দওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ বা ধবলধোলাইয়ের শিকার হয়েছে বিরাট কোহলির দল।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে পরাজয়ের পর দুই ম্যাচ টেস্ট সিরিজে কোহলির নেতৃত্বাধীন ভারত হেরেছে ২-০ ব্যবধানে। যদিও এর আগে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াটওয়াশ করেই শুরু করেছিল সফরকারীরা।
ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে কিউইরা পেয়েছে ৭ উইকেটের জয়। এই টেস্টে উইকেট পড়ছিল মুড়িমুড়কির মত। দুই দিনেই পতন ঘটে ২৬টি উইকেটের। ৯৭ রানের লিড নিয়ে ৪ উইকেট হাতে রেখে তৃতীয় দিন শুরু করা ভারত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।
প্রতিরোধহীন ব্যাটিংয়ে রবীন্দ্র জাদেজারা (১৬) গুটিয়ে যান ১২৪ রানে। এতে জয়ের জন্য মাত্র ১৩২ রানের লক্ষ্য দাঁড়ায় নিউজিল্যান্ডের সামনে। স্বাগতিক দলের পক্ষে ট্রেন্ট বোল্ট চারটি ও টিম সাউদি তিনটি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই উড়ন্ত সূচনা এনে দেন টম লাথাম ও টম ব্লানডেল। অবশ্য লাথাম ৫২ ও ব্লানডেল ৫৫ রান করে সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনকে (৫) হারাতে হলেও উইলিয়ামসনের সমান রান করে অপরাজিত থেকে রস টেলর ও হেনরি নিকোলস দলের জয় নিশ্চিত করেন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৪২ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে নিউজিল্যান্ড অলআউট হয়ে যায় ২৩৫ রানে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কাইল জেমিসন। সিরিজ সেরার খেতাব পেয়েছেন টিম সাউদি।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস- ২৪২ (৬৩ ওভার)
বিহারী ৫৫, পৃথ্বী ৫৪, পূজারা ৫৪
জেমিসন ৪৫/৫, সাউদি ৩৮/২, বোল্ট ৮৯/২
নিউজিল্যান্ড ১ম ইনিংস- ২৩৫ (৭৩.১ ওভার)
লাথাম ৫২, জেমিসন ৪৯, ব্লানডেল ৩০
শামি ৮১/৪, বুমরাহ ৬২/৩
ভারত ২য় ইনিংস- ১২৪ (৪৬ ওভার)
পূজারা ২৪, কোহলি ১৪, জাদেজা ১৬*
বোল্ট ২৮/৪, সাউদি ৩৬/৩
নিউজিল্যান্ড ২য় ইনিংস- ১৩২/৩ (৩৬ ওভার) (লক্ষ্য ১৩২রান)
ব্লানডেল ৫৫, লাথাম ৫২
বুমরাহ ৩৯/২, উমেশ ৪৫/১
ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জিতে ২ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে বিজয়ী।