Tag: দুবাই

  • বিতর্কিত নারী তিশাকে প্রবাসী সাংবাদিকদের বয়কট

    বিতর্কিত নারী তিশাকে প্রবাসী সাংবাদিকদের বয়কট

    ইউএই প্রতিনিধি:সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রবাসী সাংবাদিকদের মানহানী ও আপত্তিকর বক্তব্য প্রদান করার অভিযোগ উঠেছে তিশা সেন নামে দুবাই প্রবাসী এক বিতর্কিত নারীর বিরুদ্ধে। স্পষ্ট ভিডিও বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের মানহানী করায় এই নারীকে বয়কটের ঘোষণা দিয়েছে আরব আমিরাত প্রবাসী সাংবাদিকবৃন্দ।

    বুধবার (৩ জুন ) সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ও প্রবাসী সাংবাদিক সমিতির সাংবাদিকবৃন্দ যৌথ মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করে।

    এর আগে উক্ত অভিযোগ যাচাই বাছাইয়ের জন্য দুটো সংগঠন থেকে পাচঁজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়।

    জানা গেছে, গত ৩ মে মাসে স্থানীয় সময় রাত ৮টায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসে। লাইভের এক পর্যায়ে অশ্লীল অঙ্গভঙ্গি ও অশালীন শব্দচয়নের মাধ্যমে আরব আমিরাতে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে দেশীয় গণমাধ্যমে কাজ করা সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করাসহ মানহানীকর বক্তব্য প্রদান করে। উক্ত অভিযোগের প্রমান পাওয়ায় আমিরাত প্রবাসী সাংবাদিকবৃন্দ তাকে বয়কটের সিদ্ধান্তে উপনীত হয়।

    অভিযুক্ত নারীকে বয়কটের প্রসঙ্গে দুই সংগঠনের নীতিনির্ধারকরা জানান, এই নারীকে বর্জন এর পাশাপাশি আমিরাতের যেকোনো আচার অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করলে বা তার উপস্থিতি থাকলে সেই অনুষ্ঠানও প্রবাসী সাংবাদিকগণ বয়কট করবে।

    এই বিতর্কিত নারীর বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সচেতন থাকতেও অনুরোধ করেন সাংবাদিকবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দুবাইয়ে আজ থেকে খুলছে শতভাগ ব্যবসা প্রতিষ্ঠান

    দুবাইয়ে আজ থেকে খুলছে শতভাগ ব্যবসা প্রতিষ্ঠান

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে:সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে আজ বুধবার (৩ জুন) থেকে ব্যবসা প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মে ফিরছে।

    শপিংমল , দোকানসহ সকল ব্যবসা প্রতিষ্ঠামে শতভাগ লােক যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে।

    গতকাল ২ জুন আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের অনুমতিক্রমে দুবাইয়ের সংকট ও দুর্যোগ পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত জানায়।

    মহামারী করােনাভাইরাসের সংক্রমণ প্রতিরােধে বাণিজ্য নগরী দুবাইসহ সারাদেশে নানা কর্মসূচি পালিত হয়। দেশটির বিভিন্ন স্থানে লকডাউনসহ বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। এখনাে দুবাই ছাড়া সারাদেশের শপিংমলে ৩০ শতাংশ জনসমাগমের অনুমতি রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনার অবরুদ্ধতা থেকে স্বাভাবিকের দিকে আরব আমিরাত

    করোনার অবরুদ্ধতা থেকে স্বাভাবিকের দিকে আরব আমিরাত

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে:বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে অবরুদ্ধতা থেকে সংযুক্ত আরব আমিরাত ধীরে ধীরে স্বাভাবিকতার দিকে ফিরে আসছে।

    দুবাই পৌরসভা শুক্রবার (২৯ মে) জেবিআর, আল মামজার, জুমেরাহ এবং উম্মে সাকিম বীচ, পাশাপাশি বড় বড় উদ্যান এবং দুবাই ফ্রেম জনসাধারণের জন্য পুনরায় খুলে দেয়ার ঘোষণা দিয়েছে।

    ইতিমধ্যে দুবাই সরকারে বুধবার ২৭মে সকাল ৬ টা থেকে রাত ১১.০০ অবধি অর্থনৈতিক কার্যক্রম শুরু করেছে।

    এ কার্যক্রম শুরু করার সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে ২০২০ সালের ১ জুন থেকে পর্যায়ক্রমে যাদুঘরগুলি আবার চালু করা হবে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আল শিন্দাঘা ও এতিহাদ যাদুঘরগুলি খোলা থাকবে এবং কয়েনস যাদুঘর সকাল ৮ টা হতে বিকাল ২ টা পর্যন্ত খোলা থাকবে।

    এদিকে দুবাই ছাড়া সমস্ত আমিরাত জুড়ে জাতীয় জীবাণুনাশক স্প্রে করন সময় রাত ৮ টা থেকে সকাল ৬ টা চলছে। উল্লেখ্য যে, সংযুক্ত আরব আমিরাতে আজ ২৮ মে পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৩২৫৩২ জন, সুস্থ হয়েছেন ১৬৬৮৫ জন এবং মৃত হয়েছেন ২৫৮ জন। এদের মধ্যে উল্লেখ যোগ্য সংখ্যক বাংলাদেশী আক্রান্ত ও মৃত্যু হয়েছেন

    ২৪ ঘণ্টা/এম আর

  • দুবাইতে জীবাণুনাশক স্প্রে কর্মসূচির সময় পরিবর্তন

    দুবাইতে জীবাণুনাশক স্প্রে কর্মসূচির সময় পরিবর্তন

    ওবায়দুল হক মানিক, আমিরাত প্রতিনিধি:করােনাভাইরাসের বিস্তার ঠেকাতে সংযুক্ত আরব আমিরাতে চল্লছে জীবাণুনাশ স্প্রে কর্মসূচি । উক্ত কর্মসূচিতে আগামী বুধবার থেকে বাণিজ্য নগরী দুবাইয়ে সময় পরিবর্তন করা হয়েছে ।

    আগামী বুধবার থেকে (২৭ মে) রাত ১১ টা-ভোর ৬ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

    সােমবার (২৫ মে) দুবাই ক্রাউন প্রিন্স হামদান বিন রাশেদ আল মাকতুমের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়।

    ভার্চুয়াল সভার সিদ্ধান্ত সম্পর্কে স্থানীয় স্থানীয় গণমাধ্যমে বলা হয় , ব্যবসার কথা চিন্তা করে আন্তর্জাতিক নিয়ম মেনে দুবাইয়ে ২৭ মে থেকে সকাল ৬ টা থেকে রাত ১১ পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান চালু থাকবে। এছাড়া রাত ১১ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জীবাণুনাশক স্প্রে কর্মসূচি চলবে।

    জীবাণুনাশক স্প্রে কর্মসূচি চলার সময় দেশের বাসিন্দাদের নিজ নিজ বাসায় অবস্থান করার নির্দেশ দেয় দেশটির সরকার। কেবল খাদ্য , মেডিসিনের প্রয়ােজন ছাড়া বাইরে বের হতে পারবে না । টেলিযােগাযােগ , পাবলিক মিডিয়া , হাসপাতাল কর্তৃপক্ষ , বিমানবন্দরের কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে যাওয়ার অনুমতি রয়েছে । নির্দেশনা অমান্য করে নির্ধারিত সেক্টরের লােক ছাড়া বাইরে চলাফেরা করলে বড় অঙ্কের জরিমানাসহ জেল হতে পারে । পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জীবাণুনাশক স্প্রে কর্মসূচি অব্যাহত থাকবে । মাস্ক পরিধান বাধ্যতামূলক রাখার পাশাপাশি পরিধান না করলে জেল জরিমানার বিধান রাখা হয়েছে ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আমিরাত থেকে ১৮৮ জন বাংলাদেশি কর্মী দেশে ফিরেছেন

    আমিরাত থেকে ১৮৮ জন বাংলাদেশি কর্মী দেশে ফিরেছেন

    ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি:::সংযুক্ত আরব আমিরাত থেকে বিশেষ ক্ষমায় মুক্তি দেওয়া ১৮৮ জন প্রবাসী বাংলাদেশি কর্মী দেশে ফিরেছেন। দেশটির সরকার একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করে।

    এদের সবাই আমিরাতে অবৈধভাবে বসবাসসহ শ্রম আইন লঙ্ঘন এবং ছোটখাট অপরাধের দায়ে করাগারে বন্দী ছিলেন।

    করোনার কারণে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও তাদের কারাগারে আটক প্রবাসীদের বিশেষ ক্ষমায় মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়।

    সোমবার মধ্যরাতে ফ্লাই দুবাইয়ের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরে ১৮৮ জন বাংলাদেশি কর্মী। দুবাই থেকে বিশেষ ফ্লাইটটি বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু সেই ফ্লাইটটি প্রায় আট ঘণ্টা পর মধ্যরাতে ঢাকায় অবতরণ করে।

    স্বাস্থ্য সনদ না থাকায় এসব বাংলাদেশি কর্মীকে আশকোনায় ব্র্যাক ট্রেনিং সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দুবাইয়ে চার মাসে ৮৫২ জনের ইসলাম ধর্ম গ্রহণ

    দুবাইয়ে চার মাসে ৮৫২ জনের ইসলাম ধর্ম গ্রহণ

    ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি:::সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মুহাম্মাদ বিন রাশেদ ইসলামিক সেন্টারে ২০২০ সালের প্রথম চার মাসে বিভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন ৮৫২ জন।

    সোমবার (২৭ এপ্রিল) ইসলামিক সেন্টার কালচার কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।

    এসময় আরো বলা হয় গত বছর এই সংখ্যাটি ছিল ৮৩৮ জনে। ইসলামের আদর্শ ও মুসলিম কমিউনিটির সহনশীলতা ভিন্নধর্মী মানুষগুলোকে ইসলামের ছায়া তলে আসতে উদ্বুদ্ধ করেছে।

    ইসলামিক কালচার সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে কেউ যদি ইসলাম সম্পর্কে জানতে চান বা ইসলাম ধর্ম গ্রহণ করতে চান তাহলে IACAD এপস ডাউনলোড করে ইসলামিক বই পড়তে পারেন বা তথ্য জানতে পারেন।

    এছাড়া ৮০০৬০০ হেল্প লাইনে কল দিয়ে মুহাম্মদ বিন রাশেদ ইসলামিক কালচার সেন্টার কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।

    ২৪ ঘণ্টা/এম আর/মানিক

  • দুবাইতে প্রবাসীদের মাঝে বঙ্গমাতা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

    দুবাইতে প্রবাসীদের মাঝে বঙ্গমাতা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি:সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের বিভিন্ন জায়গায় কোয়ারেন্টাইন পালন করা প্রবাসী বাংলাদেশীদের মাঝে আরব আমিরাত বঙ্গমাতা পরিষদের উদ্যোগে দেরা দুবাইয়ে অসহায় প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    বুধবার (২২ এপ্রিল) এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    প্রবাসী বাংলাদেশীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের সময় সাথে থেকে সার্বিক সহযোগিতা করেছেন আরব আমিরাত প্রবাসী ব‍্যবসায়ী এইচ,এম শওকত আলী মোল্লা, ব‍্যাংকার আলহাজ্ব আব্দুল হক সহ আরো অনেকে।

  • দুবাইয়ে আরো এক সপ্তাহ লকডাউন বাড়ানো হয়েছে

    দুবাইয়ে আরো এক সপ্তাহ লকডাউন বাড়ানো হয়েছে

    ওবায়দুল হক মানিক,আরব আমিরাতে প্রতিনিধি:::সংযুক্ত আরব আমিরাতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭৭জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৩০২ জনে। এই ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুইজনের, সুস্থ হয়ে উঠেছেন ৯৩ জন।

    শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ৩৫ জনসহ মৃত্যুবরণ করেছেন মোট ৩৭ জন। আর নতুন ৯৩ জনসহ ১ হাজার ৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন।এদিকে দুবাইয়ে আরও এক সাপ্তাহ বাড়ানো হয়েছে লকডাউন।

    পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আবুধাবিতে মোয়াকিব পার্কিং, শারজাহ আল জুবাই বাস স্টেশন বন্ধ থাকবে। শারজাহ থেকে আন্তঃনগর বাস সার্ভিসও বন্ধ থাকবে।

    আবুধাবি, আল আইন ও আল দাফরা থেকে কোনো প্রবাসী শ্রমিক দুবাই বা অন্য কোথায় গেলে বা ওখান থেকে আসলে ৩ থেকে ১০ হাজার দিরহাম জরিমানা গুণতে হবে।

    করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশটিতে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে দেশটিতে বিবাহ ও বিচ্ছেদ দুটোর ওপরই নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির দুবাইয়ের একটি আদালত। গত ৮ এপ্রিল দুবাইয়ের একটি আদালত এ নিষিধাজ্ঞা জারি করে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতেই এই নির্দেশ দেন আদালত।

    এর আগে আমিরাতে যাদের রেসিডেন্স পারমিট বা ভিজিট ভিসা বা এমিরেটস আইডির মেয়াদ ১ মার্চের পর শেষ হয়েছে তাদের ভিসার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। আর যারা দেশের বাইরে আছেন তাদের রেসিডেন্স পারমিট বা এমিরেটস আইডির মেয়াদ ১ মার্চের পর শেষ হয়ে থাকলে তাদের ভিসার মেয়াদও ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

  • দুবাইতে রাউজান প্রবাসীর আকস্মিক মৃত্যু

    দুবাইতে রাউজান প্রবাসীর আকস্মিক মৃত্যু

    ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি:::সংযুক্ত আরব আমিরাতের রাউজান সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাউজান হলদিয়া এয়াছিন শাহ পাবলিক স্কুল প্রাক্তন ছাত্র সমিতি আরব আমিরাত শাখার নির্বাহী সদস্য, দুবাইয়ের তরুন ব্যবসায়ী চট্টগ্রাম রাউজানের অধিবাসী মোহাম্মদ সাহাবুল আলম সাহাবুদ্দিন (৪৩) গতকাল রবিবার দুবাই হাসাপাতালে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মরহুমের ডায়াবেটিস ছিল। শরীরের অবস্থা খারাপ হলে গতকাল দুপুরের দিকে তাকে হাসাপাতালে নেয়া হলে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্হানীয় সময় বিকাল পাঁচটার দিকে তিনি মুত্যু বরণ করেন ।

    তিনি চট্টগ্রাম রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গর্জনীয়া নিবাসী মরহুম সিরাজুল হকের ৩য় পুত্র। মোহাম্মদ সাহাবুল আলম ১ ছেলে ও ১ মেয়ের জনক।

    সদা হাস্যোজ্জল সাহাবুল আলম বছর খানেক আগে মায়ের মৃত্যুর দাফন, জেয়াফত (মেজবান) শেষে বাড়ী থেকে রিযিকের সন্ধানে দুবাইতে ফিরে এসেছেন। ডেরা দুবাইতে তাঁর একটা গ্রোসারী সপ ছিল।

    অত্যন্ত নম্রভদ্র সাহাবুল আলম দেশে থাকতেও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। প্রবাসে নানা সামাজিক কর্মকান্ডেও এগিয়ে থাকতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে তাঁর পরিবারসহ প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

    উল্লেখ্য যে, করোনা ভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার পর থেকে দেশে বিদেশে হৃৎ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অনেকেই মারা যাচ্ছেন। আমিরাত প্রবাসীদের মাঁঝেও এ ধরনের মৃত্যু বেড়ে গেছে। অত্যধিক পারাবারিক টেনশন এর অন্যতম কারন বলে অভিজ্ঞজনর মনে করেন।

  • দুবাইয়ে ৪ এপ্রিল থেকে দুই সপ্তাহ ঘরে থাকার নিদের্শ 

    দুবাইয়ে ৪ এপ্রিল থেকে দুই সপ্তাহ ঘরে থাকার নিদের্শ 

    আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ে শনিবার (৪ এপ্রিল) থেকে আগামী দুই সপ্তাহব্যাপী ২৪ ঘন্টা জীবাণুনাশক স্প্রে করা হবে। তাই আজ থেকে সবাইকে নিজ নিজ ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    শনিবার দুবাই প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বলা হয়, ‘ রাত ৮ টা থেকে আগামী দুই সপ্তাহব্যাপী দুবাইয়ে COVID-19 এর বিস্তার রোধে জীবাণুনাশক স্প্রে করা হবে। এসময় দেশের বাসিন্দারা নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে।

    কেবলমাত্র খাদ্য, মেডিসিন এর প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া যাবে না। টেলিযোগাযোগ, পাবলিক মিডিয়া, হাসপাতাল কর্তৃপক্ষ, বিমানবন্দরের কর্মকর্তা এবং প্রশাসন নিজ নিজ কর্মস্থলে যাওয়ার অনুমতি রয়েছে। নির্দেশনা অমান্য করে নির্ধারিত সেক্টরের লোক ছাড়া বাহিরে চলাফেরা করলে বড় অঙ্কের জরিমানাসহ জেল হতে পারে।’

  • দুবাইয়ে লকডাউন এলাকায় বাংলাদেশ কমিউনিটির ১৯ সদস্যের স্বেচ্ছাসেবক টিম

    দুবাইয়ে লকডাউন এলাকায় বাংলাদেশ কমিউনিটির ১৯ সদস্যের স্বেচ্ছাসেবক টিম

    ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি :করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ৩১ মার্চ থেকে আগামী দুই সপ্তাহের জন্য আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ের নাইফ, আল রাস, গোল্ড সোক, আল দাগায়া এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এই পর্যন্ত আমিরাতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮১৪ জন।

    লকডাউন ঘোষিত এলাকায় আমিরাত সরকারের আহ্বানে সাড়া দিয়ে বাংলা এক্সপ্রেস এর সহকারী সম্পাদক মামুনুর রশীদের নেতৃত্বে বাংলাদেশ কমিউনিটির ১৯ সদস্যের একটি টিম স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

    এসময় তারা লকডাউন এলাকার প্রবাসী বাংলাদেশিদের ঘরে থাকতে উৎসাহিত করার পাশাপাশি সমস্যার কথা শুনছে। অসুস্থ প্রবাসীদের সেবা নেওয়ার ক্ষেত্রে পরামর্শ দিচ্ছে। খাবারের সংকট হলে তালিকা করে দায়িত্বরত প্রশাসনকে জানাচ্ছে। যেসকল প্রবাসীদের ভিসা নেই বা অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে ভয় না পেয়ে নিজেদের যেকোনো সমস্যার কথা জানাতে বলছে আমিরাত সরকার। এই মুহুর্তে আমিরাতের লক্ষ্য শুধু সচেতনতা সৃষ্টি করে এই সংকটময় অবস্থান থেকে মুক্তি পাইয়া। গত দুই দিন ধরে দুবাই সরকার দিন রাত জীবাণুনাশক স্প্রে, বিশেষ প্রয়োজনে খাবার সরবরাহ, করোনাভাইরাস এর পরিক্ষা করে যাচ্ছে।

    এসময় আল মোসাল্লা, আল খালিজ ও বানিয়াস রোড বন্ধ রয়েছে। পাশাপাশি মেট্রো রেলের গ্রিন লাইন তথা আল রাস, পাম দেইরা ও বানিয়াস স্কোয়ার মেট্রো স্টেশন বন্ধ রয়েছে।

  • এশিয়া কাপ দুবাইতে অনুষ্ঠিত হবে

    এশিয়া কাপ দুবাইতে অনুষ্ঠিত হবে

    আরব আমিরাত প্রতিনিধি : এশিয়া কাপ দুবাইতে অনুষ্ঠিত হবে এবং দ্বি-বার্ষিক টুর্নামেন্টে ভারত-পাকিস্তান উভয়ই অংশ নেবে, শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি এ কথা জানিয়েছেন।

    শুক্রবার ইডেন গার্ডেনে সৌরভ সাংবাদিকদের বলেন, “দুবাইতে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে এবং ভারত ও পাকিস্তান উভয়ই খেলবে।”

    অনুষ্ঠানটি এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে।

    এ বছর পাকিস্তান এশিয়া কাপের আয়োজক হওয়ার কথা ছিল তবে দু’দেশের মধ্যে উত্তেজনা ও পাকিস্তানের নিরাপত্তাজনিত উদ্বেগের মধ্যে বিসিসিআই বলেছে যে ভারতীয় দল সেখানে ভ্রমণ করবে না।

    ভারত ও পাকিস্তান সর্বশেষ আইসিসি বিশ্বকাপ ২০১২ খেলেছিল যেখানে মেন ইন ব্লু ৯৯ রানে জয়ী হয়েছিল।

    বৃহস্পতিবার মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন রানের জয়ে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জনকারী প্রথম দল হওয়ার জন্য ভারতীয় দলকেও অভিনন্দন জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

    গাঙ্গুলি বলেছিলেন, “তারা কিছু দুর্দান্ত ক্রিকেট খেলছে এবং যোগ্যতা অর্জন করেছে। বিশ্ব টুর্নামেন্টে কেউই পছন্দ করে না।