Tag: ধরা

  • পাহাড়তলীতে র‌্যাবের হাতে ইয়াবাসহ ধরা পড়েছে স্বামী-স্ত্রী

    পাহাড়তলীতে র‌্যাবের হাতে ইয়াবাসহ ধরা পড়েছে স্বামী-স্ত্রী

    ২৪ ঘণ্টা নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পাহাড়তলী থানা পশ্চিম নাসিরাবাদ এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এক দম্পতিকে আটক করেছে র‌্যাব-৭।

    র‌্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবরে বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১২ টা ১০ মিনিটে ওই বাসায় অভিযান চালায়।

    এসময় বাসার বাথরুমের ছাদে লুকানো ১৪ হাজার ১শত ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ইয়াবা বিক্রির অপরাধে স্বামী মো. জাহাঙ্গীর আলম (৪২) এবং স্ত্রী নুর জাহান বেগম (৩২)কে আটক করে র‌্যাব।

    র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাশকুর রহমান আটকের তথ্যটি নিশ্চিত করে বলেন, আটকৃত দুজনই সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে মাদক বিক্রি করার কথা স্বীকার করে।

    দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ নগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাশকুর রহমান।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • ইয়াবাসহ লোহাগাড়া থানা পুলিশের জালে ধরা ঢাকার রাসেল

    ইয়াবাসহ লোহাগাড়া থানা পুলিশের জালে ধরা ঢাকার রাসেল

    ২৪ ঘন্টা ডট নিউজ। লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে ঢাকার মাদক কারবারি মোহাম্মদ রাসেল হোসেন (২৫)। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত রাসেলের লাঞ্চার প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৯-৫২২৭) জব্দ করে পুলিশ।

    গতকাল ২৩ ফেব্রুয়ারি রাত ৮ টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও প্রাইভেটকারসহ রাসেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল ঢাকা হাজারীবাগ থানার (ডিএমপি) ৫৬ নং ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে।

    তথ্যটি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম। তিনি জানান, তাদের কাছে আগে থেকেই খবর ছিলো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া নামক স্থান দিয়ে একটি প্রাইভেট কারে করে ইয়াবা পাচার করা হচ্ছে।

    এমন খবরে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদের নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক ও এসআই গোলাম কিবরিয়াকে সাথে নিয়ে ওই এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।

    রাত ৮টার সময় একটা লাঞ্চার প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়িটি থামিয়ে তল্লাশী চালানো হয়। এতে ১৮ লাখ টাকা মূল্যের ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা বহনের দায়ে রাসেল নামে ঢাকার এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতার রাসেলের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করার কথা জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ।

  • পটিয়ায় ইয়াবাসহ ধরা টেকনাফের যুবক,আদালতে প্রেরণ

    পটিয়ায় ইয়াবাসহ ধরা টেকনাফের যুবক,আদালতে প্রেরণ

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসদরে দেড় হাজার পিস ইয়াবাসহ টেকনাফের বাসিন্দা যুবক মো. ইব্রাহিমকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তর।

    আজ ৮ জানুয়ারি বুধবার সকাল ১০টার সময় পৌরসদরের মুন্সেফ বাজার এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম কক্সবাজার জেলার টেকনাফ হোয়াইয়ং ইউনিয়নের ঝিমংখালীর মোঃ শফির ছেলে বলে জানা গেছে।

    মাদকদ্রব্য অধিদপ্তরের খ সার্কেল এ কে এম আজাদ উদ্দিন তথ্য নিশ্চিত করে বলেন, আগে থেকে খবর ছিলো টেকনাফ থেকে পটিয়া হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ইয়াবার চালান আসছে। এমন খবরে চট্টগ্রামের মুন্সেফ বাজার এলাকায় অবস্থান নেন অধিদপ্তরের লোকজন। বুধবার সকাল ১০ টার দিকে সূত্রমতে যুবককে আটক করে তল্লাশী করে ১৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    আটক যুবকের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হচ্ছে বলে পটিয়া থানা সূত্রে জানা গেছে।

  • বান্দরবানে কোটি টাকার হেরোইনসহ ২ মাদকব্যবসায়ি র‌্যাবের হাতে ধরা

    বান্দরবানে কোটি টাকার হেরোইনসহ ২ মাদকব্যবসায়ি র‌্যাবের হাতে ধরা

    বান্দরবান জেলার সদর থানাধীন ধনেশ পাখি চত্বর এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

    আজ ৩ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭টার সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, বান্দরবান জেলা সদরের কালাগাতা গ্রামের মৃত চাইলাপ্রো মারমার ছেলে মংসাও মারমা (২৮) ও একই জেলার রোয়াংছড়ি কচ্ছতলী গ্রামের থুইবওেঁ মারমার ছেলে পাইনসাসিং মারমা (৪০)।

    তথ্যটি নিশ্চিত করে র‌্যাব-৭’র সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান মামুন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র ধনেশ পাখি চত্বর এলাকায় মাদকদ্রব্য (হেরোইন) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযানে যায় র‌্যাবের একটি টিম।

    এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে কৌশলে লুকানো অবস্থায় ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি টাকা জানিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।