রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় আজ বুধবার বিকেলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন পাঁচজন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন।
এদের মধ্যে থেকে গুরুতর আহত অবস্থায় নয়জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- পাংশা উপজেলার বাহাদুরপুরের মিজানুর রহমান এবং কুমারখালী উপজেলার ফরমান মণ্ডল। বাকি তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজবাড়ীর উপ-সহকারী পরিচালক শওকত আলী জোয়ার্দ্দার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী লালন পরিবহন রাজবাড়ীর দুর্গাপুর এলাকার আসলে বিপরীত দিক থেকে আসা আরিফ এক্সক্লুসীভ নামের অপর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন, রাজবাড়ী সদর হাসপাতালে দুইজন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আহতদের রাজবাড়ী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান জানান, গুরুতর অবস্থা ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এখনো রাজবাড়ী হাসপাতালে ১৫ জন ভর্তি আছে।
তিনি আরো বলেন, যাদের ফরিদপুর পাঠানো হয়েছে তাদের অবস্থা আশংকাজনক। মৃত্যর সংখ্যা আরো বাড়তে পারে।