Tag: ধাওয়া-পাল্টা ধাওয়া

  • নয়াপল্টনে আ. লীগ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া

    নয়াপল্টনে আ. লীগ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া

    সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর রাজধানীর নয়া পল্টনে আওয়ামী লীগ এবং বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

    শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির একদল নেতাকর্মী অবস্থান করছিলেন। রাস্তার অপর পাশ দিয়ে আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল। এসময় দুইপক্ষের লোকজন কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ২৫ মিনিট থেমে থেমে ইট-পাটকেল ছোঁড়াছুড়ি হয় দুই পক্ষের মধ্যে।

    পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে হতাহতের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

  • মিরসরাইয়ে আওয়ামী লীগ-যুবলীগ নেতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া : আহত ৪

    মিরসরাইয়ে আওয়ামী লীগ-যুবলীগ নেতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া : আহত ৪

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতার সাথে যুবলীগ নেতাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। এতে ৪জন আহত হয় ও একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগের তথ্য পাওয়া গেছে।

    রবিবার (১৫ ডিসম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দফায় দফায় এই ঘটনা ঘটেছে।

    আহতরা হলো সাবেক ছাত্রলীগ নেতা অভি রায় (২৮), যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন আরাফাত (২৬), মিরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন লিটন (২৮) ও তার ছোট ভাই ইব্রাহিম হোসেন টুটুল (২২)। আহতদের মধ্যে আরাফাতকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেয়া হয়েছে।

    আওয়ামীলীগ নেতা ইলিয়াছ হোসেন লিটন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, রবিবার দুপুরে উপজেলা রোড়ে সিএনজি টেক্সিষ্ট্যান্ডে অভির সাথে রাজনৈতিক বিষয়ে কথা কাটাকাটি হয়। এসময় সে আমার উপর চড়াও হওয়ার চেষ্টা করলে আমি তাকে চড় থাপ্পড় দিয়েছি।

    এরপর আরাফাত সুফিয়া রোড় এলাকা থেকে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে সে মাথায় আঘাত পায়। এরপূর্বে সে আমার ব্যবহত মোটর সাইকেল নিয়ে যায় এবং তার সাঙ্গপাঙ্গরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এতে প্রায় ২লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

    সাবেক ছাত্রলীগ নেতা অভি রায় ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আজ দুপর ১২টার দিকে আমার দোকান থেকে বের হয়ে মোটর সাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে লিটন সহ আরো ৪-৫জন আমাকে দাঁড়াতে বলে। দাঁড়ানোর সাথে সাথে এলোপাতাড়ি মারধর করে। বিষয়টি আমার বন্ধু আরাফাতকে জানিয়েছি।

    যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন আরাফাত মুঠোফোনে ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, রবিবার দুপুরে লিটন আমার বন্ধু সাবেক ছাত্রলীগ নেতা অভিকে মারধর করে। খবর পেয়ে সুফিয়া রোড় এলাকায় আমি লিটনকে বিষয়টি জিজ্ঞাসা করতে গেলে দলবল নিয়ে আমার উপর হামলা করে।

    বোতলের কাচ দিয়ে আমার মাথায় আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ হয়। মোটর সাইকেল জ্বালিয়ে দেয়ার বিষয়টি সে অস্বীকার করেন।

    এই বিষয়ে মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এই ঘটনা কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে যথাযথ প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

  • সীতাকুণ্ড আ’লীগের সম্মেলনে বাকের সভাপতি, মামুন সম্পাদক

    সীতাকুণ্ড আ’লীগের সম্মেলনে বাকের সভাপতি, মামুন সম্পাদক

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা আ’লীগের সম্মেলন শুক্রবার বিকালে পৌরসদরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত কেন্দ্রীয় নেতা, উত্তর জেলা আ’লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও কাউন্সিলদের ঐক্যমতের ভিত্তিতে আবদুল্লাহ আল বাকের ভূইয়াকে সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনকে সাধারণ সম্পাদক করে উপজেলা আ’লীগের কমিটি গঠন করা হয়।

    এদিকে সম্মেলন শুরুর পর উভয় পক্ষের নেতাকর্মীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শুরুতে সভাপতি প্রার্থী আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া সমর্থিত লোকজন স্লোগান দিয়ে সভাস্থলে এসে ভীড় জমান। এসময় তারা নিজ নেতাকে সভাপতি হিসাবে পেতে স্লোগানের পাশাপাশি সভাস্থল দখল করে নেন। এ ঘটনার কিছুক্ষন পর উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনের অনুসারী নেতাকর্মীরা সভাস্থলে এসে জড়ো হওয়ার পাশাপশি পাল্টা দখলের চেষ্টা চালায়।

    এসময় উভয়পক্ষের উত্তেজিত নেতাকর্মীরা সভাস্থলে লাগানো ব্যানার, পেস্টুন ছিড়তে থাকে। এক পর্যায়ে সভাপতি প্রার্থী বাঁকের ভূইয়ার অনুসারী নেতাকর্মীর সাথে অপর সভাপতি প্রার্থী এস এম আল মামুনের নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাছাড়া উত্তেজিত নেতাকর্মীরা সভাস্থলের শতাধিক চেয়ার ভাঙচুর করেন এবং উভয় পক্ষের হামলায় ১৫জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

    এদিকে পুলিশ উভয় পক্ষের উত্তেজিত নেতাকর্মীকে ধাওয়া দিলে তারা সভাস্থল ছেড়ে পালিয়ে যায় এবং ঘন্টা খানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

    অন্যদিকে ধাওয়া পাল্টা ধাওয়া পরবর্তীতে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আ’লীগের প্রেসিডিয়াম সদস্য, মীরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, উদ্বোধক ছিলেন, উত্তরজেলা আ’লীগের সভাপতি ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, বিশেষ অতিথি উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবদুচ সালাম ও সীতাকুণ্ড সাংসদ দিদারুল আলম প্রার্থী ও কাউন্সিলরদের সাথে নিয়ে জেলা পরিষদ মিলনায়তনে বৈঠকে বসেন।

    এতে উপস্থিত সভাপতি, সম্পাদক প্রার্থী এবং কাউন্সিলরদের ঐক্যমতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য উপজেলা আ’লীগের সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি। নাম ঘোষণায় সভাপতির হিসেবে আবদুল্লাহ আল বাকের ভূইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনের নাম তিনি ঘোষণা করেন।