Tag: দ্য ড্রয়িং বোর্ড

  • ভারতের পুনেতে ‘দ্য ড্রয়িং বোর্ড’ শীর্ষক আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় চুয়েট প্রথম রানার্স-আপ

    ভারতের পুনেতে ‘দ্য ড্রয়িং বোর্ড’ শীর্ষক আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় চুয়েট প্রথম রানার্স-আপ

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : ভারতের পুনে’তে অনুষ্ঠিত ‘দ্য ড্রয়িং বোর্ড’ (The Drawing Board-TDB) শীর্ষক আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতার ৫ম আসরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্থাপত্য বিভাগের একটি দল প্রথম রানার্স আপ হয়েছে। দলের সদস্যরা হলেন- ফয়সাল হোসেন, সুমাইয়া সুলতানা এবং সাদমান আলী।

    সম্প্রতি ‘Temporary Homes for Transient Construction Labourers’ শ্লোগানে বেঙ্গালুরু ভিত্তিক ‘মাইন্ডস্পেস আর্কিটেক্টস’ এবং পুনে ভিত্তিক ‘রোহান বিল্ডার্স’ যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজন করে।

    প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে চুয়েটের দলটি পেয়েছে প্রশংসাপত্র এবং ৩৫ হাজার ভারতীয় রুপি। এবার বিশ্বের ১৪টি দেশের প্রায় ১৩০০ শিক্ষার্থী ভার্চুয়ালি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। বিজয়ীগণ প্রকৃত বিশ্বের নকশা এবং প্রয়োগের অভিজ্ঞতা লাভের জন্য রোহান বিল্ডার্সে ইন্টার্নশিপের জন্যও বিবেচিত হবেন।

    এবারের প্রতিযোগিতার মূল বিষয়বস্তু ছিল ভারতে ক্ষণস্থায়ী নির্মাণ শ্রমিকদের জন্য অস্থায়ী গৃহ নির্মাণ। উল্লেখ্য, ‘দ্য ড্রয়িং বোর্ড’ (The Drawing Board-TDB) ভারতের একটি জাতীয় স্থাপত্য প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা স্থানীয় ঐতিহ্য রক্ষার সময় সম্প্রদায়ের জীবনযাপন ও সাফল্যের উপায় গঠনে তাদের বোঝাপড়া এবং দক্ষতা যাচাইয়ের সুযোগ পান।

    এদিকে ভারতে আন্তর্জাতিক প্রতিযোগিতায়
    বিজয়ী তিন শিক্ষার্থী ফয়সাল হোসেন, সুমাইয়া সুলতানা এবং সাদমান আলীকে অভিনন্দন জানিয়েছেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। আন্তর্জাতিক অঙ্গনে চুয়েটের এই সফলতা অব্যাহত রাখার জন্য তিনি আহবান জানান। একইসাথে চট্টগ্রামস্থ
    ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার এবং স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলামও বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

    ২৪ ঘণ্টা/নেজাম