সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড প্রেসক্লাবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইরাজ বিতরণ করলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ।
সোমবার দুপুরে তিনি প্রেসক্লাবে এসে জেলা পরিষদের পক্ষে এসব সরঞ্জাম প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীসহ নেতৃবৃন্দের হাতে তুলে দেন।
এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্যকালে দিলশাদ বলেন, সীতাকুণ্ড প্রেসক্লাব উপজেলা পর্যায়ে দেশের মধ্যে একটি মডেল প্রেসক্লাব নিজস্ব ভূমির উপরে গড়ে তোলা প্রেসক্লাব ভবনটি সবার নজর কেড়েছে। এ প্রেসক্লাবের সদস্যরা দীর্ঘকাল ধরে সীতাকুণ্ডে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এজন্য তিনি প্রেসক্লাবকে অতীতের মত আরো সাহায্য করতে চান জানিয়ে বলেন, প্রেসক্লাবের সাংবাদিকদের মানোন্নয়নে আরো প্রশিক্ষণ দিলে জেলা পরিষদ পৃষ্টপোষকতা করবে। এছাড়া প্রেসক্লাবের সংযোগ সড়কটির কাজের ব্যায় বহনের পাশাপাশি ক্লাবের ভবন উন্নয়ন কল্পে আরো দুই লক্ষ টাকা প্রদান করা হবে জেলা পরিষদের পক্ষ থেকে।
প্রেসক্লাবকে সার্বিক সহযোগিতার জন্য চট্টগ্রাম জেলা পরিষদেও চেয়ারম্যান এম.এ সালাম ও সদস্য আ ম ম দিলশাদকে ধন্যবাদ জানান প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী। তিনি বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ শুরু থেকেই সীতাকুণ্ড প্রেসক্লাবের উন্নয়নের সাথে ছিলো। এখনো তারা তাদের স্থানীয় জনপ্রতিনিধি আ ম ম দিলশাদের মাধ্যমে প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন। এজন্য জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ সালামের প্রতিও কৃতজ্ঞতা জানাই আমরা। ভবিষ্যতেও জেলা পরিষদ এভাবে পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রেসক্লাব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এম. হেদায়েত, সাবেক সভাপতি ও কার্য নির্বাহী সদস্য এম. সেকান্দর হোসাইন, সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, নাসির উদ্দিন অনিক, শেখ সালাউদ্দিন, নির্দেশ বড়ুয়াসহ ক্লাবের সদস্যবৃন্দ।
২৪ ঘণ্টা/দুলু