Tag: ধর্ষক গ্রেপ্তার

  • কুমিল্লার দেবিদ্বারের সেই ‘ভণ্ডপীর’ ইকবাল ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার দেবিদ্বারের সেই ‘ভণ্ডপীর’ ইকবাল ঢাকায় গ্রেপ্তার

    বহুল আলোচিত কুমিল্লার দেবিদ্বারে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ‘ভণ্ডপীর’ ইকবাল শাহ সুন্নি আল কাদেরীকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

    সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় রোববার (১৮ জুন) দিবাগত রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল।

    র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সোমবার (১৯ জুন) রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

    উল্লেখ্য, গত ২ জুন দুপুর ১২টার দিকে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে লিচু দেওয়ার কথা বলে নিজের আস্তানায় নিয়ে ধর্ষণ করেন ভণ্ডপীর ইকবাল। দরবার শরিফের নামে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। তার বাড়িতে প্রায়ই গাঁজার আসর বসাতেন এবং মাঝেমধ্যে ওরশ করতেন। সেখানে নারীদের নিয়ে অসামাজিক কাজ করতেন এ প্রতারক। তার এসব কাজে সহায়তা করতো স্থানীয় একটি প্রভাবশালী চক্র। ফলে তার এসব কর্মকাণ্ডে কেউ প্রতিবাদ করতেন না।

  • মনিরামপুরে পানি আনতে গিয়ে কিশোরী ধর্ষিত, ধর্ষক আটক

    মনিরামপুরে পানি আনতে গিয়ে কিশোরী ধর্ষিত, ধর্ষক আটক

    নিলয় ধর,যশোর প্রতিনিধি:যশোর জেলার মনিরামপুরের পল্লীতে সন্ধ্যায় বাড়ির পাশে টিউবয়েলে পানি আনতে যাওয়ার সময় এক কিশোরীকে জাহিদ হাসান নামে এক লম্পট যুবক জোরপূর্বক ধরে নিয়ে পার্শ্ববর্তি ১টি পরিত্যক্ত বাড়িতে ধর্ষন করে পালিয়ে যায়।

    এই ঘটনায় মঙ্গলবার রাতে ওই কিশোরীর মা বাদি হয়ে জাহিদ হাসানের বিরুদ্ধে থানায় মামলা করে। ওই রাতেই পুলিশ জাহিদ হাসানকে আটক করেছে। জাহিদ হাসান হরিহরনগর ইউনিয়নের দশআনী গ্রামের মুজিবুর রহমানের ছেলে। পুলিশ জাহিদ হাসানকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।

    মনিরামপুর থানার (এসআই) আবদুর রহমান জানিয়েছেন, উপজেলার দশআনী গ্রামের এক স্বামী পরিত্যক্তার ১৩ বছর বয়সী মেয়ে গত ৬ মে সন্ধ্যার পর বাড়ির পাশে টিউবয়েলে পানি আনতে যায়। অভিযোগ রয়েছে পথিমধ্যে একই গ্রামের মুজিবুর রহামনের ছেলে রাজমিস্ত্রীর সহকারি লম্পট জাহিদ হাসান ওই কিশোরীকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে পার্শ্ববর্তি নূর মোহাম্মাদের পরিত্যক্ত বাড়িতে ধর্ষন করে পালিয়ে যায়। পরে ওই কিশোরী বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ঘটনার বিবরন দেয়।

    কিশোরীর মা জানিয়েছেন, বিষয়টি জানাজানি হলে ধর্ষক জাহিদ হাসানের পিতা এবং তার চাচা আবুল হোসেন ধর্ষনের ঘটনা ধামাপাচা দিতে মরিয়া হয়ে ওঠে। অভিযোগ রয়েছে মুজিবুর এবং আবুল হোসেন কিশোরীর মাকে আয়ত্ব করতে মোটা অংকের টাকার প্রলোভন দেখায়। কিন্তু তাতে কিশোরী ও তার মা সম্মত না হওয়ায় জাহিদ হাসানের পিতা আবুল হোসেনের সহায়তায় স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিয়ার রহমান, গোলাম রসুল, এক জন ইউপি সদস্যসহ কতিপয় গন্যমান্য ব্যক্তির সরনাপন্ন হয়। এক পর্যায়ে তারা কিশোরী ও তার মাকে আয়ত্ব করতে ব্যর্থ হওয়ায় মিমাংশার উদ্যোগ ভন্ডুল হয়।

    স্থানীয় ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার জানিয়েছেন, ধর্ষনের বিষয়টি ধামাচাপা দিতে জাহিদ ও তার অভিভাবকরা ব্যর্থ হয়েছে।

    তবে মিমাংশার উদ্যোগ নেওয়ার অভিযোগ আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিয়ার রহমান অস্বীকার করেছেন।

