খান, সীতাকুণ্ড লিও ক্লাবের সেক্রেটারী লিও হামিদ আজাদ, ট্রেজারার লিও ওয়াসিয়া নুর, ভাইস প্রেসিডেন্ট লিও জামিল আল ফয়সাল, লিও আলী আকবর, লিও জুয়েল চৌধুরী, লিও আইনুল করিম ফিরোজ, লিও শাহীদুল আলম, লিও আরিফুল ইসলাম আরিফ, লিও ই এম বাশার, লিও নিজাম উদ্দিন, লিও নাঈম উদ্দিন ইমন, লিও এম কে মুনীর, লিও শারমীন প্রমূখ।