Tag: দিবস

  • হাটহাজারীতে তথ্য অধিকার দিবস পালিত

    হাটহাজারীতে তথ্য অধিকার দিবস পালিত

    ২৪ ঘণ্টা হাটহাজারী প্রতিনিধি : সংকটকালে তথ্য পেলে, জনগনের মুক্তি মেলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস সারাদেশের ন্যায়ে চট্টগ্রামের হাটহাজারীতে পালিত হয়েছে।

    এ উপলক্ষ্যে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময় হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, তথ্য অধিকার কি এবং এই আইন সম্পর্কে সকলকে জানাতে হবে।

    প্রশাসনের সকল স্তরে দুর্নীতি রোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা অপরিসীম। এ আইনের বিষয়ে সচেতন হতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

    এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,সমবায় কর্মকর্তাসহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

    ২৪ ঘণ্টা/পারভেজ/রাজীব

  • জেল হত্যা দিবসে ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা

    জেল হত্যা দিবসে ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা

    ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। রাষ্ট্রের হেফাজতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেল হত্যা দিবস’ হিসেবে।

    দিবসটি উপলক্ষে ২ নভেম্বর শনিবার বিকেলে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক চৌধুরী।

    উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বপনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন জেলা আ’লীগনেতা তৌহিদুল আলম বাবু, উপজেলা চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়ব, উপজেলা আ’লীগনেতা এমদাদুল ইসলাম চৌধুরী, আহমদুর রহমান চৌধুরী, খাইরুল বশর চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আলম সিকদার, আ’লীগনেতা আব্দুসালাম তালুকদার, আব্বাছ উদ্দীন বাদল, আমান উল্লাহ চৌধুরী লিটন, মুহাম্মদ শাহ নেওয়াজ, শামসুদ্দীন, আব্দুল মান্নান, মোদাচ্ছের হেসেন প্রমুখ।