Tag: দুবাই

  • দুবাইয়ে শুরু হয়েছে গাল্ফ ফুড মেলা-২০২০

    দুবাইয়ে শুরু হয়েছে গাল্ফ ফুড মেলা-২০২০

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে শুধু হয়েছে বিশ্ব বাণিজ্যের অন্যতম আসর গাল্ফ ফুড ২০২০। প্রতিবছর বিশ্বের নান্দনিক ফুড আর ঐতিহ্যের মেলবন্ধন নিয়ে এ আসর বিশ্ববাসীকে আন্দোলিত করে।

    বাংলাদেশি প্যাভিলিয়ন রয়েছে মেলার জাবিল হল ১ বাংলাদেশি শপিং আউটলেট। আগামী বছর আরো বড়োসড়োভাবে বাংলাদেশ অংশ নিবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে। মেলা পরিদর্শন করতে আসেন বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ কামরুল হাসান।

    দুবাইয়ের গাল্ফ ফুড মেলাটি শেখ জায়েদ রোডে ওয়াল্ড টেট্র সেন্টারে অবস্থিত। এটি এক জায়গায় বিশ্বের ৭০ দেশের ফুডকে একত্রিত করে। এটি বিশ্বের বৃহত্তম ফুড, পর্যটন, অবসর, শপিং এবং বিনোদন প্রকল্প বলে দাবি করে। এটি এই অঞ্চলের প্রথম ফুড, সাংস্কৃতিক, বিনোদন, পরিবার এবং শপিংয়ের গন্তব্য। প্রতিবছর এর আয়োজন করা হয়।

    ১৬ ফেব্রুয়ারি এবারের মেলা শুরু হয়েছে যা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের আসরে বহুসংস্কৃতির আকর্ষণে ৭০টিরও বেশি দেশের প্যাভিলিয়নে প্রায় ৩ হাজারের বেশি শপিংয়ের আউটলেট রয়েছে।

  • দুবাইয়ে বাংলাদেশী টাইপিং সেন্টারের যাত্রা শুরু

    দুবাইয়ে বাংলাদেশী টাইপিং সেন্টারের যাত্রা শুরু

    ওবাইদুল হক মানিক, দুবাই থেকে : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দেশীয় শ্রমিকদের নতুন ভিসা ও ভিসা পরিবর্তনের সুযোগ বন্ধ থাকা সত্বেও দেশীয় প্রবাসীদের অফিশিয়াল বিভিন্ন কাজকর্মে সহায়তা দিতে এবং আমিরাতে দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানের সম্প্রসারণ করে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করার লক্ষে গতকাল শুক্রবার ভালোবাসা দিবসের দিন দেরা দুবাইয়ে ফিরোজ মুরাই বাংলাদেশী মালিকানাধীন হাসান মুরাদ টাইপিং সার্ভিসের যাত্রা শুরু করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির তিন কর্নধার মুবারক, লিটন, মনির, রানা, সাংবাদিক ওবায়দুল হক মানিক, ইকবাল বকুল, নাজিম, ফারুক জিয়াউলসহ আমিরাতের বিভিন্ন প্রদেশের তরুন ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

    প্রতিষ্ঠানটির উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় ব্যবসায়ীগণ বাংলাদেশের প্রধানমন্ত্রী কাছে দাবী জানান আমিরাতে বন্ধ থাকা ভিসা চালু করা না গেলেও অন্তত আভ্যন্তরিত বন্ধ ভিসা পরিবর্তনের সুযোগ চালু করার। তাঁরা ভিসা পরিবর্তন সুযোগ চালু হলে আমিরাতে দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান আরো সম্প্রসারণ করে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করা যাবে দৃঢ়ভাবে তাদের অভিমত ব্যক্ত করেন।

    পরিশেষে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলী রেজা। মোনাজাতে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণে দোয়া করা হয়।

  • দুবাই আওয়ামীলীগের গণ-সংবর্ধনা অনুষ্ঠিত

    দুবাই আওয়ামীলীগের গণ-সংবর্ধনা অনুষ্ঠিত

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাতঃ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এখন সময় আমাদের, এখন সময় বাংলাদেশের। এদেশের মানুষ বিশ্বের মানচিত্রে উন্নত জাতি হিসাবে পরিচিতি পেয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ হতে হবে।

    বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক আলহাজ্ব শফিউল আলম চৌধুরী নাদেল এবং মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিসবাহুর রহমানে সংযুক্ত আরব আমিরাত আগমণ উপলক্ষে দুবাই আওয়ামী লীগের পক্ষ থেকে গণ-সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

