Tag: দুর্ঘটনা
-
সীতাকুণ্ডে বিন হাবিবের গ্যাসের গাড়ির চাকায় পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় বীন হাবিব এলপি গ্যাসের গাড়ির চাকায় পৃষ্ট হয়ে ফিরোজা বেগম (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় মান্দারীটোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস।বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তশারফ হোসাইন। নিহত ফিরোজা বেগম একই এলাকার ইমাম শরীপের বাড়ির আজিজুল হকের মেয়ে বলে জানা গেছে। নিহতের স্বামীর নাম আব্দুর রাজ্জাক।জানা যায়, একদিক থেকে ফ্যাক্টরীর বড় ট্যাংকার গাড়ি ও অপরদিক থেকে রিক্সা আসার সময় ধাক্কা লেগে অটোরিক্সার যাত্রীসহ ট্যাংকার গাড়ির নিচে ডুকে যায়। এসময় গাড়ির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। এলাকাবাসী স্থানীয় মেম্বার ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকে অবহিত করলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। রাস্তা ছোট হওয়ায় এক সাথে দুটো গাড়ি চলার কারণে এই দুর্ঘটনা বলে জানান এলাকাবাসী।বাড়বকুণ্ড ইউপির ৩নং ওয়ার্ড মেম্বার জামাল উল্লাহ বলেন, নিহত মহিলার বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি মান্দারীটোলা গ্রামে।এদিকে গাড়ি চাপায় মহিলা নিহতের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এএসপি আসরাফুল, ওসি ফিরোজ হোসেন মোল্লা, ওসি(তদন্ত) সুমন বনিক ঘটনাস্থলে ছুটে যান।২৪ঘণ্টা/এন এম রানা/দুলু -
চমেক’র লিফটে দুর্ঘটনা : খসরু ও শাহাদাতসহ বিএনপি নেতারা অল্পের জন্য রক্ষা
২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে চমেক হাসপাতালে গিয়ে লিফটের তার ছিড়ে বড় দুর্ঘটনার শিকার হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত সহ অন্যান্য বিএনপি নেতারা।
তবে লিফটম্যান ও রোগীর স্বজনদের সহযোগীতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় নেতারা। দুর্ঘটনা কবলিত লিফটে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র রিপোর্টার আরিচ আহম্মদ শাহ ও আরেকজন সাংবাদিকও ছিলেন।
আরিচ আহম্মদ শাহ জানিয়েছেন রবিবার চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আহতদের দেখতে আসেন কেন্দ্রিয় ও নগর বিএনপির সিনিয়র কয়েকজন নেতৃবৃন্দ। এসময় নিউজ কাভারেজের জন্য আমি ও আরেকজন সাংবাদিকও ছিলো। আহতদের দেখার পর হাসপাতালের ৫ তলা থেকে নীচে নামার সময় ২য় তলায় এসে লিফটের তার ছিঁড়ে যায়।
পরে বিকট শব্দে লিফটি নীচে পড়ে গেলে সবাই আতংকিত হয়ে পড়ি। এসময় লিফটম্যান সত্যপ্রিয় বড়ুয়া, আমির খসরুর একান্ত সচিব মো. সেলিম ও হাসপাতালে আগত রোগীর স্বজনরা এগিয়ে এসে পেশী শক্তি ব্যবহার করে লিফটের দরজা খুলে দিলে সকলে রক্ষা পায়।
লিফট অপারেটর সত্যপ্রিয় বড়ুয়া বলেন, এই লিফট রাতদিন ২৪ ঘণ্টা চলে, কোনো বিশ্রাম না থাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে দুর্ঘটনা ঘটেছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন সোমবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে চমেক হাসপাতালের ৫ তলার অর্থোপেডিক ওয়ার্ড থেকে ৩ নম্বর লিফটে চড়ে নামার সময় নিচতলার কাছাকাছি এসে বিকট আওয়াজে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত না হলেও বড় ধরণের দুর্ঘটনা থেকে আল্লাহ আমাদের সকলকে রক্ষা করেছেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, প্রচুর পরিমাণে বাজেট থাকার পরও এসব লিফট মেরামত করার উদ্যোগ নেয় না কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে রক্ষানাবেক্ষণ না থাকায় চমেকের এসব লিফট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আজকে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতো পারতো। আল্লাহ সবাইকে রক্ষা করেছে।
খসরু ও ডা. শাহাদাত ছাড়াও দুর্ঘটনা কবলিত লিফটে ছিলেন পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল, মহানগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি কাজী বেলাল, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেলসহ আরো কয়েকজন।
এর আগে রবিবার পাথরঘাটার দুর্ঘটনায় আহতদের দেখতে সোমবার দুপুরে ১৫-২০ জন নেতাকর্মী নিয়ে চমেক হাসপাতালে যান আমীর খসরু মাহমুদ চৌধুরী। নিজের একান্ত সচিব মো. সেলিমসহ অন্য নেতাকর্মীদের নিচে রেখে কয়েকজনকে নিয়ে অর্থোপেডিক ওয়ার্ডে যান আমির খসরু। সেখান থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।
পরে ফোন করে আমির খসরু তার একান্ত সচিব মো. সেলিমকে বিষয়টি জানালে সবাই মিলে দরজা টেনে তাঁদের বের করেন। পরে পেশাজীবী নেতা ডা. খুরশিদ জামিল চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আক্তারুল আলমকে দুর্ঘটনার বিষয়টি জানান।
-
Exclusive : রাজধানীর রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুর মৃত্যু | সিলিন্ডার বিস্ফোরণ ভিডিও
বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশু মারা গেছে। এই ঘটনায় আরো সাত শিশুসহ ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩–৪ জনের অবস্থা গুরুতর।
ভিডিও টি দেখতে ক্লিক করুন : https://www.youtube.com/watch?v=KbPN3DfNGGY
বুধবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিস্তারিত : http://www.24ghonta.news/3870
-
গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা এড়াতে যা করবেন
বাংলাদেশে বর্তমানে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা বেড়ে গেছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে আমাদের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। সচেতনতার মাধ্যমেই গ্যাস সিলিন্ডার দুর্ঘটনার পরিমাণ কমিয়ে আনা সম্ভব। চলুন দেখে নেয়া যাক এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আমাদের যা করতে হবে-
রান্না শেষে চুলা ও এলপিজি সিলিন্ডারের রেগুলেটরের সুইচ অবশ্যই বন্ধ করুন।
সিলিন্ডার কোনোভাবেই চুলার বা আগুনের পাশে রাখবেন না। এতে বিস্ফোরণ ঘটতে পারে।
ঘরে গ্যাসের গন্ধ পেলে দ্রুত দরজা-জানালা খুলে দিন এবং এলপিজি সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করুন।
চুলা থেকে যথেষ্ট দূরে, বাতাস চলাচল করে এমন স্থানে এলপিজি সিলিন্ডার রাখুন।
রান্না শুরু করার আধা ঘণ্টা আগে রান্নাঘরের দরজা-জানালা খুলে দিন।
রান্নাঘরের উপরে ও নিচে ভেন্টিলেটর রাখুন।
গ্যাসের গন্ধ পেলে ম্যাচের কাঠি জ্বালাবেন না, ইলেকট্রিক সুইচ এবং মোবাইল ফোন অন বা অফ করবেন না।
চুলা সিলিন্ডার থেকে নিচুতে রাখবেন না। কমপক্ষে ৬ ইঞ্চি উপরে রাখুন।