ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : ফটিকছডড়ি নাজিরহাট পৌরসভার ভাড়া বাসায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শারমিন আক্তার (২২) নামে ২ সন্তানের জননীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রশিদা পুকুর পাড়ের দক্ষিণ পাশে আব্দুল্লাহ ম্যানশনের দ্বিতীয় তলার ৩০৪ নম্বর কক্ষের জানালার বেলখনিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের দরবেশ আলী বাড়ীর সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী। গৃহবধূ শারমিন আক্তার এর ৮ মাসের শিশু সন্তান ও ৫ বছরের কন্যা সন্তান রয়েছে।
জানা গেছে, নিহত গৃহবধূ আব্দুল্লাহ ম্যানশনের বেলকনিতে কাপড় শুকাতে দিলে তা নিচে পড়ে যায়। পরে পাইপের মাধ্যমে কাপড় নিতে গেলে ওই ভবনের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
আব্দুল্লাহ ম্যানশন এর পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ-এর তার এর কোন কভার না থাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীর অভিযোগ আব্দুল্লাহ ম্যানশন এর পাশে বিদ্যুৎ লাইনে যদি কভার থাকতো আজ এত বড় দুর্ঘটনা ঘটতে পারত না।
ভবন মালিকের উদাসীনতার কারণে বিদ্যুৎ লাইনে কভার না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পাশের ভবনটি সুরক্ষিত। বিদ্যুৎ লাইনে কভার দেয়া হয়েছে বলে এলাকাবাসীরা জানিয়েছে।
২৪ঘন্টা/এম জুনায়েদ/রাজীব..