Tag: দুলু

  • সাংবাদিক সাইফুল ও দুলুর পিতার দাফন সম্পন্ন

    সাংবাদিক সাইফুল ও দুলুর পিতার দাফন সম্পন্ন

    নিউজ ডেস্ক : সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী ও সাংবাদিক কামরুল ইসলাম দুলুর পিতার দাফন সম্পন্ন হয়েছে।

    মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

    জানাজায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমদ, ভাটিয়ারি ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য যে সাংবাদিক সাইফুল ও দুলুর পিতা নুরুল ইসলাম সোমবার সন্ধ্যে সাড়ে ৭ টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। এদিকে একই সময়ে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবুর বড় ভাই সৈয়দ মোঃ এমরান বুখারীর নামাজে জায়নাজা অনুষ্ঠিত হয়। তিনি গতকাল সোমবার বার আউলিয়াস্থ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।