২৪ ঘণ্টা হাটহাজারী প্রতিনিধি : সংকটকালে তথ্য পেলে, জনগনের মুক্তি মেলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস সারাদেশের ন্যায়ে চট্টগ্রামের হাটহাজারীতে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময় হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, তথ্য অধিকার কি এবং এই আইন সম্পর্কে সকলকে জানাতে হবে।
প্রশাসনের সকল স্তরে দুর্নীতি রোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা অপরিসীম। এ আইনের বিষয়ে সচেতন হতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,সমবায় কর্মকর্তাসহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
২৪ ঘণ্টা/পারভেজ/রাজীব