Tag: দুবাই

  • দুবাইতে গাড়ি বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত

    দুবাইতে গাড়ি বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত

    দুবাইতে গাড়ি বিস্ফোরণে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার পাঁচ প্রবাসী নিহত হয়েছে। তারা দুবাইয়ের আজমান প্রদেশে বসবাস করতেন।

    রোববার (৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

    স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আছেন নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন এবং দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন। সকালে ওই পাঁচজন একই গাড়িতে করে কাজের স্থানে যাচ্ছিল। গাড়িটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

    গাড়ি বিস্ফোরণে নিহতরা হলেন – নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। তারা একই জায়গায় কাজ করতেন। দুবাই সময় সকাল সাড়ে সাতটায় কাজের উদ্দেশ্যে বের হয়ে শহর থেকে আজমান প্রদেশে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় গাড়িটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। বাংলাদেশ সময় তিনটার দিকে নিহতদের স্বজনরা ঘটনাটি জানতে পারে।

    নিহত রানার মা রৌশনারা রুসি ও নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান তরুণ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, দুবাইতে অবস্থানরত এলাকার প্রবাসীরা বিষয়টি তাদের জানায়।

    এ ঘটনায় ওই এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারি ও বুকফাটা আর্তনাদে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

  • দুবাইয়ে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র​ আন্তর্জাতিক নারী দিবস পালন

    দুবাইয়ে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র​ আন্তর্জাতিক নারী দিবস পালন

    বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র উদ্যোগে শুক্রবার (১০ মার্চ) রাতে দুবাইয়ের​ স্থানীয় একটি হোটেল হলরুমে নানা আয়োজনে​ আন্তর্জাতিক নারী দিবস পালন করছে।

    লেডিস ক্লাব ইউএইর​ প্রতিষ্ঠাতা এডমিন মিসেস লিজা হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই নিযুক্ত মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন সাহেবের সহধর্মিনী, ওমেন এসোসিয়েশন দুবাই সভানেত্রী, ইউএই ডিপ্লোম্যাট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিসেস আবিদা হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিআইপি জেসমিন মাহবুব।

    বক্তব্য রাখেন গ্রুপ এডমিন লাবণ্য আদিল,গ্রুপ মডারেটর নিশাত জাহান চৌধুরী নিশু, সাথী আলী,সাবিনা সুলতানা, কাউসার নাজ, রুমানা আক্তার, শবনম আক্তার, শারমিন রাখী, নাসরিন সুলতানা, নাজমা সুলতানা প্রমুখ।

    অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তাকিয়া সুলতানা ও মোহচেনা সুলতানা তানিয়া।

    অনুষ্ঠানে প্রধান অতিথি আবিদা হোসেন বলেছেন,
    বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলাম নারী কবিতায় পৃথিবীর সব নারীর জন্য এক অনুপ্রেরণার পাতেয়। যুগে যুগে নারীরা মাইলফলক হিসেবে অবদান রেখে চলেছেন। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে, নারীদের ভূমিকা ছিল অনন্য। সব পর্যায়ের নারীরা ঝাঁপিয়ে পড়েছিলেন দেশকে স্বাধীন করার জন্য। তাদের আত্মত্যাগ আমাদের মহান মুক্তিযুদ্ধে এক মহান অধ্যায়।

    মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদ, অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

    দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদ, অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

    দেশে তথ্য গোপন করে দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদ কেনার অভিযোগ অনুসন্ধানে দুদকসহ চারটি সংস্থাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    আবেদনের শুনানি করে রোববার (১৫ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

    হাইকোর্ট যে চার সংস্থাকে অনুসন্ধান চালাতে নির্দেশ দিয়েছেন সেগুলো হলো— দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    এই চার সংস্থাকে অনুসন্ধান করে এক মাসের মধ্যে অগ্রগতি জানাতে বলেছেন আদালত। একইসঙ্গে দুবাইয়ে ৪৫৯ জনের সম্পত্তি কেনার অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিয়ে সরকারের সংশ্লিষ্টের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলও জারি করা হয়েছে।