    দুবাইয়ের আবিরে একটি রেষ্টুরেন্টে গতকাল দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন মইন ও আবির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী শফিকুল ইসলাম।

    বিশেষ অতিথি ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুস সবুর, আমিরাত আওয়ামী লীগের আহবায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক হারুনূর রশীদ, সদস্য সচিব আলী আহসান ভূইয়া, আবির আওয়ামী লীগের সভাপতি হাজী আনিসুর রহমান, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাজী সেলিম উদ্দিন, আবুধাবী আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, শারজাহ আওয়ামী লীগের সভাপতি আব্দুল আওয়াল, খোরফাক্কান আওয়ামী লীগের সভাপতি এনামুল হক শিশু মিয়া, দুবাই আওয়ামী লীগের সাবেক সভাপতি মাজহার উল্লাহ মিয়া এবং আমিরাত আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক রহমত আলী শোয়েব।

    আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জাকারিয়া, শারজাহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুহেল, দক্ষিণ আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল হোসেন সিদ্দিকী, আবুধাবী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন রাজু, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহেবুল মোস্তফা চৌধুরী, খোরফাক্কান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, শারজাহ আওয়ামী লীগের উপদেষ্টা বচন মিয়া তালুকদার, আজমান আওয়ামী লীগের উপদেষ্টা তারা মিয়া বকুল, আবির আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবলু আহমদ, দুবাই ছাত্রলীগের সভাপতি আইনুল হক, সাবেক ছাত্রনেতা রুজেল তরফদার, আমিরাত যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, উম্মা আল কুয়াইন যুবলীগের সভাপতি সেলিম বেপারী, যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলু, আবু জাফর সহ আরো অনেকে।

    অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু সারোয়ার তালুকদার। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দদের ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

  • দুবাইয়ে হাটহাজারী প্রবাসীদের মিলনমেলা অনুষ্ঠিত

    দুবাইয়ে হাটহাজারী প্রবাসীদের মিলনমেলা অনুষ্ঠিত

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : দুবাইয়ে হাটহাজারী ছিপাতলী ইউনিয়ন প্রবাসীদের মিলনমেলা গত শুক্রবার দুবাই পন্ড পার্কে অনুষ্ঠিত হয়।

    মেলায় আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে স্বরপরিবারে অসংখ্য প্রবাসীর উপস্থিতি ছিল অবাক করার মতো।

    মেলায় ছিল বাংলা সংস্কৃতি ঐতিহ্যের পিঠা উৎসব, ছোট ছেলে-মেয়েদের নানারকম খেলাধুলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

    দুপুরের খাবারের আয়োজনের পরিবেশনা ছিল খুবই চমৎকার।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সোহরাব হোসেন চৌধুরী নোমান, ছিপাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী দোস্ত মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহাদাত হোসেন, বিশিষ্ট সংগঠক নিজাম উদ্দিন, জাফর আলম, হাটহাজারী সমিতি ইউএই উপদেষ্টা শামসুল আলম, হাটহাজারী সমিতি ইউএই সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ওসমান,প্রসাস এর সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সিপ্লাস ইউএই প্রতিনিধি ইশতেয়াক আসিফ, সাংবাদিক আজিমুল গণি, হাজী মাহাবুব আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন, ইউএই স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হানিফ সিকদার, মোহাম্মদ লিটন, মোহাম্মদ মুজিব, মোহাম্মদ মুজিবুল হক মনজু, মোহাম্মদ খোরশেদ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

    আলোচনা সভায় বক্তারা বলেন, আরব আমিরাতে অবস্থানরত হাটহাজারী ছিপাতলী প্রবাসীদের একত্রিত করে দেশীয় সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরা এবং সোহাদ্যপূর্ন এই মিলন মেলা করাই হচ্ছে এই আয়োজনের মূল লক্ষ্য উদ্দেশ্য।

  • দুবাইয়ে চীন ফেরত যাত্রীর শরীরে করোনাভাইরাস

    দুবাইয়ে চীন ফেরত যাত্রীর শরীরে করোনাভাইরাস

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত: বিশ্বজুড়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতি করোনাভাইরাস। এরই মধ্যে অন্তত ১৮টি দেশে এর উপস্থিতি ধরা পড়েছে। এবার সেই তালিকায় নাম লেখাল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

    দেশটিতে চীনের উহান থেকে ফেরা একটি পরিবারের সদস্যদের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। বুধবার আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

