Tag: দুর্বৃত্তরা

  • রাঙ্গামাটিতে ইউএনওর কার্যালয়ে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

    রাঙ্গামাটিতে ইউএনওর কার্যালয়ে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

    রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঢুকে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সমর বিজয় চাকমা (৪০)।

    আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

    নিহত বিজয় চাকমা উপজেলার রূপকার ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য। তার বাড়ি একই এলাকায়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

  • সীতাকুণ্ডে জায়গা নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে ঘরের দেয়াল

    সীতাকুণ্ডে জায়গা নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে ঘরের দেয়াল

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাট এলাকায় একটি বসতঘরে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা বসতঘরে টিনের বেড়া ও একটি ইটের দেয়াল ভেঙে ফেলে।

    গতকাল রবিবার (৮ নভেম্বর) দুপুরে ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ ২নং ওয়ার্ডের জালাল আহম্মদ সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।

    ক্ষতিগ্রস্ত বসতঘরের লোকজন ও থানায় অভিযোগের সূত্রের ভাষ্যমতে, ১১৫৩ শতাংশ ক্রয়কৃত নাল জমিতে একটি টিনের ঘর নির্মাণ করে বসবাস করছেন ঔই এলাকার নুর মোহাম্মদ (৭৫)। এ জায়গার পাশে আরেকটি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার জসিম উদ্দিনের সাথে বিরোধ চলে আসছিল।

    এ বিরোধের জের ধরে জসিম উদ্দিনের লোকজন রোববার দুপুরে বিরোধপূর্ণ জায়গায় অবস্থিত বসতঘরে ভাঙচুর চালায়। তারা নুর মোহাম্মদের জায়গার উপর দিয়ে রাস্তা নির্মাণ ও ময়লা পানি যাওয়ার জন্য পাইপ নিতে গেলে এসময় নুর মোহাম্মদ পরিবার বাঁধা দেয়।

    এতে জসিম ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এর কিছুক্ষণ পর জসিম দলবদ্ধ হয়ে নুর মোহাম্মদের ঘরে ভাঙচুর চালিয়ে দেয়াল ভেঙে ফেলে বলে অভিযোগ করে। এসময় নুর মোহাম্মদের ছেলে কায়সারুল আলম ৯৯৯ নম্বরে ফোন করলে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

    এ ঘটনায় নুর মোহাম্মদ বাদী হয়ে জসিম উদ্দিন, মোঃ শাহিন, মোঃ আশিক এর নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করে।

    এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার এসআই তানভির আহমেদ ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি একটি জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে।

    একপক্ষ একটি ঘরের দেয়াল ভেঙে ফেলে। তারা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    ২৪ ঘণ্টা/কামরুল/আর এস

  • খাগড়াছড়ির দীঘিনানালায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

    খাগড়াছড়ির দীঘিনানালায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

    খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ির দীঘিনানালায় ইমরান হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। সে দীঘিনালা থানার বাজারের মৃত ইউসুফ আলীর ছেলে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে দীঘিনালার উত্তর কবাখালীর মিলন কার্বারী পাড়া এলাকায় স্থানীয়রা ইমরান হোসেনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

    ইমরান হোসেনের শরীরের চার জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।

    দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো এ ঘটনায় মামলা হয়নি। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

     

  • কামারখালীতে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর

    কামারখালীতে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর

    ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রাজধরপুর গ্রামে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

    জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মন্দিরের সামনে পরিষ্কার করার সময় এক নারী মন্দিরের প্রতিমা ভাঙা দেখতে পানে। পরে বিষয়টি স্থানীয় লোকজন ও প্রশাসনকে জানানো হয়।

    খবর পেয়ে ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মহিউদ্দিন, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সিআইডি, ডিএসবির কর্মকর্তারা, মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুরাদুজ্জামান মুরা, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদুর রহমান বিশ্বাস বাবু প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।

    উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায় দোষীদের শাস্তির দাবি করে জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা কালী প্রতিমা ভেঙে ফেলেছে।

    মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মন্দিরের মালিক অলোক রুদ্র বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত পূর্বক দ্রুত দোষীদের গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।

  • কুমিল্লায় নিজ ঘরেই খুন হলেন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরীফ উদ্দিন

    কুমিল্লায় নিজ ঘরেই খুন হলেন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরীফ উদ্দিন

    ২৪ ঘন্টা ডট নিউজ। সারাদেশ ডেস্ক : কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুৎ এর এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার আড্ডা গ্রামে ওই কর্মকর্তার ঘরে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটায় দুর্বৃত্তরা।

    নিহতের নাম শরীফ উদ্দিন খান (৪৫)। তিনি সিরাজগঞ্জ জেলা সদরের মধ্য ভদ্রঘাট এলাকার সাইফ উদ্দিন খানের ছেলে। তিনি পল্লী বিদ্যুত সমিতি-১ এর অধীন আড্ডা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ছিলেন বলে জানা গেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতি আড্ডা অভিযোগ কেন্দ্রের পাশে একটি ভাড়া বাসায় অন্যদিনের মতোই বুধবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে শরীফ উদ্দিন খান ঘুমিয়ে ছিলেন।

    রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা ঘরের দুর্বল জানালার রড ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তার আত্মচিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

    পরে আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

    বরুড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছি। সহসাই ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

    এদিকে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম মোস্তাফিজুর রহমান।