    ‘দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি’ শিরোনামে গত মঙ্গলবার একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস আবেদনটি করেন। তিনি নিজেই আবেদনটি আদালতে জমা দেন।

    ১০ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশ্যে-গোপনে বিপুল পরিমাণ মূলধন স্থানান্তরিত হচ্ছে দুবাইয়ে। এ অর্থ পুনর্বিনিয়োগে ফুলেফেঁপে উঠছে দুবাইয়ের আর্থিক, ভূসম্পত্তি, আবাসনসহ (রিয়েল এস্টেট) বিভিন্ন খাত।

    প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের (সি৪এডিএস) সংগ্রহ করা তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ইইউ ট্যাক্স অবজারভেটরি জানিয়েছে, বাংলাদেশে তথ্য গোপন করে দুবাইয়ে সম্পত্তি কিনেছেন ৪৫৯ বাংলাদেশি।

    ২০২০ সাল পর্যন্ত তাদের মালিকানায় সেখানে মোট ৯৭২টি সম্পত্তি কেনার তথ্য পাওয়া গেছে। কাগজে-কলমে এর মূল্য সাড়ে ৩১ কোটি ডলার। তবে প্রকৃতপক্ষে এসব সম্পত্তি কিনতে ক্রেতাদের ব্যয়ের পরিমাণ আরও অনেক বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে।

  • ভিসা জটিলতা কাটিয়ে আইপিএলে গেলেন মুস্তাফিজ

    ভিসা জটিলতা কাটিয়ে আইপিএলে গেলেন মুস্তাফিজ

    গত রোববার রাতেই সাকিব আল হাসানের সঙ্গে আইপিএল খেলতে উড়াল দেওয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু, ভিসা জটিলতায় সেদিন আর যেতে পারেননি কাটার মাস্টার। অবশেষে ভিসা জটিলতা কাটিয়ে গতকাল সোমবার রাতে আইপিএল খেলতে সংযুক্ত আর আমিরাতে গেলেন মুস্তাফিজ।

    গতকাল রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে করে সস্ত্রীক দুবাইয়ে উড়াল দিয়েছেন মুস্তাফিজ।

    এর আগে প্রথম পর্বেও স্ত্রীকে নিয়ে আইপিএলে গিয়েছিলেন মুস্তাফিজ। এবার সংযুক্ত আরব আমিরাত পর্বেও স্ত্রীকে সঙ্গে নিয়ে গেলেন তিনি।

    এবারের আইপিএলে রাজস্থানের হয়ে খেলছেন মুস্তাফিজ। দলটির হয়ে প্রথম পর্বে বল হাতে দারুণ কাটেছে তাঁর। রাজস্থানের হয়ে সাত ম্যাচ উইকেট নেন আটটি। বোলিংয়েও ছিলেন মিতব্যয়ী।

    আইপিএল থেকে ফিরে গত কয়েক মাসে দেশের জার্সিতেও দারুণ সময় কেটেছে মুস্তাফিজের। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে বেশ কার্যকারী বোলিং করেছেন তিনি।

    ভারতের কোভিডের প্রকোপ প্রবলভাবে বাড়তে থাকায় গত ৪ মে স্থগিত হয় এবারের আইপিএল। অনেক অপেক্ষার পর অবশেষে টুর্নামেন্টের বাকি অংশ শুরু হতে যাচ্ছে আগামী রোববার থেকে। ভারত থেকে আসর সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে।

    নতুন সূচিতে সাকিবদের প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর, আবুধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। পরদিনই মুস্তাফিজদের ম্যাচ, কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে।

    এন-কে

  • দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

    দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

    ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস পালন করা হয়েছে।

    বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে দুবাই বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেল মুহাম্মদ ইকবাল হোসেন খান জাতীয় পতাকা উত্তোলন করেন।

