২৪ ঘন্টা ডট নিউজ। প্রবাস ডেস্ক : সৌদি আরবের জান্নাতুল বাকি মসজিদের সামনে প্রাইভেটকার উল্টে ২ বাংলাদেশির মৃত্যু ও একই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ১টার দিকে মদিনা থেকে জেদ্দায় আসার পথে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, বাংলাদেশের নারায়নগঞ্জ জেলা বন্দর উপজেলার মুছাপুর ইউপির বাজুবাগ গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে সাজ্জাদ (২৬। ও একই উপজেলার ফাইম বন্দর ভূঁইয়া বাড়ি ছালাবাবার মাজার সংলগ্ন সালাউদ্দিনের ছেলে মেহজাবিন ফাইম (২৪)।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই উপজেলার পিছকামতাল গ্রামের মো. হারুজ মিয়ার ছেলে সেলিম, মোস্তফা মেম্বারের ছেলে হানিফা, পার্শ্ববর্তী ধামগড় ইউপি জাঙ্গাল গ্রামের মতিউর রহমান।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই উপজেলার ৫ জন হতাহতের ঘটনায় তাদের পরিবারের মধ্যে চলছে শোকের মাতম।
হতাহত সবাই সৌদি আরবের মাছের মার্কেটে ডেলিভারি ম্যান হিসাবে কর্মরত ছিলেন জানিয়ে সড়ক দুর্ঘটনায় হতাহতের তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান। তিনি বলেন, গত তিন বছর আগে তারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে সৌদি আরবে গিয়ে সেখানকার মাছের আড়তে কাজ নেন।
শুক্রবার রাতে মাছের বকেয়া টাকা আনতে জেদ্দায় থেকে মদিনায় যান। সেখান থেকে ফেরার পথে বাংলাদেশ সময় রাত ১টার সময় তাদের লেন্ডকোজার পাজারু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে সাজ্জাদ ও ফাইম মারা যায়। আহত হয় তিনজন।