Tag: দৃশ্যমান

  • ২৪তম স্প্যান স্থাপন, পদ্মা সেতু ৩৬০০ মিটার দৃশ্যমান

    ২৪তম স্প্যান স্থাপন, পদ্মা সেতু ৩৬০০ মিটার দৃশ্যমান

    পদ্মা সেতুর ২৪তম স্প্যান (সুপার স্ট্রাকচার) বসানো হয়েছে।

    আজ মঙ্গলবার সকাল ‘৫-এফ’ নম্বর স্প্যানটি সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৩০ ও ৩১ নম্বর খুঁটির উপর বসানো হয় দুপুর ১টা ২০ মিনিটে। ২৩তম স্প্যান বসানোর ৯ দিনের মাথায় ২৪ তম স্প্যানটিও বসানো হল। এতে পদ্মা সেতু ৩৬০০ মিটার দৃশ্যমান হয়েছে।

    এর আগে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের অস্থায়ীভাবে সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর বসানো স্প্যানটি এখানে নিয়ে আসা হয়।

    মঙ্গলবার সকাল ৯টায় ১২ ও ১৩ নম্বর পিলার থেকে স্প্যান নিয়ে রওয়ানা হয় ভাসমান ক্রেন। সকাল পৌনে ১১টার দিকে নির্ধারিত পিলারের সামনে এসে পৌঁছায়।

    সেতু বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির জানান,৪২টি পিয়ারের (খুঁটি) মধ্যে ৩৭টি পিলারের কাজ সম্পন্ন হয়েছে। ৫টি পিলারের কাজও চলছে পুরোদমে। পিয়ার-২৬ এর সাতটি পাইলে রিবার ইন্সটল ও কংক্রিটিং করা হবে।পিয়ার-৮, ১০ এবং ১১ এর কাজও শেষ পর্যায়ে।

    তিনি বলেন,আগামী এপ্রিলের মধ্যে সব খুঁটির কাজই সম্পন্ন হয়ে যাবে।ইতোমধ্যেই ২৩টি স্প্যান বসানো হয়েছে। এটি বসানোর পর পদ্মা সেতুতে ৪১টি স্প্যানের মধ্যে বাকী থাকছে ১৭টি।

    চীন থেকে এপর্যন্ত ৩৭টি স্প্যান মাওয়ায় এসে পৌঁছেছে।বাকী ৪টি স্প্যান শিগগিরই আসছে।আগামী জুলাইয়ের মধ্যে অবশিষ্ট স্প্যানগুলো বসানোর কথা রয়েছে।

  • নির্বাচনে জয়ী হলে এক বছরের মধ্যে কালুরঘাট সেতু দৃশ্যমান হবে-মোছলেম উদ্দিন

    নির্বাচনে জয়ী হলে এক বছরের মধ্যে কালুরঘাট সেতু দৃশ্যমান হবে-মোছলেম উদ্দিন

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম-৮ বোয়ালখালী উপ নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় আগামী এক বছরের মধ্যে কালুরঘাট সেতু দৃশ্যমান হবে বলে আম্বাস দিয়েছেন এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ।

    সোমবার (৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস প্রদান করেন।

    এসময় তিনি বিএনপি মিথ্যাচার করে নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন। তিনি আরও অভিযোগ করে বলেন, বোয়ালখালীর পৌর মেয়র বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। কালুরঘাট সেতু দৃশ্যমান হবে মোছলেম উদ্দিন

    আমরা নিয়মনীতি মেনে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। অন্যদিকে বিএনপি সংঘর্ষেও ঘটনা ও নেতাকর্মী আহত হওয়ার তথ্য পেশ করে মিত্যাচারের আশ্রয় নিয়েছে। যারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়, তারা মিথ্যা অভিযোগ করছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের সাবেক পরিচালক আবু সুফিয়ান, সাবেক সভাপতি ও বাসস এর ব্যুরো প্রধান কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস ও সাংবাদিক এম নাসিরুল হকসহ আওয়ামীলীগ ও সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।