    তবে ঠিক কতজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বা কোথায় তাদের চিকিৎসা দেয়া হচ্ছে সেটা গোপন রাখা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ভাইরাস আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।

    আমিরাত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান পরিবহনকেন্দ্র। তাদের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের তৃতীয় ব্যস্ততম বিমানবন্দর। দেশটির সাতটি অঞ্চলের মধ্যে বেশিরভাগ মানুষের বসবাস আবুধাবি ও দুবাইয়ে।

    গত সপ্তাহে দুবাই এবং আবুধাবি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চীন থেকে ফেরা সব যাত্রীকে আলাদাভাবে পরীক্ষা করা হবে।

    ভাইরাস আতঙ্কে এরই মধ্যে বেশ কিছু এয়ারলাইন্স চীনমুখী ফ্লাইট কমিয়ে দিয়েছে। যদিও আমিরাতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এমিরেটস জানিয়েছে, বুধবার তাদের সব ফ্লাইট যথারীতি ছেড়ে গেছে।

  • দুবাইয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু

    দুবাইয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাতঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কসন্যুলেটের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনার উদ্বোধন এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের সাথে পালন করা হয়েছে।

    এ উপলক্ষে গত ১০ জানুয়ারি কনস্যুলেট ভবনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    কনস্যুলেটের সকল কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য অতিথি এতে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কনস্যুলেট ও কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং আগত অতিথিরা। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করেন কাউন্সিলর ফাতেমা জাহান ও কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান।

    অনুষ্ঠানের আলোচনা পর্বে কনস্যুলেট জেনারেল ইকবাল হোসাই খান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঢাকায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনার বর্ণাঢ্য উদ্বোধনের সাথে মিল রেখে দুবাইয়ে কনস্যুলেটেও ক্ষণগণনার প্রতীকী উদ্বোধন করা হল।

    পরে কনস্যুলেটের প্রথম সচিব প্রবাস লামারাং এর উপস্থাপনায় এক আলোচনা সভায় অংশ নেন দুবাইয়ে বাংলাদেশ বিমানের ম্যানেজার দিলিপ কুমার চৌধুরী, প্রকৌশলী আবু জাফর, অধ্যাপক আব্দুস সবুর, মোঃ আয়উব আলী বাবুল, কাজী মোহাম্মদ আলী।

    এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা ও স্বদেশ প্রত্যাবর্তনের উপর ভিত্তি করে নির্মিত একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। জাতির পিতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম সচিব পার্সপোর্ট নুর-এ-মাহাবুবা জয়া ও প্রথম সচিব শ্রম ফকির মনোয়ার হোসেন, কাউন্সিলর মোঃ মোজাফ্ফর হোসেন সহ কনস্যুলেটের কর্মকর্তা কর্মচরী, রাজনৈতিক, সামাজিক সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ।

  • গাউছিয়া কমিটি দুবাই আবীর শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত

    গাউছিয়া কমিটি দুবাই আবীর শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত

    ওবায়দুল হক মানিক আমিরাত থেকে: গাউছিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আবীর শাখার গত উদ্যোগে গত শুক্রবার (১০ জানুয়ারি) শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।

    শিক্ষা সফরের স্হান ছিল আমিরাতের সর্বোচ্চ পাহাড় রাস আল খাইমার জেবল জৈশসহ অন্যান্য ঐতিহাসিক স্হান।

    দিনব্যাপী এ অনুষ্ঠানে নাতে কুরআন তেলোয়াত, রাসুল পরিবেশন, আলোচনা ও দেশীয় খানাপিনার আয়োজন করা হয়।

    এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা মোহাম্মদ মাহাবুুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ আইয়ুব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনসংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় গাউছিয়া কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জানে আলম। এতে বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ আমিরাত কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ ইয়াসিন, মোচ্ছাফ্ফার শাখার সভাপতি জামাল মোহাম্মদ, আবুধাবি শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শওকত আলী প্রমুখ।

    বক্তব্য রাখেন মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ মঈনউদ্দীন, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ আলী, মাওলানা মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মহী উদ্দিনসহ অন্যান্য।

  • দুবাই ও শারজাহতে বাংলাদেশী ছেলেমেয়েদের জন্য স্কুল করা হবেঃ কনসাল জেনারেল

    দুবাই ও শারজাহতে বাংলাদেশী ছেলেমেয়েদের জন্য স্কুল করা হবেঃ কনসাল জেনারেল

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : দুবাই ও শারজাহতে বাংলাদেশী ছেলেমেয়েদের জন্য শীঘ্রই দুটো স্কুল করা হবে।

    শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকান্ডে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রত্যককে স্ব স্ব অবস্হানে থেকে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন দুবাইস্হ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।

    তিনি গতকাল শুক্রবার (৩ জানুয়ারী) সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উপশহর আল মাদাম বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও নববর্ষ বরন উপলক্ষে বিজয় উৎসব – ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন।

    মাদামের একটি ফার্ম হাউজে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে – প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।

    অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম কর্নফুলী উপজেলা আওয়ামি লীগের সাধারণ সম্পাদক – আলহাজ্ব হায়দার আলী রনী।

    মোঃ আবুল কাশেমের পরিচালনায় এবং মঞ্জুর আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা- এস,এম ইদ্রিস। প্রধান বক্তা ছিলেন- দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক এম, এ ছবুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের শারজাহ শাখার ম্যানেজার শওকত আকবর ভুঁইয়া, আবুধাবি আওয়ামিলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি মোঃ নুর হোসেন, শাহজাহান মিয়াজি, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ মুছা, মোহাম্মদ বাবুল, আইয়ুব খান, গুরুদাশ, মোঃ জিকরিয়া, মোঃ আইয়ুব, মোঃ ইসমাইল মোহাম্মদ প্রমুখ।

    উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদদীন, মোঃ ইউছুপ ইঃ আবদুল আলিম, হাজী মোহাম্মদ শফি, শুভাশ শিল, সুমন বড়ুয়া সালাউদ্দিন চৌধুরী, মোহাম্মদ নাছের, বেলাল ছালেহ মোঃ ইব্রাহিম বাদশা, মোহাম্মদ হারুন, মোঃ ইউছুফ, মোঃ মুসা প্রমুখ।

    মাদামসহ আশেপাশের বিভিন্ন জায়গার আওয়ামী ঘরণার অনেক নেতাকর্মী ও প্রবাসীদের উপস্হিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে প্রবাসেও সকলকে স্ব স্ব ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। প্রবাসে স্থানীয় আইন কানুন মেনে এই ধরনের শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। তিনি আরও বলেন, দেশীয় কমিউনিটির ছেলেমেয়েদের লেখাপড়ার সুবিধার্থে দুবাই ও শারজাতে কমিউনিটি স্কুল প্রতিষ্ঠা করা হবে।

    পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয় মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • দুবাইয়ে প্রবাসী সাংবাদিক সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

    দুবাইয়ে প্রবাসী সাংবাদিক সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে: প্রবাসী সাংবাদিক সমিতির উদ্যোগে “জনজীবনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুমের গুরুত্ব ও তাৎপর্য ” শীর্ষক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার দুবাই গ্রীন দরবার রেস্টুরেন্ট হলরুমে অনুষ্ঠিত হয়।

    প্রসাস এর সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম)ফকির মনোয়ার হোসেন।

    উদ্বোধক ছিলেন প্রসাস’র প্রতিষ্টাতা সভাপতি মুহাম্মদ নূরুল আবছার তৈয়বী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট প্রাণী বিজ্ঞানী দুবাই চিড়িয়াখানার পরিচালক ড. রেজা খান, প্রকৌশলী আবদুস সালাম খান, হবিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মেয়র ইকবাল আহমদ, প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, দুবাই আওয়ামী লীগের সভাপতি মাসুক আহমেদ, ইউএই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা প্রকৌশলী আবু নাছের,মিরসরাই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোজাহের উল্লাহ মিয়া
    প্রমুখ।

    বক্তব্য রাখেন প্রসাস’র সাবেক সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী, প্রসাসের সাবেক সভাপতি শিবলী আল সাদিক, প্রসাস’র সিনি: সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ,প্রসাস’র সহ-সভাপতি মোহাম্মদ ইকবাল বকুল, মাওলানা ওসমান তালুকদার, মাওলানা সেলিম তৈয়বী,হাফেজ মোহাম্মদ ফারুক, কবি ওবায়দুল হক, আজিমুল গনি, সাংবাদিক ওবায়দুল হক মানিক,শবনম আকতার, নিশাত জাহান সহ বাংলাদেশ কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আলোচনা শেষে মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • দুবাইয়ে কুড়িয়ে পাওয়া ১৫ কেজি স্বর্ণ ফেরত দিলেন বাংলাদেশী

    দুবাইয়ে কুড়িয়ে পাওয়া ১৫ কেজি স্বর্ণ ফেরত দিলেন বাংলাদেশী

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আরও একবার বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীর সততায় মুগ্ধ স্থানীয় প্রশাসন।