    হরিহরনগর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জানিয়েছেন, এই ব্যাপারে তিনি কিছু জানেন না। মনিরামপুর থানার ওসি(তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানিয়েছেন, ধর্ষনের ঘটনায় মঙ্গলবার রাতে ওই কিশোরীর মা বাদি হয়ে জাহিদ হাসানের বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই জাহিদ হাসানকে আটক করা হয়। ইতিমধ্যে অসুস্থ্য ওই কিশোরীকে উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক/দুই দিনের একের মধ্যে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হবে।।

    ২৪ ঘণ্টা/এম আর

  • শিল্পীর আঁকা স্কেচ দেখে ধর্ষক আটক

    শিল্পীর আঁকা স্কেচ দেখে ধর্ষক আটক

    রাজধানীর কদমতলীতে ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় টুটুল (২০) নামে ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গত ২৫ এপ্রিল সন্ধ্যায় টুটুল মুরাদনগর এলাকায় শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়।

    পরে সিসি ক্যামেরার ফুটেজ থেকে মাস্ক পড়া এক যুবকের ছবি চারুকলার শিল্পীকে দিয়ে স্কেচ করিয়ে নেয় পুলিশ। ওই স্কেচ থেকেই ধর্ষককে গতকাল শুক্রবার রাতে কদমতলী এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে।

    পুলিশ জানায়, টুটুলের বাসা মুগদা এলাকায়। সে কদমতলীতে তার নানা ও খালার বাসায় মাঝে মাঝে ঘুরতে আসত। ২৫ এপ্রিল সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করার পর তার বাবা কদমতলী থানায় একটি মামলা করেন। এরপর মুরাদপুর এলাকায় ধর্ষণের স্থানটির আশপাশের ১৬টি বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করা হয়। একটি ভিডিও ফুটেজে দেখা যায় যে এক যুবক মেয়েটিকে হাত ধরে রাস্তায় হেঁটে যাচ্ছে। কিন্তু যুবকের মুখে মাস্ক পড়া ছিল বলে তাকে শনাক্ত করা যাচ্ছিল না।

    পরে সাখাওয়াত তমাল নামে এক শিল্পীকে দিয়ে সন্দেহভাজন যুবকের স্কেচ এঁকে নেওয়া হয়। ওই স্কেচের ১০০ কপি পোস্টার বানানো হয়। পোস্টার এলাকায় টানানোর পর একজন ফোন করে ওই যুবকের পরিচয় নিশ্চিত করে।

    ঘটনাটি তদন্ত করে ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমদের নির্দেশনায় শ্যামপুর জোনের সহকারী কমিশনার শাহ আলম, কদমতলী থানার পরিদশর্ক (তদন্ত) কামরুজ্জামান, এসআই আব্বাস ও এএসআই ওয়ালী উল্লাহর নেতৃত্বে একটি টিম ওই যুবককে শুক্রবার রাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত টুটুল ধর্ষণের ঘটনা শিকার করেছে।

    ২৪ ঘণ্টা/এম আর

     

  • শিশু ধর্ষণকারী জুবায়ের গ্রেপ্তার

    শিশু ধর্ষণকারী জুবায়ের গ্রেপ্তার

    রাজধানীর সবুজবাগ-বাসাবো এলাকায় সাত বছরের শিশু ধর্ষণকারী কলেজছাত্র জুবায়েরকে (২৫) হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টায় তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩’র অতিরিক্ত পুলিশ সুপার স্টাফ অফিসার (অপস ও ইন্ট শাখা) এবিএম ফাইজুল ইসলাম।

    র‌্যাব-৩ এর সূত্র জানায়, গ্রেপ্তারকৃত কলেজছাত্র সবুজবাগ-বাসাবো এলাকায় একটি সাবলেট বাসায় ভাড়া থাকতেন। গত ১৬ জানুয়ারি সকালে তার পাশের রুমে বসবাসকারী পরিবারের এক শিশুকে ফুঁসলিয়ে নিজের রুমে নিয়ে ধর্ষণ করেন।

    ধর্ষণের বিষয়ে তাৎক্ষণিকভাবে শিশুটি পরিবারের কাছে কিছু বলেনি। ঘটনার তিনদিন পর শিশুটির মা বিষয়টি টের পান। তিনি এ ব‍্যাপারে শিশুটিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে ঘটনার কথা স্বীকার করে।

    এ ঘটনায় ২২ জানুয়ারি রাতে সবুজবাগ থানায় শিশুটির বাবা মামলা করেন। মামলার খবর পেয়ে ওই কলেজছাত্র হবিগঞ্জে পালিয়ে আসেন। পরে মোবাইল ট্র্যাকিংয়ে অবস্থান নিশ্চিত হয়ে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।