    দুবাই কনস্যুলেটে অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিজয়ের তাৎপর্য ও শহীদদের স্মরণে কনস্যুলেটের কনফারেন্স রুমে আলোচনা সভা হয়।

    কনসাল জেনারেল মুহাম্মদ ইকবাল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন জনতা ব্যাংক দুবাই ও শারজাহ শাখার দু-জন ম্যানেজার যথাক্রমে আব্দুল মালিক ও শওকত আকবর ভূঁইয়া, বাংলাদেশ বিমান দুবাই ও উত্তর আমিরাতের আঞ্চলিক ব্যবস্থাপক দিলিপ কুমার চৌধুরীসহ কমিউনিটির নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে মহামান্য বাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী এর শুভেচ্ছা বাণী (ভিডিও) প্রদর্শণ করা হয়।

    মহান বিজয় দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান হয়। বাণী পড়েন যথাক্রমে লেবার কাউন্সিল ফাতিমা জাহান, কমার্শিয়াল কাউন্সিল কামরুল হাসান, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) নূর-এ মাহবুবা জয়া এবং প্রথম সচিব (শ্রম) ফকির মো. মুনাওয়ার হোসেন।

    এতে আমিরাতে অবস্থানরত অনেক প্রবাসী সাংবাদিক, কনস্যুলেটের কর্মকর্তা, দুবাই, শারজাহ, আজমান, ফুজিরাহ, রাস আল-খাইমাহ, থেকে আসা বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • দুবাই ও উত্তর আমিরাত কমিউনিটির উদ্যাগে রাষ্ট্রদূতকে সংবর্ধনা

    দুবাই ও উত্তর আমিরাত কমিউনিটির উদ্যাগে রাষ্ট্রদূতকে সংবর্ধনা

    ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি : আমিরাতের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক উন্নতি হওয়ার পেছনে মাননীয় প্রধানমন্ত্রীর একমাত্র প্রচেষ্টার দাবীদার। সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারবার আমিরাত সফর করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মােহাম্মদ আবুজাফর।

    বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ কমিউনিটি দুবাই ও উত্তর আমিরাত এর উদ্যাগে দুবাই শেখ জায়েদ রােডস্থ ক্রাউন প্লাজার হলরুমে আয়ােজিত সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

    এসময় তিনি আরাে বলেন, আমিরাতের সাথে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক হয়েছে তা আমাদের ধরে রাখতে কাজ করতে হবে।

    বাংলাদেশ কমিউনিটির প্রবীণ নেতা প্রকৌশলী মােহাম্মদ আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা আইয়ুব আলী বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মােহাম্মদ আবু জাফর।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল মােহাম্মদ ইকবাল হােসেন খান, ডেপুটি কনসাল জেনারেল মােহাম্মদ শাহেদুল ইসলাম, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাহতাবুর রহমান নাসির সিআইপি, দুবাই জনতা ব্যাংকের ব্যবস্থাপক আবদুল মালিক, বিশিষ্ট কমিউনিটি নেতা ডা. সৈয়দ নুর মােহাম্মদ ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, মােহাম্মদ ইসমাইল গনি চৌধুরী, মাহবুবুল আলম মানিক সিআইপি, আবুল বাশার, আরশাদ হােসেন হিরু, সাইফুদ্দিন আহমেদ, আবদুল আলিম, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, হাজী শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যাংকার নুরুল ইসলাম, জসিম উদ্দীন পলাশ, ইঞ্জিনিয়ার মােহাম্মদ মােরশেদ চৌধুরী, নাসির উদ্দিন কাউছার, এস এম শফিকুল ইসলাম, মিসেস জাফর আহাম্মেদ ও জুলি জাফর।

