Tag: দুদকের মামলা

  • বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক পাম্প কেনার মাধ্যমে আড়াই কোটি টাকা আত্মসাত, দুদকের মামলা

    বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক পাম্প কেনার মাধ্যমে আড়াই কোটি টাকা আত্মসাত, দুদকের মামলা

    ডেস্ক নিউজ : চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের ১২ গুণ বেশি দামে বৈদ্যুতিক পাম্প কেনার মাধ্যমে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান প্রকৌশলীসহ (উৎপাদন) ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    মঙ্গলবার (৩ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ মামলাটি দায়ের করেন। তবে সংসথাটির উপ পরিচালক মাহবুব আলম জানিয়েছেন মঙ্গলবার বিকাল ৪ টায় মামলা রেকর্ড হবে।

    মামলার আসামিরা হলেন, মেসার্স পাওয়ার টেক ইন্টারন্যাশনাল মালিক আব্দুল আলীম, শিকলবাহা ১৫০ মে. ও. পিকিং বিদ্যুৎ কেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) প্রকৌশলী ভুবন বিজয় দত্ত, নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড, রাজশাহীর প্রধান প্রকৌশলী (উৎপাদন) এ এইচ এম কামাল, নকশা ও পরিদর্শন পরিদপ্তর-১ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী তোফাজ্জেল হোসেন, পিডিবির অতি. প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু ইউসুফ এবং চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক (নির্বাহী প্রকৌশলী) মিজানুর রহমান।

    দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিকলবাহা ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ১২ গুণ বেশি দামে দুটি বৈদ্যুতিক পাম্প কিনেছে। ২৫ লাখ টাকা দামের পণ্য সরকারের কাছ থেকে নেওয়া হয়েছে প্রায় ৩ কোটি টাকা।

    দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে, ৩ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার মূল্যে পিডিবি’র সাথে চুক্তি সম্পাদন হলেও সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৮ ও ২০১৯ সালে মাত্র ৩০ হাজার ১৭ ডলার ইসলামী ব্যাংকের শ্যামলী শাখায় এলসির মাধ্যমে ভারতে পাঠায়।

    ঠিকাদারের লাভ ২০ শতাংশ ধরা হলেও পাম্পের খরচ দাড়ায় ৩৬ হাজার ২১ মার্কিন ডলার। বাকি ৩ লাখ ২৮ হাজার ৯৭৯ মার্কিন ডলার অতিরিক্ত দাম দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • খাগড়াছড়ি সিএস অফিসের সাবেক প্রশাসনিক কর্মকর্তা জাহেদ হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

    খাগড়াছড়ি সিএস অফিসের সাবেক প্রশাসনিক কর্মকর্তা জাহেদ হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির সাবেক সিভিল সার্জনের স্বাক্ষর জাল করে গাড়ী মেরামতের বিল বাবদ প্রায় ১২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সিভিল সার্জন অফিসের বহুল আলোচিত সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো: জাহেদ হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো: আলমগীর হাসানের বিশেষ ট্রাইবুনালে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আবুল বাশার।

    মামলার আসামীরা হলেন খাগড়াছড়ি সিভিল সার্জন অফিসের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো: জাহেদ হোসেন, প্রাক্তন হিসাব রক্ষক প্রিয় রঞ্জন বড়ুয়া ও ঠিকাদার জসিম উদ্দিন।

    মামলায় উল্লেখ করা হয় যে, ২০১৭ সালের জুন মাসে উক্ত ৩ ব্যক্তি একে অপরের যোগসাজসে তৎকালীন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: মো: আবদুস সালামের স্বাক্ষর জাল করে ভুয়া কার্যাদেশ সৃজন পূর্বক ৪ টি গাড়ি মেরামতের বিল তৈরি করে ১১,৭২,৬২০ টাকা হতে আয়কর ও ভ্যাট বাবদ ১,৩১,৬৯৮ টাকা কর্তন করে অবশিষ্ট ১০,৪০,৭২২ টাকা আত্মসাৎ করে। যাহা দন্ডবিধির ৪০৯/১০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭২ এবং ১৯৪৭ সালের দূর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

    মামলার বাদী দুদুকের সহকারী পরিচালক আবুল বাশার জানান, ১৯৪৭ সনের দুনীতি প্রতিরােধ আইনে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমল নিয়ে দুদকের তদন্তের নির্দেশ দিয়েছে।

    ভুক্তভোগীরা জানান, সাবেক প্রশাসনিক কর্মকর্তা খাগড়াছড়ি সিভিল সার্জন অফিসে বিভিন্ন দূর্নীতির সাথে জড়িত ছিলেন। তিনি চাকুরী থাকাকালীন সময়ে নিজ স্ত্রীর নামে ‘নুরী এন্টারপ্রাইজ’ লাইসেন্স ব্যবহার করে নিজ অফিসের অনেক ঠিকাদারী কাজ গুপছি বিজ্ঞপ্তির মাধ্যমে হাতিয়ে নিতেন। তার দুর্নীতির বিষয়ে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল।
    ২৪ ঘণ্টা/রিহাম/প্রদীপ