Tag: দোকান খোলা

  • পটিয়ায় দোকান খোলা রাখায় জরিমানা করল ম্যাজিস্ট্রেট

    পটিয়ায় দোকান খোলা রাখায় জরিমানা করল ম্যাজিস্ট্রেট

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা করার অপরাধে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

    আজ ২৮ মার্চ শনিবার সকালে পটিয়া সদরের পোস্ট অফিস এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা।

    এসময় পোস্ট অফিস মোড়ের খাজা আজমীর সেনিটারী মার্ট খোলা রেখে ব্যবসা পরিচালনা করার দায়ে দোকনের মালিক মো. ইদ্রিসের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

    এ বিষয়ে পটিয়া ইউএনও ফারহানা জাহান উপমা বলেন, প্রাণঘাতী করোনার সংক্রমন প্রতিরোধে গত ৩ দিন ধরে পুরো পটিয়া এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও লিফলেট বিতরণ করে সচেতন করা হয়। ওষুধের দোকান, মুদির দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কাউকে বের না হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

    কিন্তু এরপরও যারা নির্দেশনা উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা ও শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়া বিদেশ ফেরত প্রবাসীরা সরকারি নির্দেশনা মতে হোম কোয়ারেন্টিন পালন করছে কিনা সে বিষয়েও প্রশাসন তদারকি করছে বলে তিনি জানান।

    ২৪ ঘন্টা/সঞ্জয়/আর এস পি