  • দুবাই থেকে স্বামী আসার খবরে টাকা-স্বর্ণালাংকার নিয়ে আগাম পালালো স্ত্রী

    দুবাই থেকে স্বামী আসার খবরে টাকা-স্বর্ণালাংকার নিয়ে আগাম পালালো স্ত্রী

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় দুবাই প্রবাসী স্বামী দেশে আসার খবরে নগদ ২ লাখ ৬০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকার মালামাল নিয়ে শরমিন আকতার (২৫) নামে এক দুবাই প্রবাসীর স্ত্রী পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    এ ঘটনায় আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রবাসী মঞ্জুর ইসলাম লোহাগাড়া থানায় স্ত্রী শরমিন আকতার(২৫), শ্বশুর ছিদ্দিক আহমদ (৬৫), শ্বাশুড়ি জাহানারা বেগম (৫২), ছিদ্দিক আহমদের পুত্র কুতুব উদ্দিন (৩৫) ও হালিমা আকতার(৩৮) সহ ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    এর আগে গত ১৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলার আমিরাবাদ রাজ মহল কমিউনিটি সেন্টার ভবনের একটি ভাড়া বাসা থেকে ওই প্রবাসীর স্ত্রী পালিয়ে যায়।

    সে উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান হাজির পাড়ার দুবাই প্রবাসী মো. মঞ্জুর ইসলামের স্ত্রী বলে জানা গেছে।

    গৃহবধূর স্বামী প্রবাসী মঞ্জুর ইসলাম জানান, গত ২০১৯ সালের ১৬ এপ্রিল উপজেলার কলাউজান আদার চর এলাকার হাফেজ ছিদ্দিক আহমদের মেয়ে শরমিন আকতারের সাথে আমার বিয়ে হয়। বিয়ের ২ মাস পর আমি জীবিকার তাগিদে দুবাই চলে যাই। আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে ভালো ও সু-সম্পর্ক বজায় ছিল। দুবাই থাকাকালীন সময়ে ফোনে প্রায়ই যোগাযোগ হতো। সর্বশেষ আমি কিছুদিন পূর্বে মোবাইল ফোনে আমার স্ত্রী শরমিন আকতারকে ১৬ সেপ্টেম্বর দেশে যাওয়ার খবরটি জানাই। তারও কিছুদিন পূর্বে আমি দুবাই থেকে নগদ ২ লাখ ৬০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালাংকারও পাঠাই তার কাছে। গত ১৬ সেপ্টেম্বর দুবাই থেকে দেশে এসে বাসায় গিয়ে দেখি বাসার দরজা তালাবদ্ধ। তখন মনটা খুব খারাপ হয়ে গেল। পরে ভবনটির ম্যানেজারের কাছে জানতে চাইলে সে বলেন, আপনার স্ত্রী আপনি আসার দু-দিন পুর্বে (১৪ সেপ্টেম্বর) চলে গেছে। তবে, সে কি কারণে চলে গেছে তিনি কিছুই বুঁঝতে পারছেন না। এ সময় বাসায় থাকা মালামালও নিয়ে যায় বলে জানান তিনি । পরে অনেক খোঁজাখুজি করেও সন্ধান না পাওয়ায় থানায় অভিযোগ দায়ের করলাম।

    এ প্রসঙ্গে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, এ ঘটনায় প্রবাসী মনজুর ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি তদন্ত করার জন্য থানার এসআই আবদুল হককে দায়িত্ব দিয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    এদিকে, অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    অন্যদিকে, বিদেশ থেকে স্বামী আসার খবরে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম/আজাদ

  • দুবাইয়ে নারী পাচার, নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার গ্রেপ্তার

    দুবাইয়ে নারী পাচার, নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার গ্রেপ্তার

    নারী পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগকে।

    গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

    সিআইডির উপপরিদর্শক কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল শনিবার এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিফ করবেন।

