২৪ ঘণ্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : করোনা ভাইরাসের কারণে সারা দেশ প্রায় লকডাউন। একারনে কর্মহীন হয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে অতিদরিদ্র শ্রমজীবী পরিবারের মানুষগুলো, যারা দিন আনে দিন খায়।
পরিবারের তিন বেলা পেটের ভাতের জোগান কিভাবে দেবেন, সেই চিন্তায় দিন কাটাচ্ছেন অসহায় মানুষগুলো।
করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের অসহায় পরিবারের তিন দিনের খাবারের দুশ্চিন্তা দূর করতে দোহাজারী পৌরসভার দিয়াকুল সৎসঙ্গ পাড়া এলাকার অতিদরিদ্র শ্রমজীবি ৩২ টি পরিবারের মাঝে তিন দিনের খাদ্যদ্রব্য (চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু) প্রদান করলেন দৈনিক ভোরের দর্পণ ও ২৪ ঘণ্টা ডট নিউজের পটিয়া প্রতিনিধি এবং পটিয়া উপজেলা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি সাংবাদিক সঞ্জয় সেন।
সোমবার (৬ এপ্রিল) বিকালে দিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে খাদ্যদ্রব্য বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার অমিত চক্রবর্তী পলাশ, দোহাজারী পৌরসভার শিক্ষা, সামাজিক উন্নয়নমূলক ও অরাজনৈতিক সংগঠন হৃদয়ে দিয়াকুল এর উপদেষ্টা মোঃ আকিব হাসান, সভাপতি মোঃ সাইমুন, সহ দপ্তর সম্পাদক রিমন সেন, সহ সাংগঠনিক সম্পাদক তারেক উদ্দিন জিসান, সহ শিক্ষা ও ক্রিড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ কার্যকরী সদস্য অমিত সেন, রানা দাশ, মোঃ ইমন, মোঃ জাহেদ প্রমুখ।
খাদ্যদ্রব্য বিতরণকালে সাংবাদিক সঞ্জয় সেন বলেন, “বর্তমান সময়ে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলোও নিদারুণ কষ্টে আছে।
একজন সংবাদকর্মী হিসেবে তাঁদের অবর্ণনীয় দুঃখ খুব কাছ থেকে দেখি। অনেকে লোকলজ্জার ভয়ে কারো কাছে অভাবের কথা প্রকাশ করেন না। আমার সামর্থ্য অনুযায়ী নিজ জন্মস্থানের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
বিত্তশালীরা স্ব স্ব এলাকায় তালিকা তৈরী করে সবার অগোচরে ঘরে ঘরে গিয়ে খাদ্যদ্রব্য প্রদান করলে লোকগুলো উপকৃত হবে। সরকারের পাশাপাশি বিত্তশালীদেরও এগিয়ে আসা উচিৎ।” নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অন্ততপক্ষে একজন মানুষকে হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।
২৪ ঘণ্টা/ আর এস পি