চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দকী মাহিন (১১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতপুরের আশরাফ উলুম মাদ্রাসার সামনে রাস্তা পার হতে গিয়ে ডাম্পার ট্রাকের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।
নিহত মাহিন আনোয়ারা উপজেলার গোয়ালিয়া এলাকার মো. ছবুরের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
তিনি বলেন, শনিবার সকালে রাস্তা পার হওয়ার সময় ডাম্পার ট্রাকের চাপায় মাহিন নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় ডাম্পার গাড়ি ও চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানালেন ওসি।
২৪ ঘন্টা-রাজীব