Tag: দেশে

  • দেশে ২৪ ঘন্টায় আরো ৩৩ জনের করোনা শনাক্ত

    দেশে ২৪ ঘন্টায় আরো ৩৩ জনের করোনা শনাক্ত

    সারাদেশে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১২ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৬ শতাংশ।

    তবে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ নিয়ে টানা ২৫টি মৃত্যুহীন দিন দেখল দেশবাসী। দেশে মোট মারা যাওয়ার সংখ্যা আগের দিনের মতোই ২৯ হাজার ১২৭ জনে অপরিবর্তিত থাকল।

    আজ রবিবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৪১৯ জন।

    ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৮১৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৬ শতাংশ।

    ২৪ ঘন্টা/রাজীব

  • দেশে করোনার ছোবলে কাবু ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগে ৬৮১/ মোট আক্রান্ত ১৩৭৭০

    দেশে করোনার ছোবলে কাবু ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগে ৬৮১/ মোট আক্রান্ত ১৩৭৭০

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাজীব সেন প্রিন্স // দেশের মধ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসে মোট আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। মোট আক্রান্তের সিংহভাগই ঢাকা বিভাগে।

    গতকাল ৯ মে শনিবার পর্যন্ত সরকারি ওয়েভ সাইট http://covid19tracker.gov.bd/ সংযুক্ত তথ্য মতে করোনা ভাইরাসে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭শ ৭০ জন।

    এরমধ্যে শুধু ঢাকা বিভাগেই আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯শ ৮৭ জন। এই বিভাগের অন্য জেলাগুলোতেও সংক্রমণ বেশি।

    ঢাকা বিভাগের মধ্যে শুধুমাত্র ঢাকা শহর ও জেলায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬শ ২৯ জন। এরপরেই রয়েছে নারায়ণগঞ্জ। এ জেলায় গতকাল পর্যন্ত সরকারি হিসেবে মতে ১ হাজার ১শ ৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরপরেই আছে গাজীপুর। এ জলায় মোট আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ৩শ ৩২ জন।

    ঢাকা বিভাগের মধ্যে মুন্সিগঞ্জ জেলায় ২শ ১২ জন, কিশোরগঞ্জ জেলায় ২শ ২ জন, নরসিংদী জেলায় ১শ ৭১ জন, শরিয়তপুর জেলায় ৫৭ জন, মাদারিপুর জেলায় ৫৪ জন, গোপালগঞ্জ জেলায় ৫০ জন, টাঙ্গাইল জেলায় ৩১ জন, মানিকগঞ্জ জেলায় ২৮ জন, রাজবাড়ী জেলায় ২৩ জন এবং এ বিভাগের সবচেয়ে কম ফরিদপুর জেলায় গত শনিবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২১ জন।

    এদিকে দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম বিভাগেও এখন পর্যন্ত ৬শ ৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গতকাল ৯ মে শনিবার রাত পর্যন্ত শুধুমাত্র চট্টগ্রাম নগর ও জেলায় ২১৯ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

    গতকাল ৯ মে শনিবার পর্যন্ত সরকারি ওয়েভ সাইট http://covid19tracker.gov.bd/ সংযুক্ত তথ্য মতে করোনা ভাইরাসে চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার মধ্যে চট্টগ্রামের পরেই রয়েছে কুমিল্লা। এ জেলায় গতকাল পর্যন্ত সর্বমোট ১শ ৬৯ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।

    এছাড়া চট্টগ্রাম বিভাগের মধ্যে কক্সবাজার সদর ও জেলায় ৭৭ জন, লক্ষ্মীপুর জেলায় ৫৮ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫৭ জন, চাঁদপুর জেলায় ৫৫ জন, নোয়াখালী সদর ও জেলায় ২৭ জন, ফেনী সদর ও জেলায় ৮ জন, রাঙ্গামাটি জেলায় ৪ জন, বান্দরবান জেলায় ৪ জন এবং সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী খাগড়াছড়ি জেলায় ৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

    এর আগে গতকাল শনিবার (৯ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬শ ৩৬ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

    এ নিয়ে মোট ১৩ হাজার ৭শ ৭০ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে। করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ২১৪ জনে দাড়িয়েছে।

    এরমধ্যে দুর্নীতি দমন কমিশনের প্রধান সহকারী খলিলুর রহমান করোনায় আক্রান্ত হয়ে শনিবার সকালে মারা গেছেন। এর আগে একজন পরিচালকের মৃত্যু হয় করোনার ছোবলে। তাছাড়া দেশের মধ্যে পুলিশের মধ্যেই সংক্রমণ বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ১৫শ ৯ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ জন।

    করোনার প্রবণতা বিশ্লেষণে সরকার গঠিত স্বাস্থ্য বিশেষজ্ঞ দলের সদস্য অধ্যাপক শাহ মনির হোসেন গণমাধ্যমকে বলেছেন, তাদের টীম পর্যবেক্ষণ করে যে পূর্বাভাস দিয়েছে তাতে মনে করা হচ্ছে মে মাসের তৃতীয় সপ্তাহটি হবে সংক্রমণের চরম সময়। জুনের শেষ সপ্তাহ নাগাদ ভাইরাসটি নিয়ন্ত্রণে নেয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই অভিজ্ঞ চিকিৎসক।

    স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে বলেছেন, পরিস্থিতি খুব খারাপ হলে দিনে ৬৫ হাজারের মত মানুষ সংক্রমিত হতে পারে। যদি এমনই হয় তাহলে এর পাঁচ ভাগের এক ভাগকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হবে।

    করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির উপদেষ্টা ডা. এবি এম আবদুল্লাহ বলেছেন, যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করা হয়েছে এখন এর প্রভাবে যদি সংক্রমণ বেড়ে যায় তখন আবারো কঠোর লকডাউন এমন কি প্রয়োজনে কারফিউ দেয়া ছাড়া অন্য কোন উপায় থাকবে না।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • করোনায় দেশে ৪জনসহ ৫ দেশে মোট ১৯ বাংলাদেশির মৃত্যু

    করোনায় দেশে ৪জনসহ ৫ দেশে মোট ১৯ বাংলাদেশির মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) এ সংক্রমিত হয়ে বাংলাদেশের মধ্যে চারজন এবং দেশের বাইরে আরো ৪টি দেশে ১৫ জনসহ এখন পর্যন্ত ১৯ জন বাংলাদেশির মৃত্যুর খবর জানা গেছে।

    আজ ২৫ মার্চ বুধবার সকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা প্রায় ১৯ হাজার। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৯ জন।

    প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশেই মারা গেছেন ৪ জন। দেশের মধ্যে প্রথম মৃত্যুর তথ্য পাওয়া যায় গত ১৮ মার্চ। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর) প্রথম নিশ্চিত করেন গত ১৮ মার্চ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় এক বৃদ্ধের মৃত্যুর খবর।

    দুদিনে মৃত্যুর আর কোন খবর পাওয়া না গেলেও গত ২১ মার্চ মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে জরুরি সংবাদ সম্মেলনে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে আরেকজনের মৃত্যুর খবর জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত ২৩ মার্চ বিকেলে আইইডিসিআর অনলাইন ব্রিফিংয়ে জানায় দেশের মধ্যে তৃতীয় বাংলাদেশির মৃত্যুর খবর।

    গতকাল ২৪ মার্চ মঙ্গলবার বিকেলে অনলাইন লাইভ ব্রিফিংয়ে আইইডিসিআরের পক্ষ থেকে পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা চতুর্থ ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেন।

    দেশের বাইরে ১৫ বাংলাদেশির মৃত্য : দেশের বাইরে আরো ৪টি দেশে মোট ১৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে সর্ব্বোচ্চ বাংলাদেশির মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে এখন পর্যন্ত ৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুধুমাত্র গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজন নারী ও দুজন পুরুষের মৃত্যু হয় দেশটির নিউইয়র্কে।

    তারা সেদেশের এলমহার্স্ট হসপিটাল ও প্লেইনভিউ হসপিটাল নর্থওয়েলে মারা গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ তথ্য নিশ্চিত করেন। এদের মধ্যে ৬০ বছরের আবদুল বাতেন, ৭০ বছরের নূরজাহান বেগম এবং ৪২ বছরের এক বাংলাদেশি প্রবাসী নারী মারা গেছে এলমহার্স্ট হসপিটালে। এবং ৫৯ বছরের এটিএম সালাম মারা গেছেন প্লেইনভিউ হসপিটাল নর্থওয়েলে।

    এর আগে গত ২৩ মার্চ যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৩৮ বছরের আমিনা ইন্দ্রালিব তৃষা এবং ৬৯ বছরের মোহাম্মদ ইসমত। তার আগের সপ্তাহে মারা গেছেন মোতাহের হোসেন ও মোহাম্মদ আলী নামের আরো দুজন বাংলাদেশি।

    দেশের বাইরে এর পরেই বাংলাদেশি মৃত্যুর সংখ্যা বেশি ছিলো যুক্তরাজ্য। যুক্তরাজ্যে সর্বমোট ৫ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ৪৯ বছর বয়সী খসরু মিয়া নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয় লন্ডনে।

    এর আগের দিন মঙ্গলবার একই হাসপাতালে মারা গেছেন পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত হোয়াইট চ্যাপেলের সেটেলস স্ট্রিট এলাকার বাসিন্দা বাংলাদেশি প্রবাসি হাজি জমসেদ আলী (৮০)।

    যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি ছিলেন ম্যানচেস্টারে বসবাসরত ৬০ বছর বয়সী এক বাংলাদেশি। তিনি পাঁচ থেকে ছয় বছর আগে ইতালি থেকে এসে স্থায়ীভাবে বসবাস করছিলেন ব্রিটেনে।

    দ্বিতীয় বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে। করোনাভাইরাসের সঙ্গে হাসপাতালে আটদিন যুদ্ধ করার পর পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে মৃত্যুবরণ করেন ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি। তৃতীয় বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন যুক্তরাজ্যে সফররত এক বাংলাদেশি। লন্ডনের গ্রেট অরমন্ড হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

    তাছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের বাইরে একজন বাংলাদেশির মৃত্যু হয় ইতালির মিলানে। গত ২০ মার্চ তিনি মারা যান। পাসপোর্টের তথ্য অনুযায়ী, তার বয়স ৫০ হলেও ঘনিষ্ঠজনেরা জানান, প্রায় ৬০ বছর বয়সী ছিলেন ওই ব্যক্তি।

    গতকাল ২৪ মার্চ মঙ্গলবার গাম্বিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি ইমামের মৃত্যু হয়েছে। তিনি ধর্ম প্রচারের কাজে সেখানে সফররত ছিলেন। এর আগে আরো কয়েকটি দেশ ভ্রমণ করেছিলেন। গাম্বিয়ায় করোনা আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যুর ঘটনা।

    ২৪ ঘন্টা/আর এসপি

  • প্রবাস জীবনের ১৫ বছরের ইতি টেনে লাশ হয়ে দেশে ফিরছেন সীতাকুণ্ডের বেলাল

    প্রবাস জীবনের ১৫ বছরের ইতি টেনে লাশ হয়ে দেশে ফিরছেন সীতাকুণ্ডের বেলাল

    কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : মাত্র ৪ মাস আগে পরিবার-পরিজনের সাথে শেষ দেখা করে ফিরে গিয়েছিলেন কুয়েত প্রবাসী মোহাম্মদ বেলাল (৩৮)। কে জানতো? এটাই যে তার জীবনের শেষ বিদায়। জানলে হয়তো তখনই তাকে দেশে আটকে রাখতো পরিবারের লোকজন।

    দীর্ঘ ১৫ বছর প্রবাস জীবনের ইতি ঘটলো সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটের খাদেমপাড়া গ্রামের মোহাম্মদ আবদুর রহমানের পুত্র বেলালের।

    গতকাল বৃহস্পতিবার কুয়েত সময় বিকাল ৫টায় এক দূর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত্যুর আধা ঘন্টা আগেও স্ত্রী ও পরিবারের সাথে ফোনে কুশল বিনিময় হয় বেলালের। বাংলাদেশ সময় রাত ৮টার পর খবর আসে বেলাল নিহত হয়েছে।

    নিহত বেলালের ছোট মোঃ হেলাল ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, আমার বড় ভাই বেলাল কুয়েত সময় আসরের নামাজের আগে আমাদের সাথে কথা হয়। এরপর বাংলাদেশ সময় রাত ৮ টার দিকে খবর আসে তিনি মারা গেছেন।

    তিনি কুয়েতে ছোট খাটো একটা কন্ট্রাক্টারী কাজ করতেন, তার প্রতিষ্টানের বেশ কয়েকজন লেবারও ছিলেন, ঘটনার দিন একটা বিল্ডিং এর উপরে থাই গ্লাসের কাজ চলছিল। নিচে সিড়িতে দাড়াঁনো ছিলেন বেলাল। এসময় উপর থেকে একটি থাই গ্লাস বেলালের মাথায় পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিষয়টি কিছুক্ষনের মধ্যেই তার রুমমেটরা আমাদেরকে জানান।

    এদিকে কুয়েত প্রবাসী বেলালের মৃত্যুর সংবাদের এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত বেলাল ২ বছর বয়সী একটি কন্যা সন্তানের জনক। লাশ কয়েকদিনের মধ্যে দেশে আনার প্রক্রিয়া চলছে। বেলারের স্ত্রী,পরিবার-পরিজন অধীর আগ্রহে অপেক্ষা করছেন শেষ বারের মতো যেন মৃত বেলালের চেহারাটা দেখতে পান।