Tag: দুলাভাই

  • অবৈধ সম্পর্ক : শ্যালিকার গর্ভে জন্ম নেওয়া নবজাতককে খুন করল দুলাভাই

    অবৈধ সম্পর্ক : শ্যালিকার গর্ভে জন্ম নেওয়া নবজাতককে খুন করল দুলাভাই

    বা‌গেরহা‌টের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নে শ্যালিকার সঙ্গে দুলাভাইয়ের অবৈধ শারীরিক সম্পর্কের জেরে জন্ম‌ নিয়েছেন নবজাতক

    লোক লজ্জার ভয়ে সে নবজাতককে নদীতে ফেলে হত্যা করেছে দুলাভাই৷ গতকাল শুক্রবার (১৩ মে) এই ঘটনা ঘটে ৷

    এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে আম্বিয়া বেগম বাদী হয়ে রামপাল থানায় মামলা দায়ের করেছেন ৷ পু‌লিশ এজাহার নামীয় আসামি আলামীন শেখ (২৬) ও তার শ্বশুর মো. শাজাহান‌কে আটক করা হয়েছে।

    স্থানীয়রা এবং পুলিশ জানিয়েছেন, রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের মৃত কালাম শেখের ছে‌লে আলামীন শেখ তার শ্বশুরবাড়িতে বসবাসের সুবাদে নাবালিকা শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে ৷ শারীরিক সম্পর্কের একপর্যায়ে শ্যালিকা গর্ভবতী হয়ে পড়ে ৷

    শুক্রবার তার প্রসব বেদনা উঠলে গোপনে তার দুলাভাই এবং পরিবারের লোকজন তাকে নিয়ে গ্রাম্য ডাক্তারের কাছে যাবার সময় এরইমধ্যে একটি ছেলে সন্তান জন্ম নেয়। সঙ্গে সঙ্গেই আলামীন ও তার শ্বশুর মিলে সন্তানটিকে নদীতে ফেলে হত্যা করে ৷

    এরপর তার মরদেহটি খালের পাশে পুতে ফেলার সময় স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে খবর দেয় ৷ পরে এসআই সোমনাথ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং আসামিদের আটক করে থানায় নিয়ে আসে।

    রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন জানান, নবজাত‌কের মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে। আসামিদের আটক করে শনিবার আদাল‌তে প্রেরণ করা হয়েছে৷

    ২৪ ঘন্টা/

  • যশোরে দুলাভাই কতৃর্ক শালাকে কুপিয়ে জখম : আহত ৩, আটক ১

    যশোরে দুলাভাই কতৃর্ক শালাকে কুপিয়ে জখম : আহত ৩, আটক ১

    নিলয় ধর,যশোর প্রতিনিধি:- যশোরের অভয়নগরে দুলাভাই কতৃর্ক শালাকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে হাসপাতালে পাঠিয়েছে । এতে আহত হয়েছে আরো ২ জন । এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে । পরে পুলিশ ১ জনকে আটক করে যশোর জেলহাজতে পাঠিয়েছে।

    ঘটনাটি ঘটেছে উপজেলার কোটা এলাকায় বৃহস্পতিবার সন্ধা ৬ টার সময় বসতবাড়িকে ঘিরে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। মামলাটি করেছেন আহতর বড় ভাই ইমাদুল ইসলাম রুবেল।

    মামলার বিবরণী সূত্রে জানা গেছে, কোটা গ্রামের ইমাদুল ইসলাম রুবেল ও তার ছোট ভাই ইমদাদুল ইসলাম জুয়েল তার পিতা মাতাকে নিয়ে তাদের বাড়িতে বসবাস করে আসছেন। এই সময় তাদের দুলাভাই আসাদুজ্জামান লিটন তাদের বোনকে নিয়ে তাদের বাড়িতে ওঠে। এক পর্যায়ে দুলাভাই কৌশালে তাদের পিতাকে লোভ দেখিয়ে তার কাছে রেখে ৫/৬ মাস যাবত ইমাদুল ইসলাম রুবেল ও তার ছোট ভাই ইমদাদুল ইসলাম জুয়েলকে বাড়ি থেকে নামিয়ে দেওয়ার পায়তারা করতে থাকে।

    তাছাড়ও বড় শালা বউকে(ফাতেমা বেগম) বেশ কয়েকদিন যাবত কুপ্রাস্ত দিতে থাকে । ঘটনার দিন বড় শালা বউকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বৃহস্পতিবার সন্ধা ৬টার সময় ইমদাদুল ইসলাম জুয়েল বাধা দিতে গেলে তাকে দুলাভাই আসাদুজ্জামান লিটন রামদা, লোহার রড়, বাশের লাঠি দিয়ে কুপিয়ে জখম করে।

    এই সময় জুয়েলের স্ত্রী তুলি বেগম সহ আরো একজনকে এলোপাথাড়ী ভাবে মারপিট করা হয়। জুয়েলের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে স্থানীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    আহত জুয়েল জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে দুলাভাই আমার পিতাকে নিয়ে আমাদের ভিতর শত্রূতা চলে আসছিলো এরই জের ধরে সন্ধায় উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। দুলাভাই , বোন, আমার চাচাত ভাইদের নিয়ে আমাদের উপর এলোপাথাড়ী ভাবে মারতে আসে। আমি অজ্ঞান হয়ে পড়লে আর কিছু জানি না।

    এব্যাপারে থানা পুলিশের উপ পরিদর্শক এজাজ মাহমুদ বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলা নং ৮। আমরা একজনকে আটক করে যশোর জেল হাজতে পাঠিয়েছি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • শ্যালকের স্ত্রীকে ধর্ষণ করে গ্রেফতার দুলাভাই

    শ্যালকের স্ত্রীকে ধর্ষণ করে গ্রেফতার দুলাভাই

    বগুড়ায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুলাভাই বোরহান আলীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

    শনিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের গোয়ালগাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বোরহান আলী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বেলঘড়িয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি বগুড়া শহরের থানা রোডের ফটোস্ট্যাট দোকানের কর্মচারী।

    বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, শনিবার সকাল ৯টার দিকে বোরহান তার শ্বশুর বাড়িতে যান। তার শ্যালকের প্রতিবন্ধী স্ত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

    তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বোরহান আলীকে গ্রেফতার করে।