Tag: দুইটি গ্রাম

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সেচ্ছায় লকডাউন দুইটি গ্রাম

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সেচ্ছায় লকডাউন দুইটি গ্রাম

    সীতাকুণ্ড প্রতিনিধি :::: সীতাকুণ্ডে দু’টি গ্রাম করোনাভাইরাস থেকে রক্ষা পেতে স্বেচ্ছায় লকডাউন করে দিয়েছে গ্রামবাসীরা। উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর ৮নং ওয়ার্ড ও ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড।এখানে কারও শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা না গেলেও তবুও আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

    তারা জানান, বর্তমানে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই নিজেদের রক্ষার স্বার্থে আমরা আমাদের গ্রাম দু’টি লকডাউন করে দিয়েছি। ফলে এই গ্রাম দুটিতে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবে না। আর এখানকার বাসিন্দারাও একান্ত প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে যাচ্ছেন না।

    সোমবার দুপুরে দুই গ্রামের সচেতন যুবকরা গ্রামের প্রবেশপথে বাঁশের প্রতিবন্ধকতা ও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সেখানে নোটিস টাঙিয়ে দিয়েছেন। তাতে লেখা আছে ‘প্রশাসন ও জনপ্রতিনিধি ছাড়া বহিরাগতদের গ্রামে প্রবেশ নিষেধ।

    ইমামনগর গ্রামের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেন মাসুম জানান, ‘গ্রামের আড্ডা দেয়ার জন্য প্রতিদিন অনেক বহিরাগত যুবক এখানে আসে। তাদের এ বেপরোয়া চলাফেরায় গ্রামে করোনা ঝুঁকি এড়াতেই সচেতন গ্রামবাসী এ উদ্যোগ নিয়েছেন।

    ভাটিয়ারী ৪নং ওয়ার্ড এর বাসিন্দা মোহাম্মদ ফারুক জানান, ‘করোনা সতর্কতায় আমাদের গ্রামে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে গ্রামবাসী যে উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে ভালো। আর এটি দেখে অন্যরাও অনেক সচেতন হবেন।’

    এ বিষয়ে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, ‘সচেতন গ্রামবাসী নিজেদেরকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়।