    সিআইডির কর্মকর্তারা জানান, দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে গত মাসে মানবপাচারকারী চক্রের মূলহোতা আজম খান এবং তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, জবানবন্দিতে আজম খান ও তার সহযোগীরা বলেছেন, এই চক্র মূলত ‘নৃত্যকেন্দ্রিক’। কয়েকজন নৃত্য সংগঠক ও শিল্পী এই নেটওয়ার্কের অংশ। জড়িত আছেন ছোটখাটো ক্লাবের কর্ণধারেরাও। ছোটখাটো ক্লাব বা প্রতিষ্ঠানের যেসব নৃত্যশিল্পী গায়েহলুদসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নাচ করেন, তারাই ছিলেন এই পাচারকারী চক্রের প্রধান টার্গেট। দেশের বেশ কিছু জেলায় তাদের নেটওয়ার্ক বিস্তৃত।

    সিআইডি জানায়, গত ২ জুলাই আজম খান ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃণাল কান্তি দাশ। ইভান শাহরিয়ার সোহাগকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

    উল্লেখ্য, ইভান শাহরিয়ার সোহাগ নিজের নামে (সোহাগ ড্যান্স ট্রুপ) একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করেন। বিভিন্ন করপোরেট অনুষ্ঠানের নাচে অংশ নেয় তার দল। ২০১৭ সালে নির্মিত ধ্যাততেরিকি নামে একটি সিনেমায় নৃত্য পরিচালনার জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দুবাইয়ে নারী পাচার চক্রের হোতা আজম ২ সহযোগী সহ গ্রেপ্তার

    দুবাইয়ে নারী পাচার চক্রের হোতা আজম ২ সহযোগী সহ গ্রেপ্তার

    চট্টগ্রামের ফঠিকছড়ির উপজেলার আজম খান এক হাজারেরও বেশি নারীকে কাজ দেওয়ার নামে যৌনকর্মে বাধ্য করতেন । সারাদেশ থেকে দালালের মাধ্যমে নারীদের সংগ্রহ করতেন তিনি। হোটেলে কাজ দেওয়ার কথা বলে তাদের জোর করে ড্যান্সবার ও যৌনকর্মে বাধ্য করা হতো। একেক জনকে ৫০ হাজার টাকা করে বেতন দেওয়ার কথা বলে ওই নারীদের পাচার করা হয় দুবাইয়ে।

    দুবাইয়ে নারীপাচার চক্রে তার আরও দুই ভাই জড়িত রয়েছে। দুবাইয়ে চার তারকাযুক্ত তিনটি ও তিন তারকাবিশিষ্ট একটি হোটেলের মালিক অভিযুক্ত এই আজম খান। তার মালিকানাধীন হোটেলগুলো হলো ফরচুন পার্ল হোটেল অ্যান্ড ড্যান্স ক্লাব, হোটেল রয়েল ফরচুন, হোটেল ফরচুন গ্র্যান্ড ও হোটেল সিটি টাওয়ার।

    আরব আমিরাতের দুবাই থেকে পুলিশের তাড়া খেয়ে বাংলাদেশে পালিয়ে আসা সেই ‘গডফাদার’ আজম খানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে কখন ও কোন জায়গা থেকে আজম খানকে ধরা হয়েছে সে তথ্য জানায়নি সিআইডি।

    রবিবার ঢাকায় সিআইডির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্গানাইজড ক্রাইমের ডিআইজি ইমতিয়াজ আহমেদ জানান, অভিযুক্ত ট্রাভেল এজেন্সি, বিদেশি এয়ারলাইন্স ও গ্রেফতারের তথ্য পরে জানানো হবে।

    নারীপাচার ও যৌনচক্রে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে সম্প্রতি দুবাই পুলিশ আজম খান সম্পর্কে আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসকে অবহিত করে। আরব আমিরাত আজম খানের পাসপোর্টও বাতিল করে দেয়।

    এরপরই দুবাইতে বাংলাদেশ দূতাবাস পাসপোর্ট রেখে আজম খানকে দেশে পাঠিয়ে দেয়। এক্সিট পাস নিয়ে বাংলাদেশে বাংলাদেশে এসেই তিনি আত্মগোপনে চলে যান।

    এমন একজন অপরাধী দেশে ফিরে কী করে পালিয়ে যেতে পারলেন- এমন প্রশ্নে ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘একজন আসামিকে পাঠানো হচ্ছে সেটা পুলিশকে আগে জানানো হয়নি। এই সুযোগে আজম খান নতুন পাসপোর্ট করে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন। ’

    কিছুটা দেরিতে হলেও সিআইডি আজম খানসহ তিনজনকে গ্রেফতার করেছে। বাকি দুই সহযোগী হলেন আল আমিন হোসেন ওরফে ডায়মন্ড ও আনোয়ার হোসেন ওরফে ময়না। গত ২ জুলাই এই ঘটনায় সিআইডি বাদী হয়ে লালবাগ থানায় মামলা করেছে। পাচারের শিকার নারীরা ইতিমধ্যে জবানবন্দিও দিয়েছেন।

    সিআইডি বলছে, গডফাদার আজম খান সারাদেশ থেকে দালালের মাধ্যমে নারীদের সংগ্রহ করতেন আজম। হোটেলে কাজ দেওয়ার কথা বলে জোর করে ড্যান্সবার ও যৌনকর্মে বাধ্য করা হতো ওই নারীদের। একেকজনকে ৫০ হাজার টাকা করে বেতন দেওয়ার কথা বলে নারীদের দুবাইয়ে নিয়ে যাওয়া হয়। একাধিক ট্রাভেল এজেন্সি ও বিদেশি কিছু বিমান সংস্থা এই কাজে আজম খানকে সহযোগিতা দিতো।

    চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা আজম খানের বিরুদ্ধে দেশেও ছয়টি হত্যা মামলাসহ ১৫টি মামলা রয়েছে। তার নারীপাচার ও যৌন নেটওয়ার্কে তিনি ছাড়াও দুবাইয়ে তার আরও দুই ভাই জড়িত। ভারত ও পাকিস্তানভিত্তিক কয়েকটি দল আজম খানের সঙ্গে যুক্ত আছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দুবাই থেকে বিশেষ বিমানে দেশে ফিরেছেন ২৬৪ বাংলাদেশি

    দুবাই থেকে বিশেষ বিমানে দেশে ফিরেছেন ২৬৪ বাংলাদেশি

    আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে করােনাভাইরাসের কারণে আটকে পড়া আরও ২৬৪ বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেছেন।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে আসেন । শুক্রবার বিকাল ৩ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের নিয়ে অবতরণ করে বিমানের বিশেষ ফ্লাইটটি।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ – মহাব্যবস্থাপক (জনসংযােগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

    এর আগে গত ১৩ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩৯১ জন বাংলাদেশি দুবাই থেকে দেশে ফেরেন। তাদের অনেকেই ভ্রমণে এবং ব্যবসার কাজে দুবাই গিয়েছিলেন। এরমধ্যে অনেক যাত্রী ছিলেন তারা ট্রানজিট সুবিধা নিয়েছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর/মানিক

  • দুবাইয়ে শতভাগ অফিস চালু হচ্ছে

    দুবাইয়ে শতভাগ অফিস চালু হচ্ছে

    আরব আমিরাত থেকে প্রতিনিধি:করোনাভাইরাস মহামারির প্রাথমিক ধাক্কা বেশ ভালোভাবেই সামলে নিয়েছে দুবাই।

    সংযুক্ত আরব আমিরাতের অন্যতম জনবহুল এ শহরটিতে রোববার থেকে পুরোদমে চালু হয়েছে সব সরকারি অফিসের কার্যক্রম। শারজাহ শহরের অফিসগুলো চালু হয়েছে নির্ধারিত ৩০ শতাংশ কর্মী নিয়ে।

    দুবাই ইলেক্ট্রিক অ্যান্ড ওয়াটার অথরিটির (ডিইডব্লিউএ) প্রধান নির্বাহী সাইদ মোহাম্মদ আল তায়ের জানান, অফিসে কর্মীদের ভিড় কমাতে প্রবেশের সময় ও কর্মঘণ্টায় সুবিধাজনক পরিবর্তন আনা হয়েছে। তবে সব ক্ষেত্রেই বাড়তি সতর্কতা অনুসরণ করা হচ্ছে। প্রত্যেক কর্মীকেই হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সরবরাহ করা হচ্ছে। থার্মাল ক্যামেরায় সবার শরীরের তাপমাত্রা মেপে তবেই অফিসে প্রবেশ করতে দেয়া হচ্ছে। এছাড়া, অফিসে এসে যদি কারও করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেয় তাদের জন্য বিশেষ কোয়ারেন্টাইন জোনও করা হয়েছে।

    তবে দুবাই ও শারজাহ শহরে কিছু বিশেষ কর্মী, যেমন- বয়স্ক, যাদের শারীরিক জটিলতা বা পুরনো অসুখ রয়েছে, অন্তঃসত্ত্বা নারীসহ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বাসায় থেকেই কাজ চালিয়ে নেয়ার অনুমতি দেয়া হয়েছে। এছাড়া, যেসব নারী কর্মীর নবম গ্রেড বা তার নিচের স্কুলগামী সন্তান রয়েছে তাদের চলতি শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত অফিসে হাজির না হলেও চলবে।

    করোনাভাইরাস সংক্রমণের হার কমে আসায় অর্ধেক কর্মী নিয়ে দুবাইয়ে সরকারি অফিস চালু হয়েছিল গত ৩১ মে। তবে বেশকিছু বেসরকারি প্রতিষ্ঠান পুরোদমে অফিস শুরু করে ৩ জুন থেকে।

    করোনা সংকট পুরোপুরি না যাওয়া পর্যন্ত সব অফিসেই পর্যাপ্ত স্বাস্থ্য সতর্কতা মেনে চলার নির্দেশ দিয়েছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

    ২৪ ঘণ্টা/এম আর/মানিক

  • দুবাই সমুদ্র সৈকতে একদিনে ২২১ জনকে জরিমানা

    দুবাই সমুদ্র সৈকতে একদিনে ২২১ জনকে জরিমানা

    ওবায়দুল হক মানিক আমিরাত থেকে:দুবাইয়ের সমুদ্র সৈকতে করােনাভাইরাসের আন্তর্জাতিক আইন অমান্য করায় প্রথম দিনেই ২২১ জনকে জরিমানা করা হয়েছে।

    করােনাভাইরাসের সংক্রমণ প্রতিরােধে সমুদ্র সৈকত দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল। গত ৩০ মে দুবাই সমুদ্র সৈকত পুনরায় চালু হওয়ার পর থেকে মােট ৩১৬ জনকে জরিমানা করা হয়েছে ।

    জরিমানার ব্যাপারে স্থানীয় প্রশাসন জানায় , করােনাভাইরাসের সংক্রমণ প্রতিরােধে আন্তর্জাতিক আইন মেনেই দুবাই প্রশাসন সমুদ্র সৈকত পুনরায় চালু করে। সমুদ্র সৈকতে আগত দর্শনার্থীদের বিভিন্ন আইন পূর্বে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই আইন লঙ্ঘন করে সমুদ্র সৈকতে অবস্থান করেছেন। মাস্ক পরিধান না করায় ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় এই জরিমানা করা হয়েছে।

    আমিরাতের আইন অনুযায়ী বাইরে কেউ মাস্ক ব্যবহার না করলে তাকে ৩ হাজার দিরহাম জরিমানা করা হয়।

    উল্লেখ্য, আমিরাত সরকার দেশটিতে বসবাসরত সকল নাগরিককে নিজ নিজ স্বাস্থ্য সুরক্ষার জন্য দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানাের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি ঘােষণা করেছে। এ পর্যন্ত ২.৫ মিলিয়ন মানুষের শরীরে করােনা টেস্ট সম্পন্ন করা হয়েছে। শতভাগ নাগরিককে টেস্ট করার উদ্দেশ্য নিয়ে ইতােমধ্যে কাজ চালু হয়েছে বলেও জানা যায়।

    ২৪ ঘণ্টা/এম আর