২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। প্রায় প্রতিদিনই এক দুটি মৃত্যুর খবর প্রকাশ হচ্ছে গণমাধ্যমে। উপসর্গ নিয়েও মৃত্যু হচ্ছে কয়েকজনের।
এরই ধারাবাহিকতায় করোনায় মৃত্যুর মিছিলে এবার যোগ হয়েছে আরো একটি নাম। আজ ২ জুন সোমবার সকাল সাড়ে ১১টার সময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দেশবরেণ্য আইনজীবী মো. কবির চৌধুরী। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তথ্যটি নিশ্চিত করেন হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্টে ডা. আব্দুর রব। তিনি বলেন, অ্যডভোকেট কবির চৌধুরী চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। তার নমুনা সংগ্রহের পর গতকাল রাতে করোনা পজেটিভ আসে। আজ ২ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় তার মৃত্যু হয়।
করোনায় মৃত্যুবরণকারী মো. নুরুল কবির বিএনপি’র প্রতিষ্ঠাতাকালিন সদস্য। তাছাড়া চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে।
তার মৃত্যুতে চট্টগ্রামের আইনজীবী সমাজ একজন বটবৃক্ষ ও একজন অভিভাবককে হারাল।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স