Tag: ধাক্কায়

  • ফ্লাইওভারে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    ফ্লাইওভারে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর লালখানবাজার আখতারুজ্জামান ফ্লাইওভারের দামপাড়া গরীবউল্লাহ শাহ মাজার এলাকায় মারা গেছে মো. রিয়াজ উদ্দিন রায়হান নামে ২৫ বছর বয়সী এক যুবক।

    আজ শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার সময় ফ্লাইওভারের উপর নষ্ট মোটর সাইকেল মেরামতের সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

    নিহত রিয়াজ উদ্দিন বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী শেখপাড়া আব্দুল মজিদের ছেলে।

    সড়ক দুর্ঘটনায় ২৫ বছর বয়সী এ যুবকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন।

    তিনি বলেন, শনিবার বিকেল পৌণে ৫টার সময় লালখান বাজার ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় আহত রায়হান নামে এক যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে কয়েকজন পথচারি। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এদিকে এ দুর্ঘটনার পর চালকসহ পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান।

    তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, ফ্লাইওভারের গরীবউল্লাহ শাহ মাজারের কাছে রায়হানের মোটরসাইকেলটি নষ্ট হয়ে যায়। রাস্তার উপর দাড়িয়ে সেটি মেরামত করার সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়।

    এতে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রায়হানকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • মিরসরাইয়ে এক কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল অপর কাভার্ডভ্যান চালকের সহকারী

    মিরসরাইয়ে এক কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল অপর কাভার্ডভ্যান চালকের সহকারী

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে এক কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল অপর এক কাভার্ডভ্যান চালকের সহকারীর।

    আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৫টার সময় উপজেলার ঠাকুরদিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. ইসমাইল (২৩) তার বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ঠাকুরদিঘীর পাড়ে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানকে একই মুখী অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়।

    এতে একটি কাভার্ডভ্যানের চালক সহকারী ইসমাইল গুরুতর আহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম দুর্ঘটনাস্থলে এসে আহত ইসমাইলকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।

    চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষের কাভার্ডভ্যান চালকের এক সহকারীকে গুরুতর আহত অবস্থায় সকালে হাসপাতালে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • ফটিকছড়িতে চাঁদের গাড়ীর ধাক্কায় শিশুর মৃত্যু

    ফটিকছড়িতে চাঁদের গাড়ীর ধাক্কায় শিশুর মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে চাঁদের গাড়ীর ধাক্কায় রাজেদুল ইসলাম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

    আজ ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের মাইজভাণ্ডার আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজেদুল নানুপুর আমতলীস্থ ওয়াইজ ক্বাজীর বাড়ীর ব্যাংকার মোশেদুল আলমের ২য় পুত্র।

    স্থানীয়রা জানান, গহিরা-হেঁয়াকো সড়কের মাইজভান্ডার আমতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা চাঁদের গাড়ী শিশুটিকে ধাক্কা দিয়ে চলে যায়।

    ঘটনার সাথে সাথে পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

  • সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় উল্টে গেছে বাস : আহত ১৫ পোষাক শ্রমিক

    সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় উল্টে গেছে বাস : আহত ১৫ পোষাক শ্রমিক

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় উল্টে গেছে পোষাক শ্রমিক বহণকারী একটি বাস।

    এতে ইউনিটেক্স নামের পোষাক কারখানাটির ১৫ জন শ্রমিক কম বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।

    আজ ২০ জানুয়ারি সোমবার সকালে উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে এ দুর্ঘটনা ঘটে।

    তবে দুর্ঘটনায় আহত শ্রমিকদের কারো অবস্থা গুরুতর নয় জানিয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশারফ হোসেন বলেন, সোমবার ভোরে ইউনিটেক্স গার্মেন্টসের শ্রমিক বহনকারী বাসটি কারখানার উদ্দ্যেশে যাচ্ছিলেন।

    এমন সময় একই মুখী একটি কাভার্ডভ্যান পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি রাস্তার পাশে উল্টে গিয়ে ১৫ জন শ্রমিক আহত হন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সবাই শঙ্কামুক্ত বলে তিনি জানান।

    এদিকে কাভার্ডভ্যানটি আটক করার তথ্য নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. জয়দুল হোসেন।

  • সলিমপুরে লরীর সাথে মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

    সলিমপুরে লরীর সাথে মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

    ২৪ ঘন্টা ডট নিউজ।সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সলিমপুরে বাইপাস রোডে সড়ক দূর্ঘটনায় বাবলু ফকির (৩২) নামের এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় গাড়ির হেলপার গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    গতরাত তিনটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত বাবলু আড়ং ডেইরি মিল্কের মিনি কভার্ডভ্যানের চালক। সে গোপালগঞ্জ জেলার নিলমাট থানার গোবরা গ্রামের মৃত দাউদ আলী ফকিরের পুত্র। পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

    জানা যায়, গভীর রাতে চট্টগ্রামমুখী আড়ং মিল্কের গাড়িটি বন্দর রোডে প্রবেশ করার সময় অন্য একটি লরীর পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস টিম এবং বার আউলিয়ার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে এগিয়ে আসে।

    এ বিষয়ে এসআই সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনারস্থলে গিয়ে নিহত একজনকে ও আহত যুবককে উদ্ধার করি। গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

  • সড়ক দুর্ঘটনা : বায়েজিদে কারের ধাক্কায় শিশু ও ইপিজেডে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

    সড়ক দুর্ঘটনা : বায়েজিদে কারের ধাক্কায় শিশু ও ইপিজেডে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ ও ইপিজেড এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে পৃথক ঘটনা দুটি ঘটে।

    জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭টার সময় নগরীর ইপিজেড থানার যমুনা ওয়েলের সামনে সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় হাবিবা আক্তার (১৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

    হাবিবা কুমিল্লা জেলার লাকসাম উপজেলার তাহেরপুর গ্রামের হাফেজ আহমেদের মেয়ে এবং ইপিজেডের ইউমিবুদ গার্মেন্টস শ্রমিক বলে জানা গেছে। নিহতের লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার তথ্যটি নিশ্চিত করেন।

    এদিকে এ ঘটনার মাত্র দেড় ঘন্টার ব্যবধানে নগরীতে পৃথক আরো একটি সড়ক দুর্ঘটনায় তাসনিয়া আক্তার লামিয়া নামে তিনবছর বয়সী এক শিশু কণ্যার মৃত্যু হয়েছে। নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার আনন্দবাজারের মুখে একটি চলন্ত প্রাইভেট কার শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

    প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লামিয়া ফেনী জেলার সদর থানার ফাজিলপুর গ্রামের ডাইল মার্কেট বৈদ্য বাড়ির ফজলুল হকের মেয়ে।

    এ ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফেরদৌস আহমদকে আটক করা হয়েছে বলে জানান বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার। তিনি বলেন, নিহত শিশুটির পরিবারের পক্ষে কেউ মামলা করলে ওই মামলার সূত্র ধরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।