Tag: ধানমন্ডিস্থ কার্যালয়ে

  • বড় দলের সম্মেলন করা খুব সহজ ব্যাপার নয়, দু-একদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি : কাদের

    বড় দলের সম্মেলন করা খুব সহজ ব্যাপার নয়, দু-একদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি : কাদের

    ২৪ ঘন্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১তম সম্মেলনে প্রায় সাত হাজার কাউন্সিলের উপস্থিত মতামতে দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডিস্থ কার্যালয়ে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন আয়োজন করে সাংবাদিকদের সাথে কথা বলেন নবনির্বাচিত এ নেতা। এসময় তিনি দু-এক দিনের মধ্যে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সাংবাদিকদের জানান। এছাড়া মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলেও জানান তিনি।

    তিনি বলেন, আওয়ামী লীগ বর্তমান ক্ষমতাসীন দল। আর একটি বড় দলের সম্মেলন করা খুব সহজ ব্যাপার নয়। মিডিয়া ভাইদের সহযোগীতা ও আমাদের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রমের ফলে আজকের সম্মেলন সফল হয়েছে।

    আগামী এক-দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে মিডিয়া ভাইদের ডেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এসময় একটি গেট টুগেদারের আয়োজন করা হবে বললেন সেতুমন্ত্রী।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগের সামনে অনেক কাজ বাকি। সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো মোকাবিলায় এক হয়ে কাজ করতে হবে।

    কাউন্সিল অধিবেশন পরবর্তী এই সংবাদ সম্মেলনের শুরুতেই নতুন কমিটিতে স্থান পাওয়া নেতাদের অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনি ইশতেহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের কাছে তিনি অঙ্গিকার করেছেন, প্রত্যেক পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সেই প্রতিশ্রুতি আমরা পূরণ করবো। এগুলো আমাদের সামনে চ্যালেঞ্জ।’

    আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরও গতীশীল করতে কাজ করে যাব জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মূল ফোকাস হলো-মুজিব বর্ষের বিশাল প্রোগ্রাম সঠিকভাবে বাস্তবায়ন করা। এটা আমাদের একটা বিরাট দায়িত্ব। এছাড়া ভিশন-২০২১ ও ডেল্টাপ্ল্যান বাস্তবায়নও আমাদের চ্যালেঞ্জের মধ্যে পড়ে।

    সংবাদ সম্মেলনে তাকে দ্বিতীয়বারে মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানার প্রতিও। এছাড়া, সম্মেলনে অংশগ্রহণ করা সাড়ে সাত হাজার কাউন্সিলর, যারা অকুণ্ঠ সমর্থন দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বর্ষীয়ান এই রাজনীতিক।