    এবার কুড়িয়ে পাওয়া ১৫ কেজি ওজনের স্বর্ণ ফেরত দিয়ে সততার নজির গড়লেন দুবাইপ্রবাসী বাংলাদেশি তাহের আলী মকবুল।

    এ জন্য দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ
    (আর টিএ) খুশি হয়ে তাকে সম্মাননাস্বরূপ প্রশংসাপত্র প্রদান করে।

    জানা গেছে, প্রবাসী বাংলাদেশি তাহের আলী মকবুল দুবাইয়ের আল সাবখা পার্কিং এলাকায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। সম্প্রতি নিজের কর্মস্থলে একটি ব্যাগভর্তি ১৫ কেজি ওজনের স্বর্ণ কুড়িয়ে পান তিনি, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকার বেশি। বিষয়টি তিনি দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষকে জানান এবং ওই স্বর্ণভর্তি ব্যাগ আরটিএর অধিদপ্তরে জমা দেন।

  • ইসলাম ধর্মের অবমাননা:দুবাইয়ে তিন শ্রীলঙ্কানের মামলার রায় ২০ ডিসেম্বর

    ইসলাম ধর্মের অবমাননা:দুবাইয়ে তিন শ্রীলঙ্কানের মামলার রায় ২০ ডিসেম্বর

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের বানিজ্য নগরী দুবাইতে ইসলাম ধর্মের অবমাননা মামলার তিন শ্রীলঙ্কান নাগরিকের বিচার কার্যক্রম শুরু করেছে দুবাই আদালত। মে মাসে তাদের গ্রেফতার করেছে আল বারাসা থানার পুলিশ।

    পুলিশ জানায়, চলতি বছরের মে মাসে শ্রীলঙ্কার দুর্ঘটনার পর এই তিনজন ইসলাম ধর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করেন। পোস্ট দেখে সাথেসাথে তাদের সহকর্মীরা পুলিশে অভিযোগ জানালে পুলিশ সত্যতা যাচাই করতে তাদের ল্যাপটপ ও মোবাইলসহ তিনজনকে আটক করে।

    দুবাই পাবলিক প্রসিকিউশন অনুসারে জানা যায়, তিনজন আসামী ২৮ থেকে ৩৪ বছর বয়সী। বুধবার শুনানিতে আসামীরা তাদের অপরাধ স্বীকার করেছে।

    আগামী ২০ ডিসেম্বর মামলার রায়ের দিন নির্ধারণ করেছে দুবাই সুপ্রিম কোর্ট।

  • দুবাই-ঢাকা রুটে ফ্লাইট বাড়ানোর ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স

    দুবাই-ঢাকা রুটে ফ্লাইট বাড়ানোর ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে: আগামী বছরের ১ জুন থেকে ঢাকা-দুবাই রুটে আরেকটি ফ্লাইট বাড়ানোর ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স। এ নিয়ে প্রতিদিন চারটি করে ফ্লাইট পরিচালিত হবে।

    দুবাইভিত্তিক এই এয়ারলাইন্সটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ছয়টি মহাদেশে বিস্তৃত এমিরেটসের নেটওয়ার্কভুক্ত ১৫০টির অধিক গন্তব্যে আরও সুবিধাজনক সংযোগ লাভ করবেন।

    বাংলাদেশে এমিরেটসের কান্ট্রি ম্যানেজার সাঈদ আবদুল্লা মিরান বলেন, বাংলাদেশের সঙ্গে এমিরেটসের একটি বিশেষ বন্ধন রয়েছে; যা শুরু হয় ৩৩ বছর আগে। নতুন এই ফ্লাইটটি প্রমাণ করে যে এমিরেটসের বিশ্বব্যাপী নেটওয়ার্কে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ফ্লাইট চালু হলে ব্যবসা বা বিনোদনের জন্য ভ্রমণকারী যাত্রীরা ফ্লাইট নির্বাচনের ক্ষেত্রে আরও বেশি অপশন পাবেন।

    তিনি আরও বলেন, অবকাশ যাপন বা ব্যবসার কাজে ভ্রমণের জন্য ভায়া দুবাই, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের গন্তব্যগুলোতে অধিকতর সুবিধাজনক সংযোগ পাওয়া যাবে। নতুন ফ্লাইট বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণকে উৎসাহিত করার পাশাপাশি ইন বাউন্ড ট্যুরিজম, ব্যবসা ও বাণিজ্যের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।