Tag: দুই যুবকের মৃত্যু

  • পটিয়া ও আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

    পটিয়া ও আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

    চট্টগ্রামের আনোয়ারা ও পটিয়া উপজেলায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

    রবিবার সকালে পটিয়ার কোলাগাঁও এলাকায় নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন যুবক নজিম উদ্দিন (২৫)। পরে পরিবারের অন্যান্য সদস্যরা গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিনকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত নাজিম উদ্দিন ওই এলাকার বদরুল মিয়ার ছেলে। ঘটনার সত্রতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

    অন্যদিকে একই দিন দুপুর দেড়টার সময় আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন মোহাম্মদ মিরাজ নামে অপর এক যুবক। উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ঘটে দুর্ঘটনাটি।

    আহত অবস্থায় স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত মিরাজ ওই গ্রামের মৃত মাওলানা মোহাম্মদ ওসমানের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন।