Tag: দুদক

  • ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ

    ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ

    জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক হোসেন ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক।

    বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সম্পদ জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি বলেন, দুদকের তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) আদালত সম্পদ ক্রোকের অনুমতি দেন।

    জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে ফালুর মালিকানাধীন রেজা প্রোপার্টিজের ৯৩ কোটি টাকা মূল্যের ৯৩ লাখ শেয়ার। রাকীন ডেভেলপমেন্ট কোম্পানির শতকরা ২০ ভাগ শেয়ার (২ কোটি ৬৯ লাখ ৮১ হাজার ১২০টি), যার বাজার মূল্য ২০০ কোটি টাকা। আইএফআইসি ব্যাংকের কারওয়ানবাজার শাখায় রোজা প্রোপার্টিজের ব্যাংক হিসাব এবং ৫০ কোটি টাকা মূল্যের কাকরাইলের ২২ দশমিক ৫৩ শতাংশ বাণিজ্যিক প্লট।

  • ভুয়া প্রকল্পে ৩৫ লাখ টাকা আত্মসাত : ইউপি চেয়ারম্যান ও সাবেক সচিব কারাগারে

    ভুয়া প্রকল্পে ৩৫ লাখ টাকা আত্মসাত : ইউপি চেয়ারম্যান ও সাবেক সচিব কারাগারে

    টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন ও সাবেক সচিব রিয়াজুল হক (বর্তমানে সেন্টমার্টিন ইউপি সচিব) কে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টারদিকে তাদের আদালত চত্বর থেকে আটক করা হয়। পরে তাদের কক্সবাজার সিনিয়র স্পেশাল আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করেন।

    দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম দক্ষিণের কর্মকর্তা জাফর সাদেক শিবলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, টেকনাফের বাহারছরা ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে ১২ জন ইউপি সদস্যদের নামে ১২টি ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৫ লক্ষ ৫১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বৃহম্পতিবার সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়।

    দুদক জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-১৩/২০১৯) করা হয়। পরে ওই মামলায় দুজনকে গ্রেফতার দেখিয়ে কক্সবাজার সিনিয়র স্পেশাল আদালতে সোপর্দ করা হলে আদালত শুনানি শেষে তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দিয়ে আগামী ২৫ নভেম্বর মামলার দিন ধার্য করেন।

    উল্লেখ্য, দুদকের হাতে আটক চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা গডফাদার ও উখিয়া-টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির আস্থাভাজন বলে পরিচিত।

  • ঘুষের টাকাসহ বাঁশখালীতে ভূমি কর্মকর্তা আটক

    ঘুষের টাকাসহ বাঁশখালীতে ভূমি কর্মকর্তা আটক

    ঘুষ আদান প্রদানের সময় ঘুষের টাকাসহ হাতেনাতে আটক হলেন বাঁশখালী উপজেলার গুনাগরি কোকদন্ডী ভূমি অফিসের ভুমি কর্মকর্তা নুরুল আলম সিদ্দীকি।

    নানা অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে সরেজমিনে তদন্ত করতে গিয়ে ঘুষ গ্রহণের সময় তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদুক)। এসময় তার দেহ তল্লাশী করে মোট ৬২ হাজার টাকা উদ্ধার করা হয় এবং জব্দ করা হয় বিভিন্ন নথিপত্র।

    দুর্নীতি দমন কমিশন (দুদুক) চট্টগ্রামের উপ পরিচালক মাহমুদ হাসান ও লুৎফুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

    ঘুষ লেদদেনকালে ভুমি অফিসের কর্মকর্তা নুরুল আলম সিদ্দীকিকে আটকের তথ্যটি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশন (দুদুক) চট্টগ্রামের উপ পরিচালক লুৎফুর রহমান। তিনি বলেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

  • হুইপ শামসুল ও এমপি শাওনসহ ৫০ জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দুদকের চিঠি

    হুইপ শামসুল ও এমপি শাওনসহ ৫০ জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দুদকের চিঠি

    জাতীয় সংসদের হুইপ পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী ও ভোলার সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনসহ ৫০ জনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

    দুদক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউতে এই সব চিঠি দেয়া হয়। চলমান শুদ্ধি অভিযানে নাম আসা ঠিকদার জিকে শামীম, হুইপ শামসুল হক চৌধুরী, যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামসহ অর্ধশত ব্যক্তির নাম তালিকায় রয়েছে।

    দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে এইসব চিঠি পাঠানো হয়। অভিযুক্তদের কয়টি ব্যাংক একাউন্ট রয়েছে, একাউন্টগুলোতে কত টাকা রয়েছে এবং কবে কার কার সাথে লেনদেন হয়েছে – এসব তথ্য জানতে চাওয়া হয়েছে চিঠিতে

  • ডিআইজি বজলুর গ্রেপ্তার

    ডিআইজি বজলুর গ্রেপ্তার

    সোয়া তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক বজলুর রশীদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    ঘুষ লেনদেনের অভিযোগে সেগুনবাগিচার কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুরে তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখত জানিয়েছেন।

    জানা গেছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘুষের কোটি কোটি টাকা লেনদেন ও অবৈধ সম্পদের রহস্য উন্মোচনে বজলুর রশীদ ও তার স্ত্রীকে রোববার সকাল থেকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

    জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে কুরিয়ার সার্ভিসে মাধ্যমে অবৈধ লেনদের তথ্যের সত্যতা পায় সংস্থাটি। জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    বজলুর রশীদের বিরুদ্ধে দুদকের ঢাকা সম্মিলিত জেলা কার্যালয়-১ এ একটি মামলা দায়ের করা হয়েছে।

    কারা ক্যাডারের ১৯৯৩ ব্যাচের কর্মকর্তা বজলুর রশীদ এখন ঢাকায় কারা সদর দপ্তরে দায়িত্ব পালন করছেন। ডিআইজি হিসেবে এর আগে সর্বশেষ রাজশাহীতে ছিলেন। জেল সুপার পদে বরগুনায় কর্মজীবন শুরু করে সিরাজগঞ্জ, কুষ্টিয়া, কক্সবাজার ও খাগড়াছড়ি এবং জ্যেষ্ঠ জেল সুপার হিসেবে চট্টগ্রাম, কুমিল্লা ও যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন তিনি।

    তথ্য মতে, ঘুষের টাকা লেনদেন করতে ডিআইজি প্রিজন বজলুর রশীদ প্রকৃত ঠিকানা গোপন করে স্ত্রীর নামে মোবাইল ফোনের সিম তোলেন। সরাসরি টাকা না পাঠিয়ে ঘুষ চ্যানেলের সোর্স ব্যবহার করেন তিনি। এর মধ্যে এসএ পরিবহনের মাধ্যমে ঘুষের টাকা কুরিয়ার করার ২৪টি রসিদের কথা উল্লেখ করা হয়। এসব রসিদে অঙ্কের যোগফল প্রায় কোটি টাকা।

    এছাড়া কারা অধিদপ্তরে স্টোরকিপার, অফিস সহকারি, গাড়িচালক, দর্জি মাস্টারসহ বিভিন্ন পদে বেশ কিছুসংখ্যক লোক নিয়োগের ক্ষেত্রেও ঘুষ লেনদেনে ডিআইজি প্রিজন ও তার স্ত্রী জড়িত বলে অভিযোগ রয়েছে।

    অভিযোগের বিষয়ে সূত্র জানায়, তার স্ত্রী রাজ্জাকুন নাহারের নামে ২০১৭ সাল থেকেই মোবাইল নম্বরের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে গত ২০ জানুয়ারি ৯৫৮৮২৫ রসিদে ৫০ হাজার টাকা, ১৭ ফেব্রুয়ারি ৯৫৮১০৮ রসিদে ১ লাখ ২ হাজার টাকা, ২৪ ফেব্রুয়ারি ৯৫৮১৪৩ রসিদে ২ লাখ টাকা, ২০ মে ৯৫৯০৬০ রসিদে ১ লাখ টাকা, ২৩ মে ১ লাখ ১৫ হাজার টাকা, ২৭ মে ৯৫৯১৪১ রসিদে ১ লাখ ৯৮ হাজার ৩৫০ টাকা, ৬ জুলাই ৯৫৯৪৬৯ রসিদে ৩ লাখ টাকা, ১৪ জুলাই ৯৫৮৯৭২ রসিদে ১ লাখ টাকা, ২২ জুলাই ৯৫৯৫১২ রসিদে ১০ লাখ ১০ হাজার, ১৬ জুলাই ৯৫৯৪৭০ রসিদে ৩ লাখ টাকা, ৪ মার্চ ৯৫৮২১৮ রসিদে ২ লাখ টাকা, ২৬ সেপ্টেম্বর ৯৫৯৫৪১ রসিদে ১১ লাখ ৫০ হাজার টাকা, ৪ অক্টোবর ৯৫৯৭৪৯ রসিদে ৬ লাখ টাকা স্ত্রীর কাছে পাঠানো হয়।

    ২০১৮ সালের ৮ ডিসেম্বর ৯৫৮৪৮১ রসিদে ২ লাখ ৯৮ হাজার টাকা, ১৯ মার্চ ৯৫৮৩৪৫ রসিদে ৪ লাখ ৯৪ হাজার টাকা, ১১ এপ্রিল ৮৪২১২৮ রসিদে ৩ লাখ টাকা, ২০ নভেম্বর ৮৪২২৩৯ রসিদে ২ লাখ ৬০ হাজার টাকা, ৩০ সেপ্টেম্বর ২ লাখ ৬০ হাজার টাকা, ৯৫৭৬৪০ রসিদে (তারিখ অস্পষ্ট) ২ লাখ টাকা, ২০১৭ সালের ৪ মার্চ ৯৫৮১৬৯ রসিদে ৬ লাখ ৮ হাজার টাকা, (১৬ অক্টোবর সাল অস্পষ্ট) ৮১৭২৩৮ রসিদে ১ লাখ টাকা, (৮ অক্টোবর সাল অস্পষ্ট) ৮১৭১৫৭ রসিদে ১ লাখ ২০ হাজার টাকা, ৯৫৯৭১৩ রসিদে (তারিখ অস্পষ্ট) ৬ লাখ ৪৪ হাজার টাকা, ২০১৭ সালের ১৪ অক্টোবর ৮১৭২১৭ রসিদে ৩ লাখ টাকা, ১২ অক্টোবর ৮১৭২০৭ রসিদে ৫ লাখ ২০ হাজার টাকা লেনদেন করা হয়।

  • ব্যক্তি এক চাকুরি দুই প্রতিষ্ঠানে, গ্রেফতার প্রধান শিক্ষক

    ব্যক্তি এক চাকুরি দুই প্রতিষ্ঠানে, গ্রেফতার প্রধান শিক্ষক

    আনোয়ারা উপজেলার চুন্নাপাড়ার আব্দুল সাত্তারের ছেলে রফিকুল ইসলাম (৪৩)। তিনি একাধারে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আবার ইউনিয়ন পরিষদের সচিবও। যা সম্পূর্ণ সরকারি চাকুরীর ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘন।

    সরকারি নীতিমালা অনুযায়ী একই ব্যক্তি দুই জায়গায় চাকরি করতে পারেন না। তবে সরকারি এই নিয়মনীতির তোয়াক্কা না করে রফিকুল ইসলাম গত দেড় যুগ ধরে চট্টগ্রামের দুই উপজেলায় এমন অনিয়ম করে আসছেন। রফিকুল ইসলামের বিরুদ্ধে এমন নানা অভিযোগ পেয়ে তদন্তে গিয়ে হাতে নাতে প্রমাণও পায় দুর্ণীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা।

    অবশেষে একই ব্যক্তি দুই প্রতিষ্ঠানে চাকুরী করার অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদক। (দুদক মামলা নং-৩(১০)১৯)। এ মামলায় রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়।

    দুদক ২-’র উপ সহকারি পরিচালক মু. জাফের সাদেক শিবলী গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন।

  • সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে দুদকের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে দুদকের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    নীলফামারীর সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় আন্ত:ক্লাস বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৯ সেপ্টেম্বর) কলেজের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত ওই বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোখলেছুর রহমান। সভাপতিত্ব করেন করেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ। বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী শিক্ষক বিলকিস বানু, সিনিয়র সহকারী শিক্ষক রেজাউল হক।

    ‘দুর্নীতিই উন্নয়নের অন্তরায়’ শীর্ষক ওই বিতর্ক প্রতিযোগিতাটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক রেজা মাহমুদ।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী শিক্ষক সেলিম সরকার, কৃষিবিদ লোকমান হাকিমসহ অন্যন্য শিক্ষকন্ডলী।

    প্রতিযোগিতায় ৬ টি দল অংশগ্রহন করে। এদের মধ্যে ৯ম বিজ্ঞান শাখার সামিরা তানজিবা দিনার দল ১ম স্থান অধিকার করেন। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন একই শাখার সানজিদা আক্তার শোভা। পরে বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরষ্কার তুলে দেন।