সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাট এলাকায় একটি বসতঘরে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা বসতঘরে টিনের বেড়া ও একটি ইটের দেয়াল ভেঙে ফেলে।
গতকাল রবিবার (৮ নভেম্বর) দুপুরে ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ ২নং ওয়ার্ডের জালাল আহম্মদ সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।
ক্ষতিগ্রস্ত বসতঘরের লোকজন ও থানায় অভিযোগের সূত্রের ভাষ্যমতে, ১১৫৩ শতাংশ ক্রয়কৃত নাল জমিতে একটি টিনের ঘর নির্মাণ করে বসবাস করছেন ঔই এলাকার নুর মোহাম্মদ (৭৫)। এ জায়গার পাশে আরেকটি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার জসিম উদ্দিনের সাথে বিরোধ চলে আসছিল।
এ বিরোধের জের ধরে জসিম উদ্দিনের লোকজন রোববার দুপুরে বিরোধপূর্ণ জায়গায় অবস্থিত বসতঘরে ভাঙচুর চালায়। তারা নুর মোহাম্মদের জায়গার উপর দিয়ে রাস্তা নির্মাণ ও ময়লা পানি যাওয়ার জন্য পাইপ নিতে গেলে এসময় নুর মোহাম্মদ পরিবার বাঁধা দেয়।
এতে জসিম ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এর কিছুক্ষণ পর জসিম দলবদ্ধ হয়ে নুর মোহাম্মদের ঘরে ভাঙচুর চালিয়ে দেয়াল ভেঙে ফেলে বলে অভিযোগ করে। এসময় নুর মোহাম্মদের ছেলে কায়সারুল আলম ৯৯৯ নম্বরে ফোন করলে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় নুর মোহাম্মদ বাদী হয়ে জসিম উদ্দিন, মোঃ শাহিন, মোঃ আশিক এর নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার এসআই তানভির আহমেদ ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি একটি জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে।
একপক্ষ একটি ঘরের দেয়াল ভেঙে ফেলে। তারা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২৪ ঘণ্টা/কামরুল/আর এস