ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : দুবাই ও শারজাহতে বাংলাদেশী ছেলেমেয়েদের জন্য শীঘ্রই দুটো স্কুল করা হবে।
শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকান্ডে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রত্যককে স্ব স্ব অবস্হানে থেকে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন দুবাইস্হ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।
তিনি গতকাল শুক্রবার (৩ জানুয়ারী) সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উপশহর আল মাদাম বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও নববর্ষ বরন উপলক্ষে বিজয় উৎসব – ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন।
মাদামের একটি ফার্ম হাউজে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে – প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম কর্নফুলী উপজেলা আওয়ামি লীগের সাধারণ সম্পাদক – আলহাজ্ব হায়দার আলী রনী।
মোঃ আবুল কাশেমের পরিচালনায় এবং মঞ্জুর আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা- এস,এম ইদ্রিস। প্রধান বক্তা ছিলেন- দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক এম, এ ছবুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের শারজাহ শাখার ম্যানেজার শওকত আকবর ভুঁইয়া, আবুধাবি আওয়ামিলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি মোঃ নুর হোসেন, শাহজাহান মিয়াজি, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ মুছা, মোহাম্মদ বাবুল, আইয়ুব খান, গুরুদাশ, মোঃ জিকরিয়া, মোঃ আইয়ুব, মোঃ ইসমাইল মোহাম্মদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদদীন, মোঃ ইউছুপ ইঃ আবদুল আলিম, হাজী মোহাম্মদ শফি, শুভাশ শিল, সুমন বড়ুয়া সালাউদ্দিন চৌধুরী, মোহাম্মদ নাছের, বেলাল ছালেহ মোঃ ইব্রাহিম বাদশা, মোহাম্মদ হারুন, মোঃ ইউছুফ, মোঃ মুসা প্রমুখ।
মাদামসহ আশেপাশের বিভিন্ন জায়গার আওয়ামী ঘরণার অনেক নেতাকর্মী ও প্রবাসীদের উপস্হিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে প্রবাসেও সকলকে স্ব স্ব ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। প্রবাসে স্থানীয় আইন কানুন মেনে এই ধরনের শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। তিনি আরও বলেন, দেশীয় কমিউনিটির ছেলেমেয়েদের লেখাপড়ার সুবিধার্থে দুবাই ও শারজাতে কমিউনিটি স্কুল প্রতিষ্ঠা করা হবে।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয় মাঝে পুরস্কার বিতরণ করা হয়।