Tag: দুবাই ফেরত

  • চট্টগ্রাম বিমান বন্দরে দুবাই ফেরত যাত্রীর দেহে মিলল ৮২টি স্বর্ণবার

    চট্টগ্রাম বিমান বন্দরে দুবাই ফেরত যাত্রীর দেহে মিলল ৮২টি স্বর্ণবার

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমান বন্দওে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে ৯ কেজি ওজনের ৮২টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের কাছে মোহাম্মদ এনামুল হক নামের ওই যাত্রীর দেহ তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়।

    বিমানবন্দর সূত্রে জানা যায়, তাদের কাছে আগে থেকে গোপন তথ্য ছিলো দুবাই থেকে বড় স্বর্ণের চালান চট্টগ্রামে আসছে। এমন খবরে বিমানবন্দর এলাকায় এনএসআই টিম ও কাস্টমস কর্মকর্তাদের নজরদারি বাড়ানো হয়।

    এর মধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দর এসে পৌছে সকাল ৭টা ২০ মিনিটে। ওই বিমানের যাত্রী ছিলেন কক্সবাজার জেলার চকরিয়ার বাসিন্দা মোহাম্মদ এনামুল হক।

    বিমান থেকে নেমে আসার পর থেকে এনামুলের গতিবিধি সন্দেহজনক মনে হয় গোয়েন্দা টিমের কাছে। পরে পৌণে আটটার সময় বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের কাছ থেকে তাকে আটক করা হয়।

    এর পর চ্যালেঞ্জ জানিয়ে এনামুলের দেহ তল্লাশী করলে তার শার্টের নিচে পেটের সঙ্গে বাঁধা অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এসময় তাকে আটক করে শুল্ক বিভাগ ও একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

    স্বর্ণসহ দুবাই ফেরত যাত্রী আটকের তথ্যটি নিশ্চিত করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই জামান। তিনি বলেন, আনুমানিক প্রায় ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ দুঅবাই ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    ২৪ ঘণ্টা/রাজীব