Tag: দোকানপাট বন্ধ ঘোষণা

  • দেশে রাত ৮টার পর দোকান-মার্কেট বন্ধ রাখার নির্দেশ

    দেশে রাত ৮টার পর দোকান-মার্কেট বন্ধ রাখার নির্দেশ

    বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত আটটার পর সারাদেশে দোকান, বিপণিবিতান, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকের সই করা চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী সানুগ্রহ নির্দেশনা দিয়েছেন।

    এ লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪ ধারার বিধান কঠোরভাবে প্রতিপালনপূর্বক সারাদেশে রাত আটটার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচা বাজার ইত্যাদি খোলা না রাখার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

  • রাউজানে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

    রাউজানে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

    রাউজান প্রতিনিধি ::: দেশে বিরাজমান করোনা ভাইরাস জনিত প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে চট্টগ্রামের রাউজান উপজেলায় সকল ধরনের দোকানপাট (কিছু ব্যতিক্রম ব্যতীত) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব সময়ের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জোনায়েদ কবীর সোহাগ।

    রবিবার (৫ এপ্রিল) এ আদেশ জারি করে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়- শুধুমাত্র সার, বীজ, কাঁচাবাজার, খাবারের দোকান এবং মুদি দোকান বিকাল ০৫ টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিকাল ০৫ টার পর ঔষধের দোকান, হাসপাতাল এবং ডাক্তারের চেম্বার ব্যতীত আর কোন দোকান কোন অবস্থাতেই খোলা রাখা যাবে না উল্লেখ করা হয়েছে।

    এছাড়া এ নির্দেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • চট্টগ্রামে এগারো ঘণ্টা দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

    চট্টগ্রামে এগারো ঘণ্টা দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

    ২৪ ঘণ্টা ডট নিউজ ::: চট্টগ্রাম মহানগরীতে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত ওষুধের দোকান ব্যতীত সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান।

    আজ সোমবার (৬ এপ্রিল) থেকে এ আদেশ কার্যকর হবে বলে নির্দেশনায় জানানো হয়। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে।

    নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানানো হয়।

  • লক্ষীপুরে ৩১ মার্চ পর্যন্ত দোকানপাট বন্ধ ঘোষণা

    লক্ষীপুরে ৩১ মার্চ পর্যন্ত দোকানপাট বন্ধ ঘোষণা

    লক্ষ্মীপুরে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে আগামী ৩১ মার্চ পর্যন্ত ১১ দিন শহরের জামা-কাপড়, জুতা ও কসমেটিকসের দোকানগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    শুক্রবার (২০ মার্চ) বিকালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লক্ষীপুর বণিক সমিতির সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু দোকানে দোকানে গিয়ে এ নির্দেশনা দেয়।

    একই সময় দ্রব্যমূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দোকানির ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

    এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখনো পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত কেউ শনাক্ত হয়নি। দোকানপাট বন্ধ কিংবা লকডাউন করার মত পরিস্থিতিও সৃষ্টি হয়নি।

    অন্যদিকে চেয়ারম্যান টিপুর নির্দেশনা শুনে ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছে। ব্যবসায়ীদের ভাষ্যমতে, করোনা আতঙ্কে শহরে মানুষের চলাফেরা কমে গেছে। এতে বেচাকেনাও কমেছে। তারা রাতে তাড়াতাড়ি দোকান বন্ধ করছে। কিন্তু ১১ দিন বন্ধ রাখলে ঋণ পরিশোধ ও দোকান ভাড়ার টাকা দিতে সবাইকে হিমশিমে পড়তে হবে।

    লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু বলেন, করোনা প্রতিরোধে বণিক সমিতির পক্ষ থেকে জামা-কাপড়, জুতা ও কসমেটিকসের দোকানগুলো আগামি ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।

    লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ড. আবদুল গাফ্ফার বলেন, এ জেলায় এখনো পর্যন্ত করোনা আক্রান্ত কেউ নেই। করোনা সন্দেহে ৪৬০ জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে দোকানপাট বন্ধ কিংবা জেলা লকডাউন করার মত পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি।

    জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এ জেলায় ৪৫৮ জন প্রবাসী ও দুইজন ঢাকার একটি কারখানার শ্রমিককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন, সদর উপজেলায় ৬৯, রায়পুরে ১৭৪, রামগঞ্জে ৮৫, কমলনগর ২৫ ও রামগতিতে ১০৩ জন হোম কোয়ারেন্টাইনে আছে।

    স্থানীয় স্বাস্থ্যকর্মীদেরকে দিয়ে তাদেরকে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কিন্তু চলতি মাসে ৩ হাজার ৬৬২ জন প্রবাসী লক্ষ্মীপুরে এসেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ হাজার ২১৪ জন প্রবাসীর খোঁজ পাওয়া যায়নি।

    এদিকে হোম কোয়ারেন্টাইন বিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদরে একজনের ৫ হাজার, রামগঞ্জে দুইজনের ২০ হাজার ও রামগতিতে একজনের ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। চারজনই বিদেশ ফেরত।