Tag: দীপিকা পাড়ুকোন

  • মুক্তি পেল ‘শাহরুখ-দীপিকা’র ‘বেশরম রং’

    মুক্তি পেল ‘শাহরুখ-দীপিকা’র ‘বেশরম রং’

    ‘পাঠান’ নিয়ে চর্চা চতুর্দিকে। এই ছবির হাত ধরে ৪ বছর পর পর্দায় ফিরছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। তাই ছবি নিয়ে শাহরুখ-ভক্তদের মধ্যে চরম উন্মাদনা রয়েছে। এবার অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ছবির প্রথম গান ‘বেশরম রং’। গানে শাহরুখের সঙ্গী দীপিকা।

    ‘হামে তো লুট লিয়া ইশকওয়ালো নে..’, গানের কথায় সমুদ্রের মাঝে ইয়টের মধ্যে শাহরুখের সঙ্গে ভরপুর রোম্যান্সে মজে দীপিকা। অভিনেত্রীকে একাধিক সুইমস্যুট পরে একেবারে বোল্ড অবতারে দেখা মিলেছে গানে। অন্যদিকে, কখনও বুকখোলা শার্ট আবার কখনও শার্টলেস অবতারে নিজের খাঁজকাটা এইট প্যাক অ্যাবস শো-অফ করছেন শাহরুখ। বছর ৫৭-র অভিনেতার এই ফিজিক্স দেখে রীতিমতো হতবাক নেটিজেন।

    ‘বেশরম রং’-এ মিউজিক দিয়েছেন বিশাল এবং শেখর। গানের কথা লিখেছেন কুমার। কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও, ক্যারালিসা মন্টিরো, বিশাল এবং শেখর। স্প্যানিশ লিরিক্সে বিশাল দাদলানি। কোরিওগ্রাফি পরিচালক বৈভাবী মার্চেন্ট।

    প্রসঙ্গত, নতুন বছরটি শাহরুখ খানের জন্য বিশেষ হতে চলেছে। বড় পর্দায় ‘পাঠান’ হয়ে কামব্যাক করছেন তিনি। রুপোলি পর্দায় তার অ্যাকশন দেখার অপেক্ষায় দর্শক। ছবিতে গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ‘চেন্নাই এক্সপ্রেসের’ পর এই ছবিতে আবার একবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। রয়েছেন জন আব্রাহাম। পরিচালকের আসনে সিদ্ধার্থ আনন্দ।

    ধর্মহীন-জাতিহীন ‘পাঠান’-এর একমাত্র ধ্যান-জ্ঞান নিজের দেশ ‘ভারত’কে রক্ষা করা। দেশের জন্য সবকিছু করতে প্রস্তুত পাঠান। ২০২৩ সালের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

  • এশিয়ার সেরা আবেদনময়ী আলিয়া

    এশিয়ার সেরা আবেদনময়ী আলিয়া

    এ বছর এশিয়ার সেরা যৌন আবেদনময়ী নারীর মুকুট উঠলো বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের মাথায়। এ খবরে বেশ উচ্ছ্বসিত হয়ে আছেন মহেশ ভাটকন্যা। অন্যদিকে দশকের সেরা আবেদনময়ী হয়েছেন দীপিকা পাড়ুকোন।

    বুধবার লন্ডনের সাপ্তাহিক সংবাদপত্র ইস্টার্ন আই অনলাইন ভোটিং-এর মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।

    আলিয়ার পরেই যৌন আবেদনময়ী তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউডের শ্রেষ্ঠ অভিনেত্রীদের অন্যতম দীপিকা পাড়ুকোন। চলতি বছরের জন্য দীপিকা দ্বিতীয় স্থানে থাকলেও গত এক দশকের জন্য সেরা আবেদনময়ী নির্বাচিত হয়েছেন তিনিই।

    ইস্টার্ন আই’র খবরে বলা হয়, ২০১৯ সাল আলিয়ার জন্য সেরা বছর। এ বছর বেশ কয়েকটি পুরস্কার বাগে এনেছেন তিনি। এছাড়া তার ‘গাল্লি বয়’ ২০২০- এর অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। এটা আলিয়ার জন্য অত্যন্ত গর্বের এবং এটা আলিয়ার আগামীর ভালো কিছুর দিকেই ইঙ্গিত দিচ্ছে।

    উচ্ছ্বসিত আলিয়া ভাট জানান, এই সম্মানে তিনি অত্যন্ত খুশি। তবে তিনি এও বিশ্বাস করেন, শুধু চেহারায় যা প্রকাশ পায় তার থেকে প্রকৃত সৌন্দর্যের মূল্যমান আরও বেশি গুরুত্বপূর্ণ। বৃদ্ধ হয়ে গেলে চেহারার সৌন্দর্য হারিয়ে যাবে, কিন্তু ব্যক্তিত্বের গুণাবলী থেকে যায়।

    ২০১৮ সালে এশিয়ার সেরা যৌন আবেদনময়ী তালিকায় একেবারে শীর্ষে ছিলেন দীপকা। চলতি বছর তিনি এক ধাপ পিছিয়ে গেলেও গোটা দশকের সেরা আবেদনময়ীর স্বীকৃতি পেয়েছেন এই অভিনেত্রী।

    এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন টেলিভিশন অভিনেত্রী হিনা খান। চতুর্থ স্থানে রয়েছেন মাহিরা খান। এছাড়াও পাঁচ নম্বরে সুরভি চন্দনা, ছয়ে ক্যাটরিনা কাইফ, সাতে শিবাঙ্গী জোশি, আটে নিয়া শর্মা, নয়- এ মেহবিশ হায়াত এবং দশম স্থানে আছেন প্রিয়াঙ্কা চোপড়া।