Tag: দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ও র‍্যালি

  • বিজয় দিবসে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ও র‍্যালি

    বিজয় দিবসে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ও র‍্যালি

    সীতাকুণ্ড প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের দুইটি গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষ ইউনিয়ন আ.লীগের ব্যানারে আলাদা আলাদা র‍্যালি ও সভার আয়োজন করে।

    মঙ্গলবার সকালে একটি পক্ষের নেতৃত্ব সাংসদ পন্থী নেতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন আর অন্যটির নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক পন্থী নেতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব খাইরুল আজম জসিম। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে চেয়ারম্যান নাজিম উদ্দিনের নেতৃত্বে র‍্যালি অনুষ্ঠিত।

    র‍্যালি শেষে শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন।

    এতে বক্তব্য রাখেন আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ ফেরদৌস, আওয়ামীলীগ নেতা আব্দুল শুক্কুর, আব্দুল হাদী, ইউপি সদস্যের মধ্যে বক্তব্য রাখেন কামাল উদ্দিন, নিজাম উদ্দিন, আলমগীর হোসেন মাসুম,অহিদুল আলম, মোঃ মাঈন উদ্দিন, আ ন ম মাসুদ মেম্বার, যুবলীগ সাধারন সম্পাদক মোঃ ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহীন আহম্মেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিজয় সরণি কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, এছাড়া ছাত্রলীগের অর্থায়নে ২শত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    অপরদিকে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক খাইরুল আজম জসিম এর নেতৃত্বে র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাঃ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন।

    বিশেষ হিসেবে বক্তব্য রাখেন আ’লীগ নেতা নুরুল ইসলাম, শামসুল আল,আবদুস সালাম, এস এম ইউসুপ, মোহাম্মদ হোসেন, সাব্বির আহমদ মেম্বার,শামীম ইউসুপ,আবুল কালাম,মোঃ আলী কন্টাক্ট্রর জানে আলম। মহিলা নেত্রী দেলোয়ারা বেগম বিভিন্ন নেতৃবৃন্দ।

    এসময় এস এম মামুন বলেন, কোন বিশেষ গোষ্ঠীর প্রতিনিধি হয়ে আ’লীগকে পরিচালিত করা যাবে না। অচিরেই জামায়াত, বিএনপিসহ অন্যদল থেকে আগত হাইব্রিডদের চিহ্নিত করা হবে।

    ২৪ ঘণ্টা/দুলু