২৪ ঘণ্টা নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পাহাড়তলী থানা পশ্চিম নাসিরাবাদ এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এক দম্পতিকে আটক করেছে র্যাব-৭।
র্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবরে বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১২ টা ১০ মিনিটে ওই বাসায় অভিযান চালায়।
এসময় বাসার বাথরুমের ছাদে লুকানো ১৪ হাজার ১শত ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ইয়াবা বিক্রির অপরাধে স্বামী মো. জাহাঙ্গীর আলম (৪২) এবং স্ত্রী নুর জাহান বেগম (৩২)কে আটক করে র্যাব।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাশকুর রহমান আটকের তথ্যটি নিশ্চিত করে বলেন, আটকৃত দুজনই সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে মাদক বিক্রি করার কথা স্বীকার করে।
দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ নগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাশকুর রহমান।
২৪ ঘণ্টা